আজ শুক্রবার | ১ নভেম্বর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১ | ২৮ রবিউস সানি ১৪৪৬ | সকাল ৮:৩০

নেতাদের ব্যর্থতায় ক্ষুদ্ধ তৃণমূল

ডান্ডিবার্তা | ০২ আগস্ট, ২০২৪ | ১১:২৫ পূর্বাহ্ণ

ডান্তিবার্তা রিপোর্ট
কোটা সংস্কার আন্দোলনের রেশ ঢাকার পরেই নারায়নগঞ্জের অবস্থান। এমনকি নারায়ণগঞ্জকে আওয়ামীলীগের ঘাঁটি হিসেবেও অবিহিত করা হয়। অথচ এই নারায়ণগঞ্জেই ব্যাপক তান্ডব চালিয়েছে একদল দুবৃত্ত। আর দুবৃত্তদের সহিংসতা ঠেকাতে ব্যর্থ হওয়ায় দলের সিনিয়রদের উপর ক্ষুদ্ধ মনোভাব দেখা গেছে দলটির কর্মী সমর্থকদের। এমনকি কেন্দ্রও খোঁজ খবর নিচ্ছে সহিংসতায় কেন দলটির নেতারা মাঠে থাকতে পারলো না। দলীয় সূত্র জানিয়েছে, ঘটনার দু-দিন পরেই নারায়ণগঞ্জ নেতৃবৃন্দ নিজেদের বিগত দিনের ভুল-ত্রæটিগুলো নিয়ে মাঠ নেতাদের সঙ্গে একাধিক বৈঠকে বসেছেন দলটির নেতারা। সেখানেই উঠে এসেছে যে, জেলার কয়েকজন সংসদ সদস্য ও দলীয় নেতাদের ব্যর্থতার জন্যই এমনটি হয়েছে। দলীয় সূত্রগুলো বলছে, নিজেদের ভঙ্গুর সাংগঠনিক অবস্থান নিয়ে সহিংসতার পরে হুঁশ ফিরেছে দলটির সিনিয়র নেতাদের। এরপর একে একে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন দলটির নেতারা। সেখানে মাঠে উপস্থিত না হওয়ার নেতাদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন দলটির তৃণমূল নেতা-কর্মীরা। চলতি মাসে হওয়া সহিংসতায় কেন সরকার ক্ষমতা থাকা পরেও দলের নেতা-কর্মীরা মাঠে ছিলেন না তা নিয়ে সিনিয়র নেতাদের কাছে জানতে চান দলের তৃনমূল নেতা কর্মীরা। সঠিক নেতৃত্ব না থাকায় আজকে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের এ ভঙ্গুর অবস্থা। দলীয় সূত্র জানিয়েছে, এর আগেও কয়েকটি বৈঠক করে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র নেতারা। সেখানেও দলের সিনিয়র নেতা ও দলীয় সংসদ সদস্যদের ওপর ক্ষোভ ঝাড়েন তৃণমূলের নেতা-কর্মীরা। কোটা সংস্কার আন্দোলনে নেতারা সহিংসতা প্রতিরোধে দলীয় এমপি ও নেতাদের পাশে না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। দলীয় সূত্র বলছে, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে কেন আওয়ামী লীগ বিপর্যস্ত হল, কোণঠাসা হয়ে পড়ল- সেটি নিয়ে আওয়ামী লীগের মধ্যেই একাধিক মত রয়েছে। মহানগর আওয়ামী লীগের তৃণমূল নেতারা বলছেন, মূলত দলে সিনিয়র নেতৃবৃন্দর সাথে সাধারন নেতা কর্মীদের মধ্যে সমন্বয়হীনতা ছিল এ কোটা আন্দোলনের সময় হওয়া সহিংসতার সময়। এ ছাড়া বিগত নির্বাচনের পর অনেক এলাকাতেই যে বিভাজন রয়ে গেছে তার ফলাফল এবার তারা দেখতে পেয়েছেন। অপর দিকে মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিগুলোতে অর্থের বিনিময়ে পদ বানিজ্য হওয়ার যে অভিযোগ কয়েক মাস থেকে রয়েছে সে বিষয়টি এবারের আন্দোলনে মাঠ বিমুখ করেছে দলের অনেক ত্যাগী কর্মী ও নেতাদের। দলের নেতারা বলছেন, এবারই পরিস্থিতি শেষ নয়। দলের অনেকে গা বাঁচিয়ে চলেছেন এবার। সে বিষয়গুলো ধরে ধরে আগামীতে দলীয় সাংগঠনিক কাঠামো তৈরী করতে হবে। যা অবশ্যই চ্যালেঞ্জজিং। কিন্তু দলের স্বার্থে ও দেশের স্বার্থে তাদের এই ঐক্য ধরে রাখতে হবে। দলীয় সূত্রগুলো বলছে, দলের অনেক নেতা রয়েছেন তাদের বয়স হয়ে যাওয়ায় অনেকেই অকার্যকর হয়ে গেছেন। কিন্তু তারা দলীয় পদ ছাড়তে নারাজ। এ ছাড়া অনেক সংসদ সদস্যই এলাকায় নিজের বলয় তৈরী করে অনেক আগেই দলের ত্যাগী নেতা-কর্মীদের ঝেটিয়ে বিদায় করেছেন। যার ফল এবার গুণতে হয়েছে দলকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা