আজ রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ৪ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ১০:৫৮

ছাত্র আন্দোলনকে মহড়া বানিয়ে বিএনপি-জামাতের তান্ডব

ডান্ডিবার্তা | ২৬ জুলাই, ২০২৪ | ১২:৩৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট

কোটা বিরোধী আন্দোলনকে পূজি করে কতিপয় সন্ত্রাসীদের তান্ডবে অচল অবস্থার পর নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সাধারণ মানুষ জীবন জীবিকার তাগিদে বেরিয়ে আসছে। সরকারী সাধারণ ছুটি কাটিয়ে গতকাল বুধবার মানুষ কর্মস্থলে ফিরেছে। তবে তেমন কাজকর্ম চলেনি। ইন্টারনেট সেবা সর্বত্র সচল না হওয়ায় ব্যাংকিং খাতে লেনদেন চলেনি বলে জানা গেছে। প্রশাসন দ্রুত দেশে স্বাভাবিক অবস্থা পিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন। এদিকে ছাত্রদের আন্দোলনের সুযোগে দুষ্কৃতিকারীরা আন্দোলনে ঢুকে সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, ভাংচুর, লুটপাট ও আগুন জ¦ালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। আর এতে করে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের অবস্থাও অচল হয়ে পড়ে। আন্দোলন কয়েকদিন স্বাভাবিক থাকলেও সন্ত্রাসীরা ঢুকে আন্দালনকে প্রশ্নবিদ্ধ করে। ছাত্র আন্দোলনকে মহড়া বানিয়ে শুরু দেয় তান্ডব। এতে করে নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারী ছ্রাত্ররা মাঠে না থাকলেও বিএনপি, জামাত-শিবির তৎপর ছিল। দিনভর তারা শহর ও আশেপাশের এলাকায় তান্ডব চালায়। সকাল থেকেই জামাত-শিবির তৎপর ছিল। এক পর্যায়ে লিঙ্ক রোডে অবস্থিত পিবিআই কার্যালয়ের গাড়ি ও পাসপোর্ট অফিসে অগ্নি সংযোগ করে। এসময় পুলিশের সাথে অগ্নসংযোগকারীদের সংঘর্ষ বাধে। দুপুরে কোটা বিরোধী আন্দোলকারীদের পক্ষ থেকে সন্ত্রাস ও অগ্নিসংযোগ ও নৈরাজ্যের সাথে তাদের কোন সম্পর্ক নেই এমন ঘোষনা দেয়ার পর চাষাড়ায় পুলিশের সাথে কিছু যুবকের সংঘর্ষ বাধে। বাদ জুমা একদল উশৃঙ্খল যুবক পুনরায় পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্যে উশৃঙ্খল যুবকরা ২নং রেল গেইট এলাকায় স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলে। পরে এরা চুনকা পাঠাগার ও মিলনায়তনে হামলা চালিয়ে ব্যপাক ক্ষতি সাধন করে। পরে নাসিকের সুপার মার্কেটেও তারা তান্ডব চালায়। বিকালে পাসপোর্ট অফিস ও পিবিআই অফিসে এবং নমপার্কে অগ্নিসংযোগ করে। লিঙ্ক রোড থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত ছাত্রলীগ, বিএনপি ও পুলিশের সাথে ত্রীমুখি সংঘর্ষ বাধে। সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষ চলে। বিকাল থেকে শিবিরের কতিপয় সশস্র যুবক ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে পুলিশের উপর হামলা চালালে এলাকা রনক্ষেত্রে পরিনত হয়। সন্ধ্যার পর থেকে অপরিচিত যুবকরা দেওভোগের অলিগলিতে অবস্থান নিয়ে বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে হয়রানিসহ পুলিশের উপর ইটপাটকেল ও বোমা হামলা চালায়। বিএনপি-জামাতের নৈরাজ্যে যে ক্ষতি হয়েছে তা সাধারণ মানুষ সমর্থন করেনি। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। গতকাল বুধবার মানুষ কর্মক্ষেত্রে ফিরলেও তেমন কাজ হয়নি। এতে করে নৈরাজ্যকারীদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়তে শুরু করেছে। মানুষ নৈরাজ্য নয় শান্তি ফিরে পেতে চায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ১৬:২৬
  • ১৮:১৬
  • ১৯:৩১
  • ৫:৪১
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024