ডান্ডিবার্তা রিপোর্ট
কোটা সংস্কার আন্দোলন এখনও থেমে যায়নি। যদিও ৬জন সমন্বয়ক ডিবি অফিস থেকে এক যৌথ ভিডিও বার্তায় কোটা আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করেছেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের একাংশ বলছেন, আন্দোলন অব্যাহত থাকবে। এই ঘোষণার পর তারা গত ২ দিন বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি ডিবি অফিসে জোর করে সমন্বয়কদের দিয়ে বিবৃতিতে স্বাক্ষর করানো হয়েছে। যদিও ঐ ৬ সমন্বয়কের অভিভাবকরা বলছেন, স্বেচ্ছায় তারা বিবৃতি দিয়েছেন। তবে শিক্ষার্থীরা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই সবকিছু ছাপিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন ধরনের অভিনব কর্মসূচিগুলো সকলের দৃষ্টি কেড়েছে। বিশেষ করে তারা নতুন ধরনের কর্মসূচির নাম ঘোষণা করেছে। যখন তারা কোটা আন্দোলন শুরু করে তখন তারা অবরোধের বদলে নাম দিয়েছিলো ‘বাংলা বøকেড’ কর্মসূচি। দ্বিতীয় দফায় তাদের কর্মসূচির নাম ছিল ‘কমপ্লিট শাটডাউন’। গত মঙ্গলবার তারা সকলেই লাল কাপড় মুখে এবং মাথায় বেঁধে প্রতিবাদ জানিয়েছিলো। আজকের কর্মসূচি ছিল আরও ভিন্ন ধরনের। আজকের কর্মসূচিকে তারা বলেছে ‘মার্চ ফর জাস্টিস’। সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের কর্মসূচির যে নতুন ধারা সেটি সকলের কাছে এক ধরনের আবেদন রাখতে সক্ষম হয়েছে। বিভিন্ন সময়ে যখন রাজনৈতিক দলগুলো আন্দোলনের সংকট এবং কর্মসূচির দেউলিয়াত্বে ভুগছিলো ঠিক সেই সময়ে এ ধরনের নতুন নামকরণ এবং অভিনব কর্মসূচি সকলকে ভিন্ন ধরনের একটি স্বাদ দিয়েছে। এটি সকলকে একটি ভিন্ন পথ দেখাচ্ছে। বিএনপি দীর্ঘদিন ধরে রাজনীতি করছে। তারা বলছে, হরতাল-অবরোধের বদলে তারা ভিন্ন ধরনের কর্মসূচি দিবে। কিন্তু গতানুগতিকতার বাইরে বিএনপি কখনোই আসতে পারেনি। বিএনপি’র কর্মসূচি, হরতাল, অবরোধ, মানববন্ধন, লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাংলাদেশের রাজনীতি ৯০’র পর থেকে একটি গÐির মধ্যে আবদ্ধ। আন্দোলনের কর্মসূচি মানে হরতাল-অবরোধ, মানববন্ধন, সভা-সমাবেশ ইত্যাদি। কিন্তু এবার শিক্ষার্থীরা তাদের কর্মসূচির নামকরণে অন্তত একটি বড় ধরনের পরিবর্তন এনেছে। তাদের কর্মসূচির অভিনবত্ব গুলো সকলকে পথ দেখিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে যেকোন সমালোচনা এবং প্রতিবাদের ভাষার একটি ভিন্নতা সকলে অনুভব করছিলো। কোটা সংস্কার আন্দোলন এখন যেভাবে চলছে তা সঠিক না ভুল সেটি ভিন্ন বিতর্ক। কিন্তু তরুণ প্রজন্ম বাংলাদেশে প্রতিবাদের নতুন ভাষা দিয়েছে এবং এই প্রতিবাদের নতুন নতুন কর্মসূচির পথ দেখিয়েছে। বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর জন্য এটি একটি শিক্ষা বলেই মনে করেন বিশ্লেষকরা।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯