আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ৮:৫২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বোল পাল্টেছে চাঁদাবাজরা

ডান্ডিবার্তা | ০২ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৩০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গরুত্বপূর্ণ পয়েণ্ট সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও সাইনবোর্ড। মহাসড়কের এ দুটি পয়েণ্টে গড়ে উঠেছে অবৈধ যানবাহনের স্ট্যাÐ। ব্যাটারি চালিত অবৈধ এসব তিন চাকার বাহন নির্বিগ্নে উল্টা-পাল্টাভাবে চলছে মহাসড়কে। ব্যাটারি চালিত বাহনের সাথে পাল্লা দিয়ে মহাসড়কে চলছে রুট পারমিটহীন অবৈধ লক্কর-ঝক্কর লেগুনা। ফলে সড়কে বিশৃঙ্খলা ও প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। বৃদ্ধি পেয়েছে জনভোগান্তি। এসব বাহন নিয়ন্ত্রণকারীরা গর্ত থেকে বের হয়ে জার্সি বদল করে আবার চাঁদাবাজি করার ফন্দি ফিকির করছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মহাসড়কের দায়িত্ব পালন থেকে সরে দাঁড়ায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল ক্যাম্পের হাইওয়ে পুলিশ। এ সুযোগে সড়ক দখল করে নিয়েছে নিষিদ্ধ ব্যাটারি চালিত ইজিবাইক, মিশুক,অটোরিকশা, সিএনজি ও লেগুনা। যাত্রীবাহী অবৈধ এসব বাহন গুলো নিয়মনীতির তোয়াক্কা না করে সড়কে চলছে উল্টা-পাল্টাভাবে। বিনা বাধায় নির্বিগ্নে এসব নিষিদ্ধ বাহন মহাসড়কে চলাচল করায় ভেঙে পড়েছে নিয়মশৃঙ্খলা। রুটপারমিট ছাড়াই মহাসড়কে চলছে লেগুনা। এসব নেগুলার নেই কোন ফিটনেস। নিয়ম শৃঙ্খলা না থাকায় প্রতিনিয়তই সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। ঘটছে দুর্ঘটনার। গত ২৩ আগস্ট হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ হিসেবে আবু নাঈম সিদ্দিকী যোগদান করলেও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ বাহনের বিরুদ্ধে কার্যকরি কোন প্রদক্ষেপ নিচ্ছেননা বলে ক্ষোভ প্রকাশ করেন বৈধ পরিবহন মালিক ও শ্রমিকরা। অভিযোগ উঠেছে, মহাসড়কে অবৈধ বাহন চলাচল নিয়ন্ত্রনকারী চাঁদাবাজ চক্রের নেতারা গণঅভ্যুত্থানের পর গা ঢাকা দিয়েছিলেন। তারা এখন গর্ত থেকে বের হয়ে আবার আগের অবস্থান তৈরি করার ফন্দি ফিকির করছে। হাইওয়ে পুলিশের কার্যক্রম ঠিকঠাকভাবে শুরু হলেও যাতে এসব অবৈধ থ্রি-হুইলার, লেগুনা ও সিএনজি চলতে পারে সে রাস্তা পরিস্কার করতে দৌড়ঝাঁপ শুরু করেছে। আওয়ামী লীগ নেতাতের ছত্রছায়ায় মহাসড়কে অবৈধ বাহন চলাচল নিয়ন্ত্রন করে যারা বিগত ১৫ বছর চাঁদাবাজি করেছে তাদের মধ্যে অন্যতম লেগুনা নিয়ন্ত্রণকারী আতিকুর রহমান ওরফে টেম্পু আতিক, হাসানুজ্জামান পরশ, সিএনজি নিয়ন্ত্রণকারী সাদ্দাম হোসেন, ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণকারী মামুন, আনোয়ার হোসেন আনু ও শামীম। তারা এখন বিএনপি নেতাতাদের ছায়া পেতে জার্সি বদল করে যোগ দিচ্ছে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে। জানতে চাইলে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ ট্রাফিক পরিদর্শক আবু নাঈম সিদ্দিকী বলেন, জনবল সংকট ও ক্ষতিগ্রস্থ ক্যাম্প মেরামত না হওয়ায় আমাদের কাজে কিছুটা ধীরগতিতে চলছে। খুব সল্পসময়ে পুরোদমে কাজ শুরু হবে। মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ বাহন চলাচল বন্ধসহ সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা