ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদে যত দুর্নীতি অনিয়ম হয়েছে তার হিসাব চেয়েছে একাধিক বিএনপি নেতা। জনগণের টাকায় পরিচালিত সরকারি দফতরগুলিতে বিগত সময় যত দুর্নীতি হয়েছে তার অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদগুলিতে আওয়ামীলীগ লোক দেখানো নির্বাচনের মাধ্যমে তাদের নিজেদের লোকদের বসিয়ে লুটপাটের স্বর্গরাজ্যে পরিনত করেছে। জেলা পরিষদে যত বরাদ্ধ আসতো তার কোন হিসাব কেহ নিত না। তারা নিজেদের মত খরচ করত। শুধু তাই নয় জেলা পরিষদের কাজের ঠিকাদারীও চেয়ারম্যানের নিজেদের লোকদিয়ে করাত। সেখানে অন্য কোন ঠিকাদারের সুযোগ হতো না। এমন অভিযোগও একাধিক ঠিকাদারের। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর জেলা পরিষদে আওয়ামীলীগের নেতাদের বসানো হয়েছে। জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন স্কুলে অনুদান, দরিদ্রদের বাড়ি নির্মাণের অনুদান, সুপেয় পানির ব্যবস্থা, পৌর বা সিটি করপোরেশনের বাইরে রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন সেক্টরে কাজের বরাদ্ধ থাকে। কিন্তু নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ তেমন কোন কাজের দেখা মিলে না। যাউ করা হয়েছে তা আবার নিজেদের ঠিকাদারের মাধ্যমে। নাম প্রকাশ না করার শর্তে জেলা পরিষদের এক সদস্য বলেন, সরকারি অন্যান্য সেক্টরে যদি পুকুর চুরি হয় আর জেলা পরিষদে সাগর চুরি হয়। কারণ এখানের যারা নির্বাচিত হন তারা জনগণের ভোটে নয়। তা হয় ভোটের নামে সরকারের সাজানো নাটক। আর এ জন্য এ সেক্টরে কোন জবাবদিহি থাকে না। যার কারণে লুটপাট করতে কেহ ভয়ও পায়না। যদি কোন কাজের বরাদ্ধ যা আসে তা থেকে অর্ধেকে তা করিয়ে বাকিটা আত্মসাত করা হয়। কিন্ত বরাদ্ধে পুরো টাকাই খরচ দেখানো হয়। জেলা পরিষদে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় তাদে দেখা যায় ঘুষের টাকা নিয়ে দেন দরবার হচ্ছে। আওয়ামীলীগ ক্ষমতায় বআসার পর জেলা পরিষদের চেয়ারম্যান করা হয় জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইকে। তিনি ১০ বছর চেয়ার দখল করে রাখেন। পরবর্তিতে ফের চেয়ারম্যান করা হয় মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকে। সর্বশেষ জেলা পরিষদের চেয়ারম্যান করা হয় মহানগর আওয়ামীলীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমানের আস্থাভাজন ও বন্ধু চন্দন শীলকে। যারাই জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে তারাই লুটেপুটে খেয়েছে। শুধু তাই নয়, একটি রাস্তা উন্নয়নে বরাদ্দ হয়েছিল জেলা পরিষদ থেকে। তবে সেই রাস্তা না করে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের চাচাতো বোনের বাড়ির সামনের রাস্তা করে দেয়া হয়েছে। স্থানীয়রা ব্যাপারটি জানার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। অবশেষে সেই প্রস্তাবিত রাস্তার উন্নয়নে আবারও টেন্ডার আহŸান করা হয়েছে। এমন তুঘলকি কর্মকাÐ ঘটেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদে। তথ্যানুসন্ধানে জানা গেছে, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মাহমুদা মালার নিজস্ব বরাদ্দের তহবিল থেকে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের কল্যান্দী গ্রামের বাঁশ ঝাড়তলা ব্রিজ থেকে সর্দারবাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়নের জন্য প্রস্তাব করা হলে টেন্ডারে সেটির নাম উল্লেখ করা হয়। কিন্তু রহস্যজনক কারণে সেই রাস্তাটি না করে উল্টো টেন্ডার ছাড়াই জেলা পরিষদ চেয়ারম্যানের বোনের বাড়ির সামনের একটি রাস্তা উন্নয়ন করা হয়েছে। তবে রহস্যজনক কারণে ব্যাপারটি স্বীকার করলেও জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তা কাঞ্চন কুমার পালিত তখন অসংলগ্ন তথ্য দিয়েছিলেন। তিনি জানান, টেন্ডারে ভুল করে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের কল্যান্দী গ্রামের বাঁশ ঝাড়তলা ব্রিজ থেকে সর্দার বাড়ি পর্যন্ত রাস্তার নাম না উঠে পাশের রাস্তার নাম উল্লেখ করা হয়েছিল। যদিও প্রকৌশলী পালিতের এমন তথ্যের কোনো ভিত্তি মিলেনি। গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর অন্তর্বতিকালীন সরকার জেলা পরিষদের সকল চেয়ারম্যানদের বাতিল করে প্রশাসক নিয়োগ দেয়ার পর বিগত দিনের দলীয় চেয়ারম্যানদের দুর্নীতি অর্থ লোপাটের তথ্য বেরুতে শুরু করেছে। তাই সাধারণ মানুষ জেলা পরিষদের সকল অর্থের হিসাব দাবি করেছেন। আর যারা আওয়ামীলীগ সরকারের ছায়াতলে থেকে দুর্নীতি করেছে তাদের আইননের আওতায় এনে সরকারি টাকা উদ্ধারসহ তাদের বিচার দাবি করেছেন।
ই-
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯