আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৭:২৫

আ’লীগে সুবিধাভোগীরা কোথায় ছিল?

ডান্ডিবার্তা | ৩১ জুলাই, ২০২৪ | ১২:৪৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
কোটা বিরোধী আন্দোলনের নামে সারাদেশে দূর্বৃত্তদের নারকীয় তান্ডবের সময় আওয়ামীলীগের সুবিধাভোগীদের অবস্থান নিয়ে খোদ আওয়ামীলীগের মধ্যে প্রশ্ন উঠেছে। ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করে হাইব্রিডদের অধিক প্রধান্য দেয়া এবং সম্পদের পাহাড় গড়ে তুলতে সহায়তা করা হয়। কিন্তু দলেট দুঃসময়ের ত্যাগী এবং নিবেদিত নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসলেও প্রকাশ্যে রাজপথে দেখা মেলেনি সুবিধাভোগী, হাইব্রিডদের। দলীয় পদের জন্য একেঅপরের সঙ্গে বিরোধ কিংবা প্রতিযোগিতায় লিপ্ত নেতারাও রাজপথে নেমে আসেনি। এ নিয়ে আওয়ামীলীগের তৃনমূলে চলছে আলোচনা-সমালোচনা। কোটা সংস্কার আন্দোলনে যারা রাজপথে ছিলেন, বেশীরভাগ নেতা-ই পদ পদবীহীন। তবে আগামী দিনগুলোতে মূল দলের পাশাপাশি অঙ্গ সংগঠনের কমিটি গঠনের ক্ষেত্রে রাজপথে সক্রিয় নেতাদের পদায়নের দাবী জোরালো হচ্ছে। বিশ্লেষকদের মতে, কোটা বিরোধী আন্দোলনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের রাজপথে উপস্থিত কম হওয়ার মধ্যদিয়ে দলের সাংগঠনিক দৈন্যতা প্রকাশ পেয়েছে। দলের ভেতরে কোন্দল, উপদলে বিভক্তি, দীর্ঘ কমিটি না হওয়া কিংবা অসুস্থ, অযোগ্যদের কমিটিতে রাখায় দলের সাংগঠনিক ভীত নড়বড়ে হয়ে পরেছে। যা কোটা বিরোধী আন্দোলনে প্রকাশ পেয়েছে। দলের তৃনমূলের দাবী, আওয়ামীলীগের জন্মজেলা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের কমিটিগুলো নেতৃত্ব গ্রহনযোগ্য, জনপ্রিয়, কর্মীবান্দব নেতাদের হাতে তুলে দিতে হবে। অন্যথায়,সামনের দিনগুলোতে রাজপথে কর্মী সংকট দেখা দিবে। তৃনমূলের একাধিক নেতা জানান, আওয়ামীলীগ টানা ৪র্থ মেয়াদে ক্ষমতায় থাকার কারনে অেক নেতা আঙুল ফুলে কলাগাছ বলে গেছে। অঢেল সম্পদের পাহাড় গড়ে তোলায় কেউ এখন আর দলের জন্য রাজপথে নামতে চাচ্ছে না। অপরদিকে, দলের সুবিধা বঞ্চিত বিশাল একটি অংশ জীবনের ঝুঁকি নিতে চাচ্ছে না। এসব সুবিধা এবং পদ বঞ্চিত নেতাকর্মীরা মনে করেন যারা সুবিধাভোগী তারা এখন ঝড়ঝাপটা সামলে নিবে। সুবিধা ভোগ করলে ঝামেলাও পোহাতে হবে। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ শামীম ওসমান নেতাকর্মী বলেছেন, আওয়ামী লীগ ও ১৪ দল সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-শিবিরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হবে। এটা আরও আগেই করা উচিত ছিল। তাহলে আজ এ অবস্থা আমাদের দেখতে হয় না। ওরা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। তবে নিশ্চিত থাকেন শেখ হাসিনা ক্ষমতায় আছেন, ছিলেন, ক্ষমতায় থাকবেন। দয়া করে কেউ ফাঁকিবাজি করবেন না। যার যার এলাকা, যার যার অলি-গলি পাহারায় বসতে হবে। যাতে স্বাধীনতাবিরোধী শক্তি বের হতে না পারে।’

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024