আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | দুপুর ১২:৪৫

চনপাড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

ডান্ডিবার্তা | ০২ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জ উপজেলায় পুরোনো দ্ব›েদ্বর জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন। গত শনিবার আনুমানিক রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন। নিহত ২২ বছর বয়সী মো. জিহাদ ওই এলাকার ৮ নম্বর গলির যুবদল নেতা মো. জামালের ছেলে। পরিদর্শক জোবায়ের বলেন, রাতে পুরোনো দ্ব›েদ্বর জেরে ওই তরুণকে ছুরিকাঘাতে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জিহাদ স্থানীয় একটি গ্যাস-সিলিন্ডার বিক্রির দোকানে কাজ করতেন। তার স্ত্রী সুমাইয়া সাত মাসের অন্তঃসত্ত¡া বলেন জানান পরিবারের সদস্যরা। তার বাবা চনপাড়ার (সাংগঠনিক ইউনিয়ন) ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি জামালের অভিযোগ, স্থানীয় মাদক ব্যবসায়ীরা তার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে। তবে, হামলাকারীদের নাম-পরিচয় তিনি জানাতে পারেননি। “আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের লোকজন এখনও চনপাড়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাচ্ছেন। আমরা মাদকের প্রতিবাদ করায় একটি মহল আমাদের উপর ক্ষিপ্ত ছিল। ওদের মূল টার্গেট ছিলাম আমি। আমাকে না পেয়ে আমার ছেলেকে রাস্তায় জখম করে।” তবে, চনপাড়া এলাকার অন্তত তিনজন বাসিন্দা জানান, গণঅভ্যূত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলেও রাজধানী লাগোয়া ‘মাদকের স্বর্গরাজ্য’ বলে পরিচিত চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চায় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা। চনপাড়ার নিয়ন্ত্রণ নিতে চাওয়া ব্যক্তিদের মধ্যে রূপগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহŸায়ক শামীম মিয়াও রয়েছেন। নিহত জিহাদের বাবা জামাল যুবদল নেতা শামীমের ঘনিষ্ঠ অনুসারী। যদিও ‘মাদক ব্যবসার নিয়ন্ত্রণের’ বিষয়টি অস্বীকার করে শামীম মিয়া বলেন, তারা চনপাড়া থেকে মাদক নির্মূলে কাজ করছেন। এদিকে, বেলা আড়াইটা পর্যন্ত জিহাদ হত্যাকাÐের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়নি। পুলিশ পরিদর্শক জুবায়ের বলেন, “মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।” জিহাদের বাবা জামাল বলেন, তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। ময়নাতদন্তের পর আইনি কার্যক্রম শেষে ছেলের লাশ দাফনের পর মামলা করবেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা