ডান্ডিবার্তা রিপোর্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নারায়ণগঞ্জ বিএনপির আন্দোলনকে ঘিরে সহিংসতায় নেতা-কর্মীরা মামলার জালে আবদ্ধ। সে মামলার রেশ কাটতে না কাটতেই শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দিয়ে আবারও মামলার জালে আটকে গেছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। এ ইস্যুতে নারায়ণগঞ্জে সহস্রাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার এড়াতে প্রায় সব নেতা-কর্মী এখন আত্মগোপনে। একের পর এক কেন্দ্রের ভূল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে নারায়ণগঞ্জ বিএনপি। এমনকি কেন্দ্রের ভূল সিদ্ধান্তের কারনে মিথ্যা মামলার কারনে বাড়ীঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, কোটাবিরোধী আন্দোলনে বিএনপি নেতা-কর্মীদের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও কাল্পনিক অভিযোগ এনে নেতৃবৃন্দকে হেনস্তা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিএনপি নেতৃবৃন্দসহ অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক নেতা-কর্মীর বাসায় পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। জানা যায়, চলমান কোটা আন্দোলনে দলের পক্ষ থেকে সমর্থন দেওয়ার পর থেকেই বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার আতঙ্কে অনেকে নিজ বাসায় অবস্থান করছেন না। অনেক নেতার মোবাইল ফোন বন্ধ রয়েছে। অনেকে ফোন ধরছেন না। অনেকে মোবাইল নম্বরও পরিবর্তন করেছেন। কোটা সংস্কার আন্দোলনে নাশকতা মামলায় নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের শত শত নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে একাধিক বিএনপি নেতাকে রিমান্ডে নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেপ্তার এড়াতে নেতা-কর্মীরা আত্মগোপনে চলে গেছেন। জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপির নৈতিক সমর্থন থাকলেও দলীয়ভাবে মাঠে নামার বিষয়ে শুরু থেকেই দ্বিধাদ্ব›েদ্ব ছিলাম। এ নিয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে বৈঠক হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। দলের পক্ষে কোটা আন্দোলনে অংশগ্রহণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও সমর্থনের ঘোষণা দেওয়ায় দলের নেতা-কর্মী-সমর্থকরা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নেন। মহানগর বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন খাঁন বলেন, কোটা আন্দোলন ইস্যুতে সরকার বিএনপিকে কোণঠাসা করতে চাচ্ছে। বিএনপি নেতা-কর্মীদের বাসায় বাসায় অভিযান চালানো হচ্ছে সরকার এতটাই আতঙ্কে আছে যে, আন্দোলন দেখলেই বিএনপি-জামায়াত বলে চিৎকার করে। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খাঁন টিপু বলেন, কোটা আন্দোলনের ইস্যুতে সাধারন ছাত্রদের আন্দোলনের বিষয়টি যৌক্তিক ছিল। ছাত্রদের যৌক্তিত আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি। সাধারন ছাত্র কিংবা বিএনপির কোন নেতাকর্মীই নারায়ণগঞ্জে কোন ধরনের ধ্বংসাত্বকমূলক কাজে জড়িত ছিল না। আওয়ামী ক্যাডারাই নারায়নগঞ্জে অরাজকতা ঘটিয়ে সাধারন ছাত্র ও বিএনপি নেতাকর্মীদের উপর দায় চাপাতে চাচ্ছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯