আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ১১:১১

আ’লীগের দুর্বলতা প্রকাশ পাচ্ছে!

ডান্ডিবার্তা | ২৯ জুলাই, ২০২৪ | ১২:২১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামী লীগের সা¤প্রতিক সময়ে দুর্বলতা প্রকাশ পেয়েছে। জুলাই তাÐবে জামায়াত শিবিরের নাশকতায় আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার হতশ্রী চেহারা ফুটে উঠেছে। কিন্তু আওয়ামী লীগ এখন সেই হতশ্রী অবস্থার সত্য অনুসন্ধান না করে বরং সবকিছু অস্বীকার করার সংস্কৃতি গ্রহণ করেছে। এর পরিণাম আওয়ামী লীগের জন্য খারাপ হতে পারে বলে অনেকে মনে করছে। বরং আত্মসমালোচনার মাধ্যমে সংগঠনের যে ক্ষতচিহ্নগুলো দেখা দিয়েছে সেই ক্ষতচিহ্নগুলো সারিয়ে তোলাই হলো একটি রাজনৈতিক দলের কাজ। কিন্তু সেই কাজটিতে আওয়ামী লীগ এখন পর্যন্ত হাত দিতে পারেনি। উপেক্ষার নীতি এখনও আওয়ামী লীগকে বিভ্রান্ত করে রেখেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। জামায়াত, শিবির এবং বিএনপি পরিকল্পিতভাবে ১৮ জুলাই থেকে সারাদেশে যে নাশকতা করা ছিল সেই নাশকতায় আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর দুর্বলতার চিত্র সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা মোকাবিলা করতে পারেনি। এই ঘটনায় ছাত্রলীগের দৈন্যদশা যেমন ফুটে উঠেছে, তেমনি ফুটে উঠেছে অন্যান্য সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগের। কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ এ সব ব্যাপারে কোনও ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এটি যেন সম্পূর্ণ একটি আওয়ামী লীগের জন্য ভিন্ন অভিজ্ঞতা ভিন্ন প্রেক্ষাপট। অতীতে আওয়ামী লীগ যেখানে সাংগঠনিক ব্যর্থতা পেয়েছিল সেখানেই ব্যবস্থা গ্রহণ করেছিল। ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনার পর তৎকালীন বাংলাদেশ আওয়ামী যুবলীগ যথাযথ ভাবে প্রতিরোধ এবং প্রতিবাদ করতে পারে না। এই কারণে এক সপ্তাহের মধ্যে যুবলীগের একশ কমিটি বাতিল করে দেওয়া হয়েছিল। নতুন কমিটি গঠন করা হয়েছিল। যে কোনও সংকটে এরকম দ্রæত সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু এবার সংকটে আওয়ামী লীগ এখন পর্যন্ত কিংকর্তব্যবিমূঢ়। আওয়ামী লীগের অন্যতম প্রধান সহযোগী সংগঠন হলো ছাত্রলীগ। ছাত্রলীগ এবার বেধড়ক মার খেয়েছে। সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে হল থেকে বের করে দিয়েছে। এরকম পরিস্থিতি ছাত্রলীগের অতীতে কখনও হয়েছে কিনা কারও জানা নেই। কিন্তু এই ঘটনার পর এখন ছাত্রলীগ নির্বিকার। ছাত্রলীগের অনেক নেতার বিরুদ্ধে নানা প্রশ্ন উঠেছে। কিন্তু কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যুবলীগ আওয়ামী লীগের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। যুবলীগকে সবসময় রাজপথে আওয়ামী লীগের প্রাণশক্তি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এবার সংকটে যুবলীগ ছিল নিষ্ক্রিয়। যুবলীগের চেয়ারম্যান বিদেশে অবস্থান করছেন। অন্যদেরকেও মাঠে দেখা যায়নি। যুবলীগের ভগ্নদশায় এবার পরিস্কারভাবে ফুটে উঠেছে। এখন পর্যন্ত আওয়ামী লীগ যুবলীগের ব্যাপারে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা নেই। ঢাকা মহানগরীর দুটি কমিটির কোনটিই এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। অথচ দুই মহানগর কমিটির মেয়াদ শেষ হতে চলল। এর মধ্যে কমিটি বাণিজ্য, পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনে লাখ লাখ টাকা লেন দেন হয়েছে এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার দেখা গেছে যে, ঢাকা মহানগর আওয়ামী লীগ বলতে কিছু নেই। আছে কিছু নামমাত্র। এই অবস্থা থেকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। কিন্তু আওয়ামী লীগ সেটাও করছে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে বাস্তবতার নিরীক্ষে আওয়ামী লীগ যদি দ্রæত নিজেদের দলে শুদ্ধি অভিযান না করে, দলের ত্যাগী পরীক্ষিত নেতাদের সামনে না আনে তাহলে ভবিষ্যতও আওয়ামী লীগের জন্য আরও বড় সংকট অপেক্ষা করবে। আওয়ামী লীগ কি উটপাখি নীতি অবলম্বন করবে না বাস্তবতাকে আলিঙ্গন করবে সেটাই এখন দেখার বিষয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024