
মন্তব্য প্রতিবেদন
হাবিবুর রহমান বাদল
টানা ৪৬ দিন চরম উত্তজনা আর উৎকন্ঠার মধ্যে দিন কাটিয়েছে দেশবাসী। গত রোববারের সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এর মধ্যেও গত বৃহস্পতিবার ও শুক্রবার দেশব্যাপি রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাংচুর চালানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এই নাশকতামূলক কর্মকান্ডের সাথে কোন অবস্থাতে জড়িত নয় মন্তব্য করে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে। ছাত্র আন্দোলনের সুযোগে যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেসকল স্থাপনা যে খুবি গুরুত্বপূর্ণ তা সাধারন ছাত্রদের জানার কথা না। রাষ্ট্রীয় সম্প্রচার ভবন, মেট্রোরেল, টোল প্লাজা, সিটি কর্পোরেশনের ভবনসহ ডাটা ভবনের মত গুরুত্বপূর্ণ ভবনে অগ্নিসংযোগ করার কারনে ৬ দিন যাবত ইন্টারনেট বন্ধ থাকায় দেশবাসী যেমন অন্ধকারে রয়েছেন তেমনি বহিঃবিশে^র সাথে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। এ হামলার কারনে দেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। নাশকতাকারীদের হামলা ও অগ্নিসংযোগের মূল কারন যে, বাংলাদেশকে পিছনে নিয়ে যাওয়া তা বলার অপেক্ষা রাখে না। দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে আসলেও নাশকতাকারীরা এখনো বিভিন্নস্থানে বিচ্ছিন্নভাবে হামলা ও অগ্নিসংযোগ চালাচ্ছে। ছাত্র সমাজের মূল দাবি ছিল কোটা বাতিল করা। এলক্ষ্যে তারা আন্দোলনে নামার পর আদালত থেকে স্থিতিশীল অবস্থা জারি করলেও বিভিন্ন মহল ছাত্রদের প্রকৃত চিত্র না বুজিয়ে কোন কোন রাজনীতিবীদ ছাত্রদের বিরুদ্ধে নিজেদের ছাত্র সংগঠনকে উষ্কে দিয়ে পরিস্থিতি আরো ঘোলাটে করে তুলে। রংপুরে সাধারন নিরস্ত্র ছাত্র আবু সাঈদকে প্রকাশ্যে দাড়ানো অবস্থায় হত্যার পর সাধারন ছাত্র ছাত্রীরা ফুঁসে উঠতে থাকে। অভিভাবক মহলেও সহানুভ’তি দেখা দেয়। ছাত্র আন্দোলন বেগবান হয়ে উঠলে ছাত্ররা আন্দোলনের পাশাপাশি আলোচনার কথাও বলতে থাকে। আর ঠিক তখনি, দেশ বিরোধী একটি শক্তি ঢাকা ও নারায়ণগঞ্জে ব্যাপক তান্ডব চালায়। নরসিংদীতে কারাগার ভেঙ্গে জেএমবির সদস্যসহ অপরাধীদের মাঠে ছেড়ে দেয়া হয়। নাশকতাকারীরা সরাসরি সংঘর্ষে লিপ্ত হলে নিহত হয় সাধারন মানুষ। এঅবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করতে দেশে সেনা মোতায়েনসহ কারফিউ জারি করা হয়। পরিষিÍতি দিন দিন স্বাভাবিক হয়ে আসলেও বিভিন্নস্থানে চোরাগোপ্তা হামলা ও ভাংচুরের খবর পাওয়া যাচ্ছে। জনগনের টাকায় গড়া হাজার হাজার কোটি টাকার সম্পদ এভাবে ক্ষতিগ্রস্থ করার পেছনে কারা দায়ি তাদের নিরপেক্ষভাবে চিহ্নিত করা উচিত। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল নয় বরং প্রকৃত দোষীদের চিহ্নিত করে সকল হত্যাকান্ডের বিচার বিভাগীয় সঠিক তদন্ত হওয়া বলে সাধারন মানুষ মনে করে। একি সাথে সরকারের অভ্যন্তরে কোন ষড়যন্ত্রকারী ঘাঁপটি মেরে আছে কিনা কিংবা এ নাশকতার পেছনে ইন্দন জগিয়েছে কিনা সবকিছুরই সঠিক তদন্তের দাবি রাখে। এখানে গোয়েন্দা সংস্থাগুলির ব্যর্থতাকে গুরুত্ব সহকারে দেখা উচিত। গত বৃহস্পতি ও শুক্রবার নারায়ণগঞ্জে যে নাশকতা চলেছে তা পূর্ব পরিকল্পিত একথা সহজে অনুমেয়। যেসকল প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে সবকিছুর সাথেই সাধারন মানুষের স্বার্থ জড়িত। এসব নাশকতার পেছনের মহা পরিকল্পনাকারী যে কাজ করেছে তা বুজতে কারো বাকি নেই। দেশের সামগ্রিক স্বার্থে এসব ঘটনায় প্রকৃত অর্থেই যারা জড়িত তদন্তপূর্বক তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হউক। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা নয় বরং সত্যিকার অর্থে যারা নাশকতার সাথে জড়িত তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে জন সম্মুখে এদের মুখোশ উন্মোচন করা হউক। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে বার বার পিছনে নেয়ার ষড়যন্ত্র হয়েছে। বাঙ্গালী বারবার এসব ষড়যন্ত্র মোকাবেলা করে গুড়ে দাড়িয়েছে। তাই যারা নাশকতা করে ফায়দা লুটার চেষ্টা করেছে যাদের কারনে সাধারন মানুষকে চরম উৎকন্ঠার মধ্যে দিন কাটাতে হয়েছে তাজা প্রান হারানোসহ হাজারো কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে আইনের আওতায় আনা হউক এমনটাই চায় সমগ্র দেশবাসী। কারন, বাঙ্গালী বারবার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখেভ দাড়িয়ে প্রমান করেছে বাঙ্গালী হারতে জানে না।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯