আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ১০:৪৪

না’গঞ্জ ক্লাবে হামলা ভাংচুর

ডান্ডিবার্তা | ২৬ জুলাই, ২০২৪ | ১১:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর নারায়ণগঞ্জ ক্লাবের সামনে ইসলামী আন্দোলন নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিআর সেল ও রাবার বুলেট ছুঁড়ে। সংঘর্ষের এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশকে ধাওয়া দিলে পুলিশের গাড়ি ক্লাবের গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পুলিশের পিছু পিছু আন্দোলনকারীরা ক্লাবের ভিতরে ঢুকে যায়। এসময় পুলিশ সদস্যরা গাড়ি রেখে পালিয়ে গেলে আন্দোলনকারীরা ক্লাবে প্রবেশ করে অফিস কক্ষে ও অভ্যর্থনা কক্ষে ব্যাপক ভাংচুর করে। এসময় ক্লাব অভ্যন্তরে অবস্থানরত সদস্যরা আতঙ্কে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। হামলাকারীরা ক্লাবের ব্যাপক ভাংচুরের পর ক্লাব মার্কেটের বিভিন্ন দোকানে হমলা চালায়। পরে রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারী কিছু লোককে ২নং রেল গেইট এলাকায় অবস্থান করে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। শতাধিক বছরের পুরাতন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবে অতীতে কোন আন্দোলন সংগ্রামেই এই ধরেনের হামলা চালানো হয়নি। নারায়ণগঞ্জ ক্লাবের মত ঐতিহ্যবাহী একটি ক্লাবে পুলিশ তাদের গাড়ি নিয়ে এই সময়ে কেন প্রবেশ করলো এনিয়ে সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলাকারীরা লুটপাট ও ঐতিহ্যবাহী এই ক্লাবটি ধ্বংসের উদ্দেশ্যে এসেছিল এটা স্পষ্ট। হেলমেটপড়া একদল লোক ইসলামী আন্দোলনের সদস্যদের সাথে নিয়ে অর্ধশতাধিক টোকাইসহ ক্লাবে প্রবেশ করে ভাংচুর শুরু করে। এসময় ক্লাবের ভিতরে থাকা একটি ব্যাংকের বুথ, ক্লাবের অফিস কক্ষের আসবাবপত্র কম্পিউটার ও ক্লাবের বহিরাঙ্গনের কাঁচ ভাংচুর করে লুটপাট চালায়। এসময় হামলাকারীরা মূল্যবান কাগজপত্রসহ নগদ টাকা কম্পিউটার লুট করে নিয়ে যায়। এ ব্যপারে ক্লাব সভাপতি তারনভীর আহামেদ টিটু জানান, ক্লাবের অফিসে রক্ষিত নগদ ১১ লাখ টাকাসহ মূল্যবার কম্পিউটারগুলি লুটসহ ক্লাবে ব্যাপক ধ্বংসযঙ্গ চালায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024