ডান্ডিবার্তা রিপোর্ট
কোটা সংষ্কারের দাবিকে কেন্দ্র করে ঢাকার পর পরই নারায়ণগঞ্জে তান্ডব চালিয়েছে দুষÍৃতিকারীরা। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা-ভাংচুর এবং অগ্নিসংযোগের মধ্যদিয়ে জনগনে ভীতিক সঞ্চারের মাধ্যমে আতংক সৃষ্টি করে। অবশ্য দুষ্কৃতিকারীদের অরাজকতা প্রতিরোধে সর্বদাই কঠোর অবস্থানে ছিলেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। জেলার বিভিন্নস্থানে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করেছেন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এমনকি, সাধারন মানুষের লেবাস ধরে যাতে কোন ধরনের অরাজকতা করতে না পারে এজন্য জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কাবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের। জেলায় প্রবেশদ্বারে তল্লাশি চৌকি বসিয়ে সন্দেহ ভাজন কোন ব্যাক্তিকে দেখলেই কঠোর নজরধারীতে রাখছেন তাদের। আইনশৃংখলা বাহিনীর কঠোরতার কারনে অনেকটাই নিরাপদ বোধ করছেন জেলার সাধারন মানুষ। শহরের চাষাড়া এলাকার পথচারী তানিম জানান, আইনশৃংখলা বাহিনীর পদক্ষেপগুলো চোঁখে পড়ার মত। পুরো নারায়ণগঞ্জকে নিরাপত্তার চাঁদরে ডেকে দিয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। ছাত্রদের লেবাসে কোন দুষ্কৃতিকারী যেন নারায়ণগঞ্জে অরাজকতা না করতে পারেন এ ব্যাপারে আইনশৃংখলা বাহিনীর কঠোর হস্তক্ষেপের প্রশংসা করেত তিনি।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯