আজ রবিবার | ৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১ | ৪ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ১০:৫৫

স্বাভাবিক হয়ে আসছে না’গঞ্জ

ডান্ডিবার্তা | ২৬ জুলাই, ২০২৪ | ১২:৩৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট

কোট বিরোধী আন্দোলনের কারনে গত কয়েকদিন নারায়ণগঞ্জে তান্ডব লীলা চলার পর স্বাভাবিক হতে শুরু করেছে সার্বিক পরিস্থিতি। সরকারী অফিস আদালত থেকে শুরু করে বে-সরকারী ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠান খোলতে শুরু করেছে। এমনকি দেশর অন্যতম শিল্পপ্রতিষ্ঠান বিসিক শিল্পনগরীর গার্মেন্ট সেক্টরও খুলেছে। গার্মেন্ট প্রতিষ্ঠানগুলোতে পোশাক শ্রমিকদের সরব উপস্থিতি দেখা গেছে। শিল্পপ্রতিষ্ঠানগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে শিল্প পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে। গত কয়েকদিনের দুষ্কৃতিকারীদের তান্ডবের পর কর্মস্থলে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারন শ্রমিকরা। এদিকে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডেও যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ-আড়াইহাজার-রূপগঞ্জসহ শহরের বিভিন্ন এলাকার সড়কগুলোতেও যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। সাধারন লোকজনও প্রয়োজনের তাগিতে বাহিরে বের হচ্ছে। শহরের প্রানকেন্দ্র চাষাড়াও তার চির চেনা রূপে ফিরে এসেছে। নারায়ণগঞ্জের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনী সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। শহরের প্রধান প্রধান সড়কগুলোর প্রবেশ পথে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে তল্লাশি চালানো হচ্ছে। যৌথ বাহিনীর কঠোর অবস্থানের কারনে জনগনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় সাধারন মানুষও স্বস্তি প্রকাশ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক পর্যায় আনাসহ সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। বিসিক শিল্প নগরী এলাকার গার্মেন্ট কর্মী রফিকুল জানান, কোঠা বিরোধী আন্দোলনের কারনে অনিদিষ্টকালের জন্য তাদের প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়। এসংবাদে সাধারন শ্রমিকদের মাঝে হতাশা বিরাজ করলেও সরকারের সার্বিক সহযোগিতায় খুবই অল্প সময়ের মধ্যে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করনের মাধ্যমে আবারো প্রতিষ্ঠান চালু হওয়ায় সরকারের প্রতি তারা সন্তুষ্টি প্রকাশ করেন। বিসিক শিল্পনগরী এলাকার ফকির নীটওয়্যারস এর নারী শ্রমিক বিলকিস জানান, সরকারের আন্তরিক প্রচেষ্টায় খুবই অল্প সময়ের ব্যবধানে সাধারন ছাত্রদের আন্দোলন সামাল দেওয়ার মাধ্যমে আমাদের গার্মেন্ট শিল্প আবারো চালু করার জন্য সরকারের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ নারী শ্রমিক আরো বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। গার্মেন্টে চাকুরি করে তারা জীবিকা নির্বাহ করেন। যদি রুজি রুটির স্থানটি বন্ধ হয়ে যায় তাহলে আমরা না খেয়ে মারা যেতাম। কিন্তু সরকারের আন্তরিকতায় অনেকটা দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠান চালু হওয়ায় আমরা আবারো আমাদের কর্মস্থলে যোগদান করতে পেরেছি। এমনকি শিল্পপ্রতিষ্ঠানসহ সাধারন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে শিল্পপুলিশেরও প্রশংসা করতে ভূলে যাননি এ নারী শ্রমিক। ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে চলাচলরত আনন্দ পরিবহনের বাস চালক আঃ মান্নান বলেন, যদি কোন দেশ বিরোধী আন্দোলন হয় তাহলে তাদের টার্গেটই থাকে পরিবহন সেক্টর কিভাবে ধ্বংস করা হবে। সাধারন ছাত্রদের মুখোশে একদল দুষ্কৃতিকারী আমাদের রুজি রুটির একমাত্র পথটি বন্ধ করার জন্য বাসগুলোকে টার্গেট করে মাঠে নামে। এমনকি পরিবহন বাসগুলোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়ে নারায়ণগঞ্জে অশান্তির সৃষ্টি করে। একারনে আন্দোলনের পর থেকে আমরা সকল ধরনের পরিবহন চালানো থেকে বিরত থাকি। এরি মধ্যে কিছু দুষ্কৃতিকারী শীতল বাসেও অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। দুষ্কৃতিকারীরা যদি চিন্তা করতো এ পরিবহনের মাধ্যমে অনেকের জীবিকা নির্বাহ করতে হয় এবং অনেকের সন্তান পড়াশুনা করে তাহলে হয়তো বা অগ্নিকান্ডের মত অঘটন তারা ঘটাতো না। যাই হউক অতি অল্প সময়ে সরকারের সার্বিক প্রচেষ্টায় পরিস্থিতি আবারো স্বাভাবিক পর্যায়ে এসেছে এতেই আমরা কৃতজ্ঞ। জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, নারায়ণগঞ্জের নিরাপত্তা নিশ্চিন্তে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলা পুলিশ প্রশাসনও যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছেন। নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা নিশ্চিন্তে ঝুঁিক রয়েছে এমন কোন ঘটনা কেউ ঘটানোর চেষ্টা করা হলে তাদের কঠোর হস্তে দমন করা হবে বলেও তিনি হুশিয়ারী উচ্চারন করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ১৬:২৬
  • ১৮:১৬
  • ১৯:৩১
  • ৫:৪১
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024