আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ১০:৪৪

নাশকতা দমনে ব্যর্থ আ’লীগ

ডান্ডিবার্তা | ২৯ জুলাই, ২০২৪ | ১২:০১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জের সর্বত্র সংঘাতময় পরিস্থিতির পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সর্বস্তরে এখন চলছে আত্মবিশ্লেষণ। সাধারণ কর্মী-সমর্থকরা মনে করছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামলাতে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে। আর এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। শুধু সাধারণ কর্মীরাই নন নেতাদেরও মুখায়বে দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছে। আর এই ব্যর্থতার জন্য সাধারণ কর্মী-সমর্থকরা দলীয় কোন্দলকে দায়ী করছেন। দলের মধ্যে কয়েকজন নেতার খামখেয়ালিপনার কারনে আওয়ামী লীগকে ব্যর্থ প্রমাণ করেছে। দলটির সাধারণ কর্মীরা মনে করছেন, কোটা সংস্কার আন্দোলন সামলাতে দলের শক্তি, সামর্থ্য ও ভাবমূর্তি যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, তা ফিরিয়ে আনতে অনেক সময় লেগে যাবে। দল এ ক্ষতি কবে কাটিয়ে উঠতে পারবে, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন সাধারণ কর্মীরা। জেলা আওয়ামীলীগের সাধারন নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় কোটা সংস্কার আন্দোলন সামলাতে ব্যর্থতা নিয়ে নানা হতাশার কথা শোনা গেছে। পাশাপাশি দলের সিনিয়র নেতাদের দেখলেই নিজেদের ক্ষোভের প্রকাশ ঘটাতেও দেখা গেছে তাদের। যে যেখানে একত্রিত হচ্ছেন, দলের ব্যর্থতার জন্য নেতাদের সমালোচনা করতে পিছপা হচ্ছেন না। আড়ালে-আবডালে, প্রকাশ্যে সবার ভেতরেই এই ইস্যুতে আলোচনা ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলতে শোনা যায়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই বলেন, ‘দলের কিছু দুর্বলতা নানাভাবে ফুটে উঠেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দলীয় ফোরামে আলোচনা করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে রাজনৈতিক বক্তব্য, বিবৃতি ও কর্মসূচি বন্ধ রেখেছে আওয়ামী লীগ। কারফিউ শিথিল হওয়ার সময়ে দলের নেতারা দলীয় নেতারা প্রকাশ্যে আসতে শুরু করেছেন। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা সেরে নেন। তবে গণমাধ্যমকর্মীদের কোনো বক্তব্য দিচ্ছেন না তারা। কোটা সংষ্কারের আন্দোলন নিয়ে কথা হয় আওয়ামীলীগের কয়েকজন কর্মীর সঙ্গে। তাদেরই একজন বলেন, ‘আমাদের মধ্যেই এমন নেতা আছেন যাদের শিকড় বিএনপি-জামায়াতের। পুরো পরিবার ভিন্ন আদর্শের। আমাদের কোনো নেতার হাত ধরে আওয়ামী লীগের পদ পেয়েছেন। ১৫ বছর ধরে যারা আওয়ামী লীগের নীতিনির্ধারক, তারা এভাবেই সংগঠন করেছে।মতিনি আরও বলেন, ‘তিন দিন ধরে আমাদের দলের পদ-পদবি পাওয়া কয়েকজন বলে বেড়াচ্ছেন, খালেদা জিয়া মারা গেছেন। আমরা গুজব রোধ করার কথা বলি, কিন্তু গুজবের কারখানা তো আমাদের দলের ভেতরেই। রাতে বিএনপি, দিনে আওয়ামী লীগ, এমন লোক খুঁজলে অনেককেই পাওয়া যাবে।’ এ সময় তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন অন্য নেতাকর্মীরাও। আওয়ামীলীগের কর্মী হুমায়ুন কবির বলেন, ‘সংগঠনকে আজকের অবস্থায় নিয়ে আসার দায় সিনিয়র নেতাদের। আওয়ামী লীগকে পরগাছানির্ভর আওয়ামী লীগ করে তোলা হয়েছে। গত ১৫ বছরে যারা বিভিন্ন সুযোগ-সুবিধা নিতে আওয়ামী লীগে ঢুকেছে, তাদের সুবিধাও দিয়েছে, পদও দিয়েছে আওয়ামী লীগ। এ কারণেই দুঃসময়ে তারা মাঠে নামেনি। কেন্দ্র থেকে নেতাকর্মীদের মাঠে থাকতে নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু কই ছিল নারায়ণগঞ্জের নেতাকর্মীরা? এ প্রসঙ্গে জানতে চাইলে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘দলের ভেতর যে ক্ষত সৃষ্টি হয়েছে, সে ক্ষত দূর করতে হবে। পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক হলে সাংগঠনিক সমস্যাগুলো নিয়ে বৈঠক করব আমরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024