ডান্ডিবার্তা রিপোর্ট
গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বিএনপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ-বেপরোয়া হয়ে উঠছে। নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় তাদের নামে জমি, দোকান ও মার্কেট দখল, লুটতরাজ, চাঁদাবাজি এবং প্রতিপক্ষের ওপর হামলাসহ নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসবের লাগাম টানতে অবশ্য হার্ডলাইনে রয়েছে নারায়ণগঞ্জ বিএনপি। বিতর্কিত নেতাদের বিরুদ্ধে নেয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। তবুও থেমে নেই দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম। স¤প্রতি, ঝুঁট সেক্টর নিয়ন্ত্রন নিতে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল মাহমুূদ ও বিএনপি নেতা জাহাঙ্গীর বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে আহত হয়েছে ২জন। গত ২৯ আগস্ট দুপুরে বিসিক ১নম্বর গলিতে রাসেল মাহমুদ ও জাহাঙ্গীর গ্রæপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্রমতে, আওয়ামীলীগ সরকার পতনের পর বিসিকের ঝুট সেক্টর দখলের জন্য বেশ কয়টি গ্রæপ তৎপর হয়ে উঠে। এরমধ্যে স্বেচ্ছাসেবকদল নেতা রাসেল মাহমুদ অন্যতম। এরই মধ্যে আপন চাচা নিহতের ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। তিনি মামলার প্রধান আসামী। বৃহস্পতিবার সকালে রাসেল গ্রæপ একটি কারখানায় গিয়ে ঝুট দাবী করেন। তখন জাহাঙ্গীর গ্রæপ জানতে পেরে দুপুরে বিসিকে এসে রাসেল গ্রæপকে ধাওয়া করেন। ওই সময়ে রাসেলের লোকজন প্রকাশ্য ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায। এতে দুইজন ছুরিকাঘাত হয়। মালিক শ্রমিক ও সাধারন মানুষের মধ্যে ব্যাপক আতংক ছড়িয়ে পড়ে। তখন খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী কয়েকটি বাহিনী বিসিকে অবস্থান নিলে উভয় গ্রæপ পালিয়ে যায়। এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, এসব ঘটনায় আমাদের কোনো নেতাকর্মী জড়িত থাকলে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না। আমরা অভিযোগ পেলেই ব্যবস্থা নিচ্ছি। জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোঁকন বলেন, সব জায়গায় তো আমাদের লোকজন এসব ঘটনা ঘটাচ্ছে না। যারা করছে, তাদের আমরা সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। কোনো জায়গায় সমাধান করে দিচ্ছি। দখল নিলে উচ্ছেদ করে দিচ্ছি। খবর পেলে ঝামেলা মিটিয়ে দিচ্ছি। এখন অনেকটা কমে এসেছে। অনেকে সুযোগ নিয়ে অনুপ্রবেশ করছে। বহিরাগতরা এসে এসব অপকর্মে জড়িয়ে যাচ্ছে। নাম দিচ্ছে বিএনপির। এ নিয়ে আমরা নেতাকর্মীদের সতর্ক করছি। আমাদের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অনৈতিক সুবিধা দাবি করে, তৎক্ষণাৎ তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার কথা বলেছি। আমরা নম্বরও দিয়েছি। যাতে ভুক্তভোগীরা আমাদের ফোন দেয়। বিএনপির কয়েকজন ত্যাগী নেতা আক্ষেপের সাথে বলেন, দলের সময় একটু ভালোর দিকে। তাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে হাইব্রিডদের আনাগোনা। এতদিন দলের দুর্দিনে পাশে ছিল না। এখন নানা দোকান খুলে মাঠে নেমেছে। তারাই রাতারাতি দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়িয়ে বিএনপির সুনাম ক্ষুণ্ন করছে। আশা করি দলের হাইকমান্ড এসব বিষয়ে কঠোর হবে। ইতিমধ্যে দলের শীর্ষনেতা সংখ্যালঘুদের ঘরবাড়িসহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। অনেক জায়গায় মাইকিং করে সবাইকে সজাগ করা হচ্ছে। নেতাকর্মীদের সংযত থাকার পরামর্শ দিয়েছেন। ধৈর্য ধরার কথা বলেছেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯