আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৭:৩০

ডান্ডিবার্তা | ২৬ জুলাই, ২০২৪ | ১২:২৬ অপরাহ্ণ

নৈরাজ্য প্রতিরোধে নেই আ’লীগ!

ডান্ডিবার্তা রিপোর্ট

টানা চতুর্থবার দল ক্ষমতায় রয়েছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ। এমনকি ঢাকার পাশ^বর্তী জেলা এ নারায়ণগঞ্জ আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে দেশব্যাপি পরিচিতি রয়েছে। এছাড়াও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরাও দেশকে অস্তিতিশীল করে তুলার জন্য ঢাকার পরে এ নারায়ণগঞ্জকেই বেছে নেন। এবারও কোটা বিরোধী আন্দোলনকে পুজিঁ করে দুষ্কৃতিকারীরা নারায়ণগঞ্জে ব্যাপক তান্ডব চালিয়ে জনমতে ভীত সঞ্চার করে। জেলা পার্সপোট অফিস, পিআইবি অফিস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ ক্লাব, পুলিশ বক্সসহ মহানগর আওয়ামীলীগের কার্য্যালয়ে অগ্নিসংযোগের মাধ্যমে ব্যাপক তান্ডব চালায় দুষ্কৃতিকারীরা। এদিকে, কোটা আন্দোলনকারীদের পুজিঁ করে একদল দুষ্কৃতিকারীরা গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জের সর্বত্র ব্যাপক তান্ডব চালালেও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ শামীম ওসমান ছাড়া নীরব রয়েছিল ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দ। অথচ দলের সাইনবোর্ড ব্যবহার করে অনেক নেতাই রাতারাতি আঙ্গুলফুলে কলাগাছ বনে গেছে। এদিকে, দলের সিনিয়র নেতাদের এমন নীরব ভূমিকার কারনে সাধারন নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সাধারন নেতাকর্মীরা তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, দলের সিনিয়র নেতাদের নীরব থাকার কারনে কর্মীরা হতাশাগ্রস্থ। দলের সিনিয়র নেতৃবৃন্দকে না জানিয়ে কর্মীরা দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে মাঠে নামলেও তারা মাইন্ড করেন। অথচ, আওয়ামীলীগের ঘাঁটি এ নারায়ণগঞ্জেই ব্যাপক তান্ডব চালিয়েছে দুষ্কৃতিকারীরা। যদি, দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ মাঠে থাকতেন তাহলে এমন করার সাহসটুকুও পেত না দুষ্কৃতিকারীরা। মূলত, জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতাদের অবহেলার কারনেই দুষ্কৃতিকারীরা আওয়ামীলীগ কার্য্যালয়ে হামলা করার মত দুঃসাহস দেখিয়েছেন। এঅবস্থা বিরাজমান থাকলে নারায়ণগঞ্জ থেকে আওয়ামীলীগের অস্তিত্ব বীলিন হওয়ার আশংকা করছেন দলের কর্মী সমর্থকরা।  এ ব্যাপারে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, দুষ্কৃতিকারীরা ব্যাপক তান্ডব চালিয়েছে আমাদের দুর্বলতার কারনে। আমরা সময় মত মাঠে নামতে পারিনি। তাছাড়া, সারা দেশব্যাপি তান্ডব চালিয়েছে দুষ্কৃতিকারীরা। সে হিসেবে নারায়ণগঞ্জেও তান্ডব চালিয়েছে। তবে, আমাদের দুর্বলতার কারনেই দুষ্কৃতিকারীরা নারায়ণগঞ্জে এ তান্ডব চালিয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই। তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে সরকারের বিশেষ বাহিনী যেখানে ব্যর্থ সেখানে আমরা কি করতে পারি? অপর এক প্রশ্নে আনোয়ার হোসেন বলেন, আওয়ামীলীগ কার্য্যালয়ে হামলার ঘটনায় আমরা এখনো কোন সিদ্ধান্ত নেইনি। যেহেতু পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসছে আমরা দলীয় আলোচনার মাধ্যমে কি করা যায় সে সিদ্ধান্ত নিব। এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাইয়ের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড.খোকন সাহা বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। সাধারন ছাত্রদের মুখোশে বিএনপি জামায়াত নারায়ণগঞ্জে তান্ডব চালিয়েছে। এরজন্য বিএনপি জামায়াত শিবিরকে কঠোর হস্তে দমন করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024