আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৭:২৫

সম্মনয়কারীদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডান্ডিবার্তা | ২৮ জুলাই, ২০২৪ | ১১:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আটককৃত সমন্বয়কদের মধ্যে একজন তাঁর বাবাকে ফোন করে বলেছিলেন, “আমি আত্মগোপন করলাম, আপনারা আমি কোথায় আছি, জানাবেন না।” এ রকম খবর যখন আমরা সোশ্যাল মিডিয়াতে পাই, তখন তাঁদের আমরা সেফ কাস্টডিতে নিয়েছি। আমরা তাঁদের জিজ্ঞাসাবাদ করছি, কারা তাঁদের আক্রমণ করতে চাচ্ছেন। এগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জে আগুনে পুড়িয়ে দেওয়া সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী শিমরাইলে পুড়িয়ে দেওয়া হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্স, পিবিআই অফিস, পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য শামীম ওসমান, স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল–মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, র‍্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা যাঁরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের সন্তানেরা অলরেডি ৩০ বছর পার করে ফেলেছে। মুক্তিযোদ্ধাদের কোটা এটাও মুক্তিযোদ্ধাদের কাছে থাকবে না। এটা অলরেডি মেধাতালিকার কাছে চলে গেছে। কাজেই কোটা ৯৮ শতাংশ মেধায় চলে গেছে।’ তিনি আরও বলেন, ‘আমরা মনে করেছিলাম, আপিল বিভাগের রায়কে তাৎক্ষণিকভাবে ছাত্ররা স্বাগত জানিয়ে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করবেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখলাম, তাঁরা সেই কাজটি করেননি। কারণ, তাঁরা তাঁদের দ্বারা নিয়ন্ত্রিত নয়, এটাই প্রমাণ হয়েছে, এই কয়েক দিনের ধ্বংসলীলা খেলা দেখে। তাঁরা জামায়াত, বিএনপি এবং জঙ্গি যারা আমাদের স্বাধীনতা চায়নি, যারা জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল, যারা সন্ত্রাসী কার্যক্রম করে দেশকে অকার্যকর করার প্রচেষ্টা করেছিল, তাদের হাতের ক্রীড়ানক হয়ে গিয়েছে। তারা মানুষের শত্রæ, জনগণের শত্রæ ও তারা দেশের শত্রæ।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি মহল এমনভাবে গুজব প্রচার করছে, এমন সব কথা বলছে, যেগুলো শুনলে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না, বিভ্রান্ত হচ্ছে। এসব বিভ্রান্তি ও গুজব থেকে দেশবাসীকে বাঁচানোর জন্য গণমাধ্যমের প্রতি আহŸান জানান তিনি। তিনি আরও বলেন, ‘তারা একদিকে গুজব ছড়িয়েছে, আরেক দিকে আক্রমণ করেছে, তারা সংঘবদ্ধ আক্রমণ করেছে। এ রকম সংঘবদ্ধ আক্রমণ ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে। যেটা নাকি জামায়াত-বিএনপি এবং এই জঙ্গিদেরই কাজ। আমরা প্রমাণও পাচ্ছি।’ তিনি বলেন, ‘আপনারা দেখেছেন কতগুলো বাচ্চা ছেলেদের নিয়ে এসে তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে।’ তিনি আরো বলেছেন, কোটা সংস্কারকে কেন্দ্র করে আন্দোলন করা ছাত্রদের নিয়ন্ত্রণ বিএনপি-জামায়াতের হাতে। আমরা আশা করেছিলাম ছাত্ররা সরকারের উদ্যোগ ও উচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাবেন, কিন্তু দুঃখজনকভাবে তারা সেটি করেননি। তাদের কন্ট্রোল (নিয়ন্ত্রণ) বিএনপি-জামায়াত ও জঙ্গিদের হাতে যারা কি না দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা চালিয়েছে। এদের আক্রোশই ছিল পুলিশ ও আওয়ামী লীগের প্রতি। দুইজন সাংবাদিককে হত্যা ও একজন নারী সাংবাদিককে নাজেহাল করেছে তারা। এরা (বিএনপি-জামায়াত ও জঙ্গিরা) মানুষের শত্রæ, জনগণের ও দেশের শত্রæ। গতকাল শনিবার দুপুরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের নাশকতা-সহিংসতার শিকার নারায়ণগঞ্জের বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি নারায়ণগঞ্জের নজিরবিহীন তাÐবের কথা উল্লেখ করে বলেন, নারায়ণগঞ্জের শিমরাইলে একটি ভবনে আগুন দিয়ে তিন শ্রমিককে পুড়িয়ে হত্যা করেছে তারা। শিমরাইলে মা হাসপাতালেও আগুন দেয় তারা। সেখান থেকে নবজাতক ও গর্ভবতী মায়েদের অনেক কষ্টে উদ্ধার করা হয়েছে। এমনকি বিভিন্ন স্থানে পুলিশের উপর হামলা করেছে। পিবিআই অফিস, পাসপোর্ট অফিস, জেলা আওয়ামী লীগের কার্যালয়, ২ নম্বর রেলগেইটে পুলিশ বক্স, সিটি করপোরেশন ভবন, যুব উন্নয়ন অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। মদনপুরে ছয় পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে। এছাড়া বিভিন্ন স্থানে পুলিশের গাড়ি ভাঙচুর, থানায় হামলার চেষ্টা চালানো হয়েছে। রাজধানী ঢাকায় সংগঠিত নাশকতার বর্ণনা দিয়ে তিনি আরো বলেন, ওরা পদ্মা সেতুর গুরুত্বপূর্ণ নথিপত্র, প্ল্যানও সেতু ভবনে হামলা করে পুড়িয়ে দিয়েছে। ত্রাণ ভবন বিনষ্ট করেছে তারা। যে বিটিভি বাংলাদেশের সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস আর্কাইভে রক্ষা করে, সেই বিটিভি ভবনও পুড়িয়ে দিয়েছে তারা। আমাদের স্বপ্নের ও গর্বের মেট্রোরেলও ওদের অগ্নিসংযোগে এখন বন্ধ। সহিংসতায় প্রাণহানির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগের অনেকেই প্রাণ হারিয়েছেন। তিনজন পুলিশ ও একজন আনসার সদস্য শাহাদাৎবরণ করেছেন। এক পুলিশ সদস্যকে নির্মমভাবে মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিলো ওরা। গাজীপুরের সাবেক জনপ্রিয় মেয়রের পিএসকেও ওরা হত্যা করে ঝুলিয়ে রেখেছিলো। এমনকি নরসিংদী জেলখানায় ওরা হামলা করে সন্ত্রাসী ও জঙ্গিদের বের করে এনেছে, অস্ত্রও লুট করেছে। সেই অস্ত্র ওরা এখন পুলিশের বিপক্ষে ব্যবহার করতে চায়, জঙ্গিদের দ্বারা আবারও দেশকে অস্থিতিশীল করতে চায়। গণমাধ্যমের ব্যক্তিরা, আপনারা ওদের বীভৎসতা, নির্মমতা বেশি করে প্রচার করুন। আমাদের পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশপ্রেমিক। তারা এসবে ভয় পায় না। শিক্ষার্থীদের দাবি প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ছাত্র আন্দোলনের নেতা‌রা নতুন ‌যে ৮ দফা দাবী দিয়েছিলেন সে প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এগুলোর মধ্যে যৌ‌ক্তিক দাবীগুলো ক্রমান্বয়ে মেনে নিবেন। কিন্তু সেই সুযোগ শিক্ষার্থীরা দেননি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024