আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ১১:০৫

নেতাদের উপর ক্ষুদ্ধ আ’লীগের তৃণমূল

ডান্ডিবার্তা | ৩০ জুলাই, ২০২৪ | ১১:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত নারায়নগঞ্জের মাটিতে দুষ্কৃতিকারীদের গত কয়েকদিনের তান্ডবে ক্ষুদ্ধ কেন্দ্র এবং নাখোশ দলের নেতৃমূল নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জের রাজনীতিতে আওয়ামীলীগের হেভিওয়েট নেতাদের অভায়রান্যে পরিনত হলেও দুষ্কৃতিকারীদের তান্ডব ঠেকাতে না পাড়ায় নারায়ণগঞ্জের সর্বত্র এ আলোচনা চলছে। মূলত, দীর্ঘদিন ধরে চলে আসা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দের অণেক্যর কারনে নারায়ণগঞ্জে দুষ্কৃতিকারীদের তান্ডব ঠেকাতে পারেনি আওয়ামীলীগ এমনটাই মন্তব্য রাজনৈতিক নেতৃবৃন্দ। অবশ্য, আওয়ামীলীগ তাদের দলীয় দুর্বলতার বিষয়টি স্বীকার করলেও এ ঘটনার জন্য বিএনপি জামায়াত ক্যাডারদের দোষারোপ করছে আওয়ামীলীগের নেতৃবৃন্দ। তবে, অচিরেই জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতাদের সাথে বৈঠকে বসে কিভাবে দলীয় কোন্দল নিরসনের মাধ্যমে দলকে আরো শক্তিশালী করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। অপরদিকে, নারায়নগঞ্জ আওয়ামীলীগের এ দুর্বলতার জন্য কেন্দ্র জেলা আওয়ামীলীগের কাছে জবাবদিহিতা নিবেন বলে জানা গেছে। সূত্রমতে, কোটা সংষ্কার আন্দোলন চলাকালীন সময়ে সাধারন ছাত্রদের লেবাসে একদল দুষ্কৃতিকারী দেশব্যাপি ব্যাপক তান্ডব চালিয়েছে। তবে, সবচেয়ে ঢাকা ও নারায়ণগঞ্জে তান্ডবের পরিমানটা বেশি বলে জানা গেছে। এদিকে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করতে না পারাকে সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছে আওয়ামী লীগ। এ বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংষ্কার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে সরকারী, আধাসরকারী এমনকি বেসরকারী প্রতিষ্ঠানসহ সরকারে গুরুত্বপূর্ণ ভবনগুলোতে হামলা চালিয়ে ব্যাপক তান্ডব চালিয়েছে একদল দুষ্কৃতিকারী। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এমন তান্ডব নারায়ণগঞ্জের মানুষ আর কখনো দেখেননি বলে সাধারন মানুষ অভিমত করেন। জেলার সর্বত্র ছড়িয়ে আতংক। অথচ, কোটা আন্দোলনকারীদের লেবাসে একদল দুষ্কৃতিকারী নারায়ণগঞ্জে টানা নাশকতা চালিয়ে গেলেও নিশ্চুপ ছিলেন ক্ষমতাসীনদল আওয়ামীলীগের প্রভাবশালী নেতৃবৃন্দ। অথচ, টানা চতুর্থধাপে দল ক্ষমতায় থাকায় দলের নাম ভাঙ্গিয়ে অনেকেই অঢেল সম্পত্তির মালিক বনে গেছেন। এবার সুবিধাভোগী আওয়ামীলীগের বিরুদ্ধে হার্ডলাইনে যাচ্ছেন কেন্দ্র। তবে, নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। তিনি বলেন, দলীয় নেতৃবৃন্দের সমন্বয়ের অভাবে তারা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন নি। তবে, ভবিষ্যতে দুষ্কৃতিকারীদের আর ছাড় দেয়া হবে না বলেও তিনি জানান। এদিকে কেন্দ্রীয় বৈঠকসূত্র জানান, বৈঠকে ওবায়দুল কাদের বলেন, গত কয়েক দিন ক্রাইসিস মুহূর্তে দলের সাংগঠনিক দুর্বলতা চরমভাবে ফুটে উঠেছে। একই সঙ্গে নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়হীনতাও দেখা গেছে। এ সমন্বয়হীনতা কাটাতে হবে। নেত্রী সার্বিক বিষয়ে খোঁজখবর রাখছেন।।যাঁরা দায়িত্বশীল পদে থেকে গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ বিদেশ গিয়েছেন তাঁদের তালিকা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার নির্দেশনা দেন কাদের। এমনকি দলীয় নেতৃবৃন্দকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয় কেন্দ্র থেকে। দুষ্কৃতিকারীরা সাধারন ছাত্রদের পুঁজি করে দেশের মধ্যে তান্ডব চালাবে এমন তথ্য পাওয়ার পর পরই অলিগলিতে সতর্ক অবস্থান নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করার কারনে নারায়ণগঞ্জে ব্যাপক তান্ডব চালায় দুষ্কৃতিকারীরা। অথচ কেন্দ্র থেকে কঠোর নির্দেশনা থাকার পরও নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীরা কো ধরনের প্রতিরোধতো দূরে থাক আন্দোলনের ভয়াবহতা দেখে নিজেরেই নিরাপদ স্থানে ছিলেন। এতে করে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রতি ক্ষুদ্ব দলীয় হাইকমান্ড। যে কোন সময় নারায়ণগঞ্জের আওয়ামীলীগ নেতাদের কেন্দ্রে তলব করা হবে বলেও সূত্রটি নিশ্চিত করেছে। অপরদিকে নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা শক্ত ভূমিকা রাখতে ও বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিরোধ করতে না পারায় ক্ষুব্ধ দলীয় সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকে দলীয় সভানেত্রীর কঠোর বার্তাই দলটির সাধারণ সম্পাদক আমাদের জানিয়েছেন। তারা বলেন, শুধু ওবায়দুল কাদেরই কথা বলেছেন। অন্য কোনো নেতা কথা বলেননি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024