আজ মঙ্গলবার | ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১ | ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ২:৪৯

গ্রেফতার আতঙ্কে বিএনপি লাপাত্তা

ডান্ডিবার্তা | ২৬ জুলাই, ২০২৪ | ১২:৩১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট

সারাদেশে নৈরাজ্যের পর গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিএনপি নেতাকমীদের মধ্যে। নারায়ণগঞ্জে ইতিমধ্যে শুরু হয়েছে গ্রেফতার কার্যক্রম। পুলিশ গত ৩ দিনে নারায়ণগঞ্জে ৩শ’ ৯জনকে গ্রেফতার করেছে কিন্তু ২৪ ঘন্টায় গ্রেফতার হয়েছে ১শ’ ৭জন। অনেক বিএনপি নেতাকর্মী বাড়ি থেকে আত্মগোপনে চলে গেছে।  তবে পুলিশ নৈরাজ্যের কারণে যে সকল বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে তারা কেহ পদধারী নেতা নন। বিভিন্ন সূত্রে জানা গেছে, ছাত্ররা যখন কোটা বিরোধী আন্দোলন শুরু করে তখন বিএনপি জামাতে কর্মীরা স্থানীয় নেতাদের অলিখিত নির্দেশে কোটা বিরোধী আন্দোলনে ঢুকে পড়ে। আর সুযোগ বুঝে ঝাপিয়ে পড়ে পুলিশের উপর। ঘটে ব্যাপক সংঘর্ষ। আর শুধু সংঘর্ষে সীমাবদ্ধা না থেকে সন্ত্রাসীরা চালায় তান্ডব আর নৈরাজ্য। থমকে যায় সাধারণ মানুষের জীবনযাপন। আর এসকল কর্মকান্ডে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় নৈরাজ্যকারীদের বিরুদ্ধে ৮টি মামলা রুজু হয়। এ মামলায় পুলিশ গ্রেফতার অভিযান শুরু করে। পুলিশ গ্রেফতার শুরু করলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জের শীর্ষ নেতারা তাদের গ্রেফতার হওয়া কর্মীদের পিছনে না দাঁড়িয়ে নিজেদের পিঠ বাাঁচাতে আত্মগোপনে চলে যায়। এতে করে নারায়ণগঞ্জে যেন বিএনপি শূন্য হয়ে পড়ে। এদিকে সরকার এবারের নৈরাজ্যকারীদের কঠোর হস্তে দমনসহ কাউকে ছাড় না দেয়ার ঘোষনা দিয়েছে। আর এ কারনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আরো বেশী আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা এখন বাড়িঘর ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছে। যারা সাদলন কর্মী আছে তারাও এখন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এখন বিএনপির কাউকে রাস্তায় দেখা যায় না। শুধু তাই নয় এখন বিএনপির নেতাকর্মীদের পরিবারের মধ্যেও দেখা দিয়ে উৎকন্ঠা। তাদের পরিবারদের দাবি যারা নৈরাজ্যে সাথে জড়িত তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারে। যাতে গণহারে কাউকে গ্রেফতার না করে বা হয়রানি না করে এ আহবান জানান। এ বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নৈরাজ্যকারী কাউকে ছাড় দেয়া হবে না। নারায়নগঞ্জে বিভিন্ন থানায় ৮টি মামলা হয়েছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন থানায় নৈরাজ্যের সাথে জড়িতের অভিযোগে গ্রেফতার হয়েছে ১শত ৭জন আর গত ৩ দিনে গ্রেফতার হয়েঝে ৩শত ৯ জন। আমরা যাচাই বাছাই করেই আইনের আওতায় আনছি। আমরা কোন নিরিহ বা বিনা অপরাধে কাউকে গ্রেফতার করছি না। তবে এ অবস্থা থেকে স্বাভাবিক হয়ে কয়েক দিন সময় লাগবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024