আজ শুক্রবার | ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ২৮ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৮:২০

শিক্ষার্থীদের অভিনব কর্মসূচি রাজনীতিবিদদের জন্য শিক্ষা

ডান্ডিবার্তা | ০১ আগস্ট, ২০২৪ | ১১:০৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
কোটা সংস্কার আন্দোলন এখনও থেমে যায়নি। যদিও ৬জন সমন্বয়ক ডিবি অফিস থেকে এক যৌথ ভিডিও বার্তায় কোটা আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করেছেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের একাংশ বলছেন, আন্দোলন অব্যাহত থাকবে। এই ঘোষণার পর তারা গত ২ দিন বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি ডিবি অফিসে জোর করে সমন্বয়কদের দিয়ে বিবৃতিতে স্বাক্ষর করানো হয়েছে। যদিও ঐ ৬ সমন্বয়কের অভিভাবকরা বলছেন, স্বেচ্ছায় তারা বিবৃতি দিয়েছেন। তবে শিক্ষার্থীরা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই সবকিছু ছাপিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন ধরনের অভিনব কর্মসূচিগুলো সকলের দৃষ্টি কেড়েছে। বিশেষ করে তারা নতুন ধরনের কর্মসূচির নাম ঘোষণা করেছে। যখন তারা কোটা আন্দোলন শুরু করে তখন তারা অবরোধের বদলে নাম দিয়েছিলো ‘বাংলা বøকেড’ কর্মসূচি। দ্বিতীয় দফায় তাদের কর্মসূচির নাম ছিল ‘কমপ্লিট শাটডাউন’। গত মঙ্গলবার তারা সকলেই লাল কাপড় মুখে এবং মাথায় বেঁধে প্রতিবাদ জানিয়েছিলো। আজকের কর্মসূচি ছিল আরও ভিন্ন ধরনের। আজকের কর্মসূচিকে তারা বলেছে ‘মার্চ ফর জাস্টিস’। সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের কর্মসূচির যে নতুন ধারা সেটি সকলের কাছে এক ধরনের আবেদন রাখতে সক্ষম হয়েছে। বিভিন্ন সময়ে যখন রাজনৈতিক দলগুলো আন্দোলনের সংকট এবং কর্মসূচির দেউলিয়াত্বে ভুগছিলো ঠিক সেই সময়ে এ ধরনের নতুন নামকরণ এবং অভিনব কর্মসূচি সকলকে ভিন্ন ধরনের একটি স্বাদ দিয়েছে। এটি সকলকে একটি ভিন্ন পথ দেখাচ্ছে। বিএনপি দীর্ঘদিন ধরে রাজনীতি করছে। তারা বলছে, হরতাল-অবরোধের বদলে তারা ভিন্ন ধরনের কর্মসূচি দিবে। কিন্তু গতানুগতিকতার বাইরে বিএনপি কখনোই আসতে পারেনি। বিএনপি’র কর্মসূচি, হরতাল, অবরোধ, মানববন্ধন, লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাংলাদেশের রাজনীতি ৯০’র পর থেকে একটি গÐির মধ্যে আবদ্ধ। আন্দোলনের কর্মসূচি মানে হরতাল-অবরোধ, মানববন্ধন, সভা-সমাবেশ ইত্যাদি। কিন্তু এবার শিক্ষার্থীরা তাদের কর্মসূচির নামকরণে অন্তত একটি বড় ধরনের পরিবর্তন এনেছে। তাদের কর্মসূচির অভিনবত্ব গুলো সকলকে পথ দেখিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে যেকোন সমালোচনা এবং প্রতিবাদের ভাষার একটি ভিন্নতা সকলে অনুভব করছিলো। কোটা সংস্কার আন্দোলন এখন যেভাবে চলছে তা সঠিক না ভুল সেটি ভিন্ন বিতর্ক। কিন্তু তরুণ প্রজন্ম বাংলাদেশে প্রতিবাদের নতুন ভাষা দিয়েছে এবং এই প্রতিবাদের নতুন নতুন কর্মসূচির পথ দেখিয়েছে। বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর জন্য এটি একটি শিক্ষা বলেই মনে করেন বিশ্লেষকরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা