ডান্ডিবার্তা রিপোর্ট
বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব সোহেল রানা দেশের সমসাময়িক বিষয় নিয়ে প্রায়ই নিজের মতামত প্রকাশ করেন। এর আগে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কথা বলেছেন এই অভিনেতা। এরপর কোটা-পরবর্তী অস্থিতিশীল সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলতে দেখা গেছে তাকে। এবার জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে কথা বললেন সোহেল রানা।
নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াত-শিবিরকে গতকাল বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ও মুক্তিযোদ্ধা সোহেল রানা। দেশের এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘১৪ দল মিলে যে সিদ্ধান্ত নিয়েছে তাদের সবার ওপরই আমার আস্থা আছে। কিন্তু সিদ্ধান্তটা প্রথমেই শুনলে অনেকটা ডেমোক্রেটিক মনে হয় না। ১৪ দলের এই সিদ্ধান্ত একটু কৌশলী হলে সুন্দর হতো।’ সোহেল রানা বলেন, ‘আমার মনে হয়, যে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা ধিকি ধিকি জ্বলবে। একদম নিভে যাবে না। মনে হচ্ছে না, যার জন্য নিষিদ্ধ করা হবে সেই জিনিসটাকে নিভিয়ে দেওয়া যাবে। এটা বরং থেকে যাবে, ধিকি ধিকি আগুন জ্বলবে। যারা পার্টি করত তারা হঠাৎ করেই সব ভুলে যাবে না। মনের মধ্যে এটা থেকে যাবে। এভাবে সমাধান হবে বলে মনে হচ্ছে না।’ তিনি আরো বলেন, ‘আমরা চাই শান্তি। চাই মুক্তভাবে সুন্দরভাবে দেশটা চলুক। বর্তমান সময় যেভাবে আছে, এটা ভালো লাগছে না। হাজার হাজার মানুষ কষ্ট করছে। মেট্রো রেল আমাদের গর্বের ছিল, সেটাকে ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে বেশি কিছু বলতে চাই না।’ উচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে জামাতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। দলটির ছাত্রসংগঠনের নাম ইসলামী ছাত্রশিবির। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছে। জামাতের পক্ষ থেকে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামাতের পক্ষের আপিল খারিজ করে দেন। ফলে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯