
হাবিবুর রহমান বাদল
চরম দু:সময়ের মধ্যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দিনের পর দিন দেশব্যাপী নৈরাজ্য আর লুটপাটের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ আন্দোলনে নামলে ছাত্রদের দেশ সংস্কারের আন্দোলনে সকল পেশাজীবী মানুষ আর ছাত্র-জনতা মাঠে নামলে নারায়ণগঞ্জের সাধারণ ছাত্রদের সাথে জনতাও হাত মিলায়। এসময় ১৭ জুলাই থেকে ২০ জুলাই ৪দিন নারায়ণগঞ্জে চরম আতঙ্কের মধ্যে ছিল সাধারণ মানুষ। ১৮ জুলাই শনির আখড়া থেকে কাঁচপুর পর্যন্ত অগনিত মানুষকে পাখির মত হত্যা করে তৎকালিন আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য। ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ তান্ডব চালায়। আওয়ামীলীগের শস¯্র সন্ত্রাসীরা জুমার পর প্রকাশ্য দিবালোকে শহরে এলাপাথারি গুলি চালায়। জালকুড়ি, সাইনবোর্ড এলাকাসহ বিভিন্ন স্থানে আওয়ামীলীগের পেটোয়া বাহিনীর গুলিতে সাধারণ মানুষ ও আন্দোলনকারীদের সাথে নয়মাটিতে ছাদে খেলার সময় ৬ বছরের শিশু রিয়া গোপ নিহত হয়। এরই মধ্যে আন্দোলন চরম আকার ধারণ করে। ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার ক্ষমতার চরম অপব্যবহার করে ৫ শতাধিক ছাত্র-জনতাকে হত্যার পর সেনা বাহিনীকে ব্যবহার করতে না পেরে আওয়ামীলীগ সরকার প্রধান শেখ হাসিনা অনেকটা চুপিসারে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়। আওয়ামীলীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার বিপ্লবের ফসল অন্তর্বতীকালীন সরকার গঠনের দাবি উঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়করা অন্তর্বতীকালীন সরকারের প্রধান হিসাবে ড. মুহাম্মদ ইউসূসের নাম প্রস্তাব করে। বাংলাদেশ ৫ আগষ্ট থেকে ৮ আগষ্ট চরম দু;সময়ের মধ্যে সেনাপ্রধানকে বিমান ও নৌবাহিনীর প্রধানের সহায়তায় অনেক অসাধ্য সাধন করতে হয়েছে, যা দেশবাশীর কাছে অজানা। শেখ হাসিনা পালানোর পর ছাত্র-জনতার উল্লাসের সুযোগে একটি গোষ্ঠি দেশকে অস্থিতিশীল করতে লুটপাট, অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থাপনায় ভাংচুর করে। নারায়ণগঞ্জে একটি চিহিৃত মহল এই নৈরাজ্য উস্কে দেয়। বর্তমান অন্তর্বতীকালীন সরকারের বিরুদ্ধে শুরু থেকেই বিভিন্ন ধরনের অপপ্রচার আর ষড়যন্ত্র চলে আসছে। এই ষড়যন্ত্র এখনো চলছে বলে জানা গেছে। শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় বিভিন্ন ভাবে গণমাধ্যমে বক্তব্য দিয়ে ষড়যন্ত্রকারীদের উৎসায়িত করে চলেছেন। উচ্চ আদালত অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে বন্ধ ঘোষনার পরও হঠাৎ করেই সদ্য পদত্যাগী প্রধান বিচারপতি ফুলব্যঞ্চের বৈঠক ডাকে। এটা যে বিরাট একটি ষড়যন্ত্রের অংশ তার প্রমান মিলে ওয়ার্সঅ্যাপে পদত্যাগী বিচারপতিদের কথপোকথনে। গত শনিবার অন্তর্বতীকালীন সরকারের বিরুদ্ধে একটি আদেশ দেওয়ার পরিকল্পনা ছিল বলে একাধিক সূত্র জানায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্নয়কারীরা এ সংবাদ পেয়ে দলে দলে হাইকোট ভবন ঘেরাও করে। তারা প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করে। এক পর্যায়ে ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধান বিচারপতি পদত্যাগ করতে বাধ্য হন। সেদিন কি ঘাটেছিল কিংবা তাদের কি পরিকল্পনা ছিল তা জন সম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। কারণ আওয়ামীলীগের একাধিক গ্রæপ দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টিসহ পুলিশের একটি বিপথগামী অংশ নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করছিল বলে বিভিন্ন সূত্র জানায়। সেনাবাহিনী ও সরকার পরিস্থিতি সামাল দিলেও একের পর এক ষড়যন্ত্র চলছে। ভারতীয় অধিকাংশ গণমাধ্যম বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এমন গুজবের পাশাপাশি তারা গণহত্যা হয়েছে বলেও অপপ্রচার চালাচ্ছে। আগামী বৃহস্পতিবার ১৫ আগষ্ট। আওয়ামীলীগ ইতিমধ্যেই এই দিনের কর্মসূচি পালনের ঘোষনা দিয়েছে। সেদিন শান্তিপূর্ন কর্মসূচি হবে কিনা এনিয়ে জনমনে সন্দেহ রয়েছে। এছাড়া দেশে সংখ্যালঘুদের উপর গণহারে আক্রমণ কিংবা হামলার ঘটনা না ঘটলেও এ বিষয়টি নিয়ে গত ৩দিন ধরে রাজধানীসহ নারায়ণগঞ্জেও সনাতন ধর্মালম্বীরা সমাবেশ মিছিল করছে। যদিও আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে শেখ হাসিনা পালানোর পর মাত্র ২জন সংখ্যালঘু নিহত হয়েছে। একথা সত্য যে, অতি উৎসাহি কিছু লোক দেশে কয়েকটি স্থানে মন্দিরে হামলা চালিয়েছে। অন্তর্বতীকালীন সরকার তালিকা তৈরী করে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরন ও দুষি ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ^াস দিয়েছেন। বাস্তবতা হলো বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় আচার আচরণে ভারতের চাইতে অনেক বেশী সুযোগ সুবিধা পেয়ে থাকে। শেখ হাসিনা পালানোর পর কোন ধর্মীয় কারণে নয় বরং রাজনৈতিক কারণে কিছু কিছু জায়গায় হামলা হয়েছে এটা সত্য। নিহত ২ জনের মধ্যে একজন পুলিশ সদস্য অপরজন আওয়ামীলীগের কর্মী বলে আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে। নারায়ণগঞ্জে সনতান ধর্মের কতিপয় ব্যক্তি নির্যাতন ও দাপুটে ব্যবহারের কথা নারায়ণগঞ্জবাসী ভুলেনি। কিন্তু এতকিছুর পরও নারায়ণগঞ্জে সেই সব সনাতন ধর্মালম্বী সন্ত্রাসী রাজনৈতিক নেতাদের বাড়িঘর রক্ষায় নারায়ণগঞ্জের শান্তিপ্রিয় জনতা রাতদিন পাহাড়া দিয়ে চলেছে। নারায়ণগঞ্জে গণমাধ্যম কর্মীদের সত্য ঘটনা সাধারণ মানুষের সামনে তুলে ধরা জরুরী হয়ে পড়েছে। এবং অধিকাংশ গণমাধ্যম কর্মী সচেতন ভাবেই সত্য প্রকাশের চেষ্টা করেছে এখনো করে যাচ্ছে। তবে আশার কথা শত ষড়যন্ত্রের মধ্যেও নারায়ণগঞ্জে পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছে। আমার বিশ^াস আগামী দু’এক দিনের মধ্যে নারায়ণগঞ্জে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। যারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় ষড়যন্ত্র তথা সমাজ বিরোধী কর্মকান্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ ভাবে মাঠে থাকবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর সাথে আমারও রয়েছে। পাশাপাশি সদ্য পদত্যাগকারী টুরিষ্ট পুলিশের অতিরিক্ত উপ মহাপরিদর্শক মুহাম্মদ মনিরুজ্জামান টুকু গত রবিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদনে লিখেছেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হবার আগের কয়েকদিন ও বিগত ১০ বছরে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের অবৈধ আদেশ পালন করতে গিয়ে অবৈধ সরকারকে রক্ষার নামে নিজেদের ক্ষমতা ও অবৈধ অর্থ উপার্জনের পথকে দীর্ঘায়িত করার মানসে পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের হিংস্র ও বর্বর আদেশে শিশু-কিশোরসহ বহু মানুষকে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা হত্যা করেছে। যার প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ বাহিনী বর্তমানে গণশত্রæতে পরিণত হয়েছে। মনিরুজ্জামান টুকু লিখেন, বাংলার মানুষের ঘৃণার পাত্র হিসাবে আমি পুলিশ বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক নই বিধায় আমি চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলাম। পুলিশের এই উর্ধতন কর্মকর্তার আবেগকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই প্রতিটি শ্রেনী পেশার মানুষের মধ্যে জনগণের খেদমত করার মনোভাব জেগে উঠলে ছাত্র-জনতার কাঙ্খিত বিজয় আর পাঁচশতাধিক শহীদের রক্তের প্রতি সন্মান জানানো হবে। আসুন আজকের এই দিনে এই শপথ করি যে, আগামীতে দুর্নীতিমূক্ত, শোসনমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোরার লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি স্তরে সংস্কার করতে আমরা এই সরকারকে সকল প্রকার সহায়তা করব।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯