ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডে বিএনপি নেতা অকিল উদ্দিন ভুইয়ার শেল্টারে প্রকাশ্যে তেলের গাড়ি থেকে চাঁদাবাজি করছে যুবলীগ নেতা আল-আমিন ভুইয়ার সহযোগীরা। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এই আল-আমিন ভুইয়া আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠান ও মিটিং-মিছিলে সক্রিয় ছিল। তার চাচা অকিল উদ্দিন ভুইয়া সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহŸায়ক কমিটির যুগ্ম আহŸায়ক ছিলেন এবং ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে আল-আমিন ভুইয়া তার চাচা অকিল উদ্দিন ভুইয়ার শেল্টারেই চোরাই তেল সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের আহŸায়ক মতিউর রহমান মতির রাজনীতিতে যুবলীগ নেতা হিসেবেই দীর্ঘ ১৭ বছর সক্রিয় ছিল আল-আমিন ভুইয়া। আওয়ামীলীগ সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পদত্যাগ করার পর থেকে সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগের নেতা-কর্মীরা পলাতক রয়েছে। সেখানে আল-আমিন ভুইয়া তার চাচা বিএনপি নেতা অকিল উদ্দিন ভুইয়ার শেল্টারে সিদ্ধিরগঞ্জের গোদনাইলবার্মাশীল এলাকায় অবস্থিত পদ্মা অয়েল ডিপো কেন্দ্রীক ব্যবসা নিয়ন্ত্রণে সক্রিয় রয়েছে। উল্লেখ্য, অকিল উদ্দিন ভুইয়ার শেল্টারে ৬নং ওয়ার্ডস্থ অসংখ্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকায় প্রবেশ করেছে বলে গত ১৭ আগস্ট নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই বিএনপির মূলধারার নেতা-কর্মীরা ক্ষোভে ফুঁসে উঠছে। এরই মধ্যে অকিল উদ্দিন ভুইয়ার ভাতিজারা প্রকাশ্যে পদ্মা অয়েল ডিপোর সামনে ট্যাঙ্কলরীর সিরিয়াল মোতাবেক চাঁদা উত্তোলণ করছে বলে অভিযোগ বিএনপির নেতা-কর্মীদের। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মো. ফয়সাল বলেন, আল-আমিন দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী যুবলীগে সক্রিয়ভাবে রাজনীতি করে আসছে। বর্তমানে তার চাচা বার্মাশীল এলাকার তেলের ব্যবসা নিয়ন্ত্রণে নিতে বিএনপির বিভিন্ন নেতা-কর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে। সে অন্যদের এখানে ব্যবসা করতে দিবে না। আমার বাবা দীর্ঘদিন এখানে ঠিকাদার হিসেবে লাইসেন্স নিয়ে ব্যবসা করেছেন। লাইসেন্স থাকা সত্তে¡ও অকিল উদ্দিন ভুইয়া আমাদের ডিপোতে ঢুকতে বাধা দিচ্ছে। তার ভাতিজা আল-আমিনের লোকজন প্রতিদিন সকালে ট্যাংকলরির সিরিয়াল মেইনটেইন করতে গিয়ে প্রকাশ্যে চাঁদা উত্তোলণ করছে। তিনি আরো জানান, আল-আমিন ভুইয়ার সহযোগী খোকন, জুয়েল, ৬নং ওয়ার্ড শ্রমিকলীগ নেতা রাকিবভুইয়া, জাতীয় ছাত্র সমাজের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি নুয়েল ভুইয়া, সাংগঠনিক সম্পাদক স্বাধীন ভুইয়া, সজিব ভুইয়া, দেলু প্রকাশ্যে পদ্মা অয়েল ডিপোর সামনে ট্যাঙ্কলরী থেকে চাঁদা উত্তোলণ করছে। এ বিষয়ে জানতে অকিল উদ্দিন ভুইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। চাঁদা উত্তোলণের বিষয়ে পদ্মা অয়েল ডিপোর ইনচার্জ মো. পিয়ার আলী জানান, ডিপোর বাইরে গাড়ি সিরিয়াল মেইনটেইন সম্পূর্ণ মালিক-সমিতির বিষয়। এটা আমাদের দেখার বিষয় নয়।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯