তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে, কোনো মৌসুম বিবেচনা ছাড়াই বিভিন্ন দেশে হঠাৎ করেই বাড়ছে করোনার সংক্রমণ। এমনকি অলিম্পিকেও। ইতিমধ্যে ৪০ জন অ্যাথলেট আক্রান্ত হয়েছেন। আমরা ফ্রান্সের পরিস্থিতি জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে ও একত্রে পর্যবেক্ষণ করছি। অলিম্পিকে অংশ নেওয়া দেশগুলোর জন্য আলাদা একটি প্রোটোকল তৈরি করা হয়েছে।’