আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | দুপুর ১:১৯

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় জিম্বাবুয়ে

ডান্ডিবার্তা | ১৭ আগস্ট, ২০২৪ | ১২:০৯ অপরাহ্ণ

সরকার পতন ও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ক্রীড়া সংশ্লিষ্টদের অনেকেই এখন আড়ালে।অক্টোবরে ঘরের মাঠে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশের।দেশের নিরাপত্তা নিয়েও রয়েছে শঙ্কা। তাই বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট হাতছাড়া করার পথে বাংলাদেশ। এমন সময় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে।বাংলাদেশের বিকল্প হিসেবে তিনটি দেশকে আয়োজক হিসেবে চিন্তাভাবনা করছে আইসিসি। সেই তালিকায় রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। ভারত অবশ্য ইতিমধ্যে আয়োজক হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে বোর্ড মিটিং করবে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানেই চূড়ান্ত হবে বাংলাদেশ নাকি অন্য কোথাও হবে নারীদের বিশ্বকাপ।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, ক্রিকইনফো জিম্বাবুয়ের বিশ্বকাপ আয়োজনে ইচ্ছার কথা নিশ্চিত হয়েছে। সর্বশেষ দুই বিশ্বকাপের (২০১৮ ও ২০১৩) বাছাইপর্ব আয়োজন করে তারা নিজেদের সামর্থ্য দেখিয়েছে এবং নতুন করে মূল টুর্নামেন্ট আয়োজনেও আগ্রহী। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হয়েছিল জিম্বাবুয়ে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা