ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় ঝুঁট সেক্টর দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে বিএনপির নামধারী সন্ত্রাসীরা। গত কয়েকদিন ধরেই ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত একাধিক গার্মেন্ট মালিকদের ঝুঁট দেওয়ার জন্য হুমকি প্রদান করে আসছে। এরই প্রেক্ষিতে ঝুঁট সেক্টর নিয়ন্ত্রন নিতে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মাহমুূদ ও বিএনপি নেতা জাহাঙ্গীর বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে আহত হয়েছে ২জন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিসিক ১নম্বর গলিতে রাসেল মাহমুদ ও জাহাঙ্গীর গ্রæপের মধ্যে এঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হলে উভয় গ্রæপ বিসিক থেকে পালিয়ে যায়। জানাযায়, আওয়ামীলীগ সরকার পতনের পর বিসিকের ঝুট সেক্টর দখলের জন্য বেশ কয়টি গ্রæপ তৎপর হয়ে উঠে। এরমধ্যে স্বেচ্ছাসেবকদল নেতা রাসেল মাহমুদ অন্যতম। এরই মধ্যে আপন চাচা নিহতের ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। তিনি মামলার প্রধান আসামী। গতকার বৃহস্পতিবার সকালে রাসেল গ্রæপ একটি কারখানায় গিয়ে ঝুট দাবী করেন। তখন জাহাঙ্গীর গ্রæপ জানতে পেরে দুপুরে বিসিকে এসে রাসেল গ্রæপকে ধাওয়া করেন। ওই সময়ে রাসেলের লোকজন প্রকাশ্য ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায। এতে দুইজন ছুরিকাঘাত হয়। মালিক শ্রমিক ও সাধারন মানুষের মধ্যে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে। তখন খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি বাহিনী বিসিকে অবস্থান নিলে উভয় গ্রæপ পালিয়ে যায়। এদিকে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর বিসিকের ঝুট সেক্টর দখল নিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল মাহমুদ সহ বিএনপির অনেক নেতা সহ সন্ত্রাসী বাহিনী মরিয়া হয়ে উঠে। পুরো বিসিক শিল্পনগরীতে বিভিন্ন গ্রæপের লোকজন প্রতিনিয়ত মহড়া দিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে তৎপর ছিল। বিশেষ করে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল মাহমুদ সহ তার বাহিনীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে বিসিকের ২নং গল্লি সহ মার্টিন গল্লির সকল কারখানার ঝুট সেক্টর দখল নেয়ার চেষ্টা চালায়। এলাকাবাসী বিএনপি নেতাদের সূত্রে জানা গেছে, আওয়ামীলীগ সরকার পতনের পর বিসিকের ঝুট সেক্টর দখল নিতে একাধিক গ্রæপ তৎপর হয়ে উঠে। সন্ত্রাসী কর্মকান্ড রোধ এবং বিসিক শিল্পনগরীতে বিশৃঙ্খলা এড়াতে ফতুল্লা থানা বিএনপির শীর্ষ নেতাদের পরামর্শে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা বিসিকের মালিক সমিতির সঙ্গে আলোচনা করেন এবং শৃঙ্খল ভাবে যাতে গার্মেন্টের ঝুট বিক্রি হয় সেভাবে সিদ্ধান্ত হয়। কিন্তু কিছু সন্ত্রাসী এবং কয়েকজন দলের নেতা নেতৃবৃন্দদের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে নিজেদের ক্ষমতার প্রভাবে ঝুট সেক্টর দখল নিতে মরিয়া হয়ে উঠে। তারই বহি:প্রকাশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা জাহাঙ্গীর ওরফে বরিশাইল্যা জাহাঙ্গীর এর লোকজন একটা একটা গার্মেন্টের নামাতে গেলে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল বাহিনীর লোকজন বাধা দেয় এবং তাদেরকে মারধর করে। পরে সংবাদ পেয়ে জাহাঙ্গীরের নেতৃত্বে লোকজন নিয়ে রাসেল বাহিনীর লোকদের ধাওয়া দেয়। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় রাসেল বাহিনীর লোকজন জাহাঙ্গীর গ্রæপের দুজনকে ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় উভয় গ্রæপের আরো কয়েকজন আহত হয়। আর দুই গ্রæপের লোকদের হাতে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখায় মালিক শ্রমিক ও সাধারন মানুষের মধ্যে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে। তখন খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি বাহিনী বিসিকে অবস্থান নিলে কৌশলে উভয় গ্রæপের লোকজন পালিয়ে যায়। রাসেল মাহমুদ বলেন, জাহাঙ্গীর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার লোকদের উপর হামলা চালায়। আমার লোকজন প্রথমে কাউকে কিছু বলে নাই কিন্তু আমার লোকদের উপর হামলা হওয়ায় শুধু মাত্র প্রতিহত করার চেষ্টা করা হয়েছে। আমি এলাকায় ছিলাম না সেই সুযোগ অস্ত্র নিয়ে আমার এলাকায় প্রবেশ করে তান্ডব চালানো হয়। বিএনপি নেতা জাহাঙ্গীর জানান, আমার লোকজন একটা গার্মেন্টের ঝুট নামানোর জন্য মালিকের সাথে কথা বলতে যায়। তখন রাসেলের সন্ত্রাসী বাহিনীর লোকজন রাস্তায় আটকে দেয় এবং মারধর করে এবং তাদের হাতে থাকা ছােড়া দিয়ে আঘাত করে। পরে সংবাদ পেয়ে আমরা লোকজন নিয়ে রাসেল বাহিনীর লোকদের ধাওয়া দিলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। রাসেল একটা হত্যা মামলার আসামী হয়ে পালিয়ে গেলেও তার হুকুমে তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার (ইনচার্জ) ওসি নুরে আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। কোন পক্ষ থেকে কেউ অভিযোগ দায়ের করে নাই।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯