আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ১০:৫৯

আতংকে বাড়ীঘর ছাড়া বিএনপি

ডান্ডিবার্তা | ৩০ জুলাই, ২০২৪ | ১১:১১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
কোটা আন্দোলনের সময় নারায়নগঞ্জে ব্যাপক তান্ডবলীলা চালায় বিএনপি ও জামায়াত শিবির ক্যাডাররা। রাষ্ট্রকে অচল করার মিশনে সারা দেশের মত নারায়নগঞ্জেও এর ব্যাতয় ঘটেনি। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে হামলা চালানোর মধ্য দিয়ে এ ধরনের কর্মকান্ড সাধারন ছাত্রদের অন্তরালে বিএনপি জামায়াত শিবির সরাসরি জড়িত বলে প্রমান পেয়েছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। একই অভিযোগ করে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এদিকে, জেলায় শান্তি ফিরিয়ে আনাসহ দেশ ধ্বংসের সাথে যারাই জড়িতছিল তাদেরকে গ্রেফতারের লক্ষ্যে চলমান অভিযান অব্যাহত রয়েছে। অপরদিকে, পুলিশি গ্রেপ্তার এড়াতে বিএনপি নেতৃবৃন্দ বাড়ীঘর ছাড়া পলাতক জীবন পার করছে সে সাথে তাদের মধ্যে অজানা আতংক কাজ করছে। এছাড়াও কোটা আন্দোলনের নামে যারাই তান্ডব চালিয়েছে তাদের শাস্তি দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন। সরকার ধ্বংসাত্বকমূলক কর্মকান্ড ঘটিয়ে বিএনপির উপর চাপিয়ে দিয়েছেন বলে এ প্রতিবেদককে মুঠো ফোনে জানিয়েছেন তিনি। সূত্রমতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নারায়ণগঞ্জ বিএনপির আন্দোলনকে ঘিরে সহিংসতায় নেতা-কর্মীরা মামলার জালে আবদ্ধ। সে মামলার রেশ কাটতে না কাটতেই শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে আবারও মামলার জালে আটকে গেছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। এ ইস্যুতে নারায়ণগঞ্জে সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার এড়াতে প্রায় সব নেতা-কর্মী এখন আত্মগোপনে। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, কোটাবিরোধী আন্দোলনে বিএনপি নেতা-কর্মীদের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও কাল্পনিক অভিযোগ এনে নেতৃবৃন্দকে হেনস্তা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতৃবৃন্দসহ অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক নেতা-কর্মীর বাসায় পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। জানা যায়, চলমান কোটা আন্দোলনে দলের পক্ষ থেকে সমর্থন দেওয়ার পর থেকেই বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার আতঙ্কে অনেকে নিজ বাসায় অবস্থান করছেন না। অনেক নেতার মোবাইল ফোন বন্ধ রয়েছে। অনেকে ফোন ধরছেন না। অনেকে মোবাইল নম্বরও পরিবর্তন করেছেন। কোটা সংস্কার আন্দোলনে নাশকতা মামলায় নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের শত শত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে একাধিক বিএনপি নেতাকে রিমান্ডে নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেপ্তার এড়াতে নেতা-কর্মীরা আত্মগোপনে চলে গেছেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপির নৈতিক সমর্থন থাকলেও দলীয়ভাবে মাঠে নামার বিষয়ে শুরু থেকেই দ্বিধাদ্ব›েদ্ব ছিলাম। এ নিয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে বৈঠক হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। দলের পক্ষে কোটা আন্দোলনে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও সমর্থনের ঘোষণা দেওয়ায় দলের নেতা-কর্মী-সমর্থকরা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন। মহানগর বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন খাঁন বলেন, কোটা আন্দোলন ইস্যুতে সরকার বিএনপিকে কোণঠাসা করতে চাচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের বাসায় বাসায় অভিযান চালানো হচ্ছে সরকার এতটাই আতঙ্কে আছে যে, আন্দোলন দেখলেই বিএনপি-জামায়াত বলে চিৎকার করে। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খাঁন টিপু বলেন, কোটা আন্দোলনের ইস্যুতে সাধারন ছাত্রদের আন্দোলনের বিষয়টি যৌক্তিক ছিল। ছাত্রদের যৌক্তিত আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি। সাধারন ছাত্র কিংবা বিএনপির কোন নেতাকর্মীই নারায়ণগঞ্জে কোন ধরনের ধ্বংসাত্বকমূলক কাজে জড়িত ছিল না। আওয়ামী ক্যাডারাই নারায়নগঞ্জে অরাজকতা ঘটিয়ে সাধারন ছাত্র ও বিএনপি নেতাকর্মীদের উপর দায় চাপাতে চাচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024