তবে একের পর এক আক্রমণের ধারায় ৮৫ মিনিটে চলে আসে তৃতীয় গোল। জেননের কাছ থেকে পাওয়া বক্সের বাইরে বল পেয়েছিলেন এজেকুয়েল ফার্নান্দেজ। বাঁ পায়ের জোরালো শটে পোস্টের বাঁ দিকের কোনা দিয়ে জালে পাঠান তিনি। ম্যাচের বাকি সময় নিজেদের জাল অক্ষত রেখে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এ জয়ে সাময়িকভাবে হলেও গোল ব্যবধানে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে মাচেরানোর দল। দিনের অন্য ম্যাচে মরক্কো-ইউক্রেন ফলে নির্ভর করবে আর্জেন্টিনার শীর্ষস্থান টিকে থাকবে কি না।