আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৭:৪৩

মহানগর বিএনপির দ্ব›দ্ব এখন প্রকাশ্যে

ডান্ডিবার্তা | ০২ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে বিরোধ আবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। মহানগর বিএনপি ২টি বলয়ে রাজনীতি চলছে। একটি বলয় সাবেক এমপি ও বিএনপির প্রেসিডিয়াম সদস্য এড. আবুল কালামের অপরটি মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত-টিপু বলয়। দীর্ঘদিন নিরব থাকার পর আওয়ামীলীগ সরকার পতনের পর সাখাওয়াত বলয় কালাম বলয়ের লোকদের ঘায়েল করতে নানা কুট কৌশল করছে বলে একাধিক বিএনপি নেতা অভিযোগ করেন। গতকাল রোববার বন্দর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্যে এ তথ্য বেরিয়ে আসে। বিএনপি নেতারা বলেন, আমরা বিএনপির জন্মলগ্ন থেকে প্রথমে প্রয়াত হাজী জালাল উদ্দিন এমপির রাজনীতি করেছি। এখন একাধিক বার নির্বাচিত সাবেক এমপি এড. আবুল কালামের নেতৃত্বে রাজনীতি করে আসছি। বিএনপি থেকে যখন এড. সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে মনোনীত করেছে আমরা তখনও এড. আবুল কালামের নেতৃত্বে এড. সাখাওয়াত হোসেন খানের পক্ষে নির্বাচন করেছি। পরে এড. সাখাওয়াত হোসেন খান এড. আবুল কালামের বলয় থেকে বেরিয়ে গিয়ে নিজে বিচ্ছিন্ন ভাবে রাজনীতি করতে থকে। পরবর্তিতে যখন কেন্দ্রীয় বিএনপি নারায়ণগঞ্জে কমিটি ভেঙ্গে দিয়ে এড. সাখাওয়াত হোসেন খানকে আহবায়ক ও আবু আল ইউসিুফ খান টিপুকে সাদস্য সচিব করে তখন থেকে সাখাওয়াত-টিপু নতুন বলয় সৃষ্টি করে এড. কালাম বলয়ের লোকদের বিভিন্ন ভাবে নাজেহাল করতে শুরু করে। যান বাস্তব প্রমাণ হলো গত ২৮ আগষ্ট ২ বছরের একটি লোক পুলিশী নির্যাতনে অসুস্থ্য হয়ে হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে সূত্র ধরে এড. সাখাওয়াত হোসেন নিজে বন্দর থানার ওসিকে চাপ দিয়ে এবং দলীয় প্রভাব খাটিয়ে এড. আবুল কালাম বলয়ের লোকদের নামে তার বলয়ের যুবদল নেতা জাহিদ খন্দকারকে দিয়ে একটি মিথ্যা মমলা করায়। সে মামলায় সাংবাদিককেও আসামী করতে ছাড়েনি। এছাড়া এ দুটি বলয়ের মধ্যে দ্ব›দ্ব চললেও তার এখন প্রকাশ্যে রূপ নিতে শুরু করেছে। কয়েকদিন আগে এড. আবু আল ইউসুফ খান টিপু তার ২০/২৫ জনকে নিয়ে বন্দর আসেন। বন্দর খেয়াঘাট পার হয়ে দেখেন ব্যবসায়ী চাঁন মিয়ার তার মার্কেটের সামনে বসে আছেন। টিপু তাকে দেখেই অশ্লভাষায় তাকে অপমান করে। আর এই বলে প্রকাশ্যে হুমকি দেয় তুই এখানে বসে আছস কেন? তুই এখানে বসবিনা। তোর মার্কেট থাকবে তুই থাকবি না। এর কারণ ব্যবসায়ী চাঁন মিয়া এক সময় কালাম বলয়ের রাজনীতির সাথে জড়িত ছিল এমনটাই অভিযোগ বিএনপি নেতাদের। এদিকে গতকাল রোববার বিকালে বন্দরের কবিলের মোড়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এভং এ পর্যন্ত যত বিএনপি নেতাকর্মী আওয়ামী নির্যাতনে মারা গেছেন তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া আলোচনা সভায় বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আতাউর রহমান মুকুল বলেন, আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে যখন বিএনপির কঠোর আন্দোলন চলছিল তখন শহরে আমরা বিশাল মিছিল নিয়ে অবস্থান করব। তখন সাখাওয়াত খানকে বলেছিলাম আমরা একত্রে বিশাল মিছিল নিয়ে বের হলে পুলিশ আমাদের কিছু করতে পারবে না। কিন্তু সাখাওয়াত এক গুয়েমী করে মাত্র কয়েকজন লোক নিয়ে মিছিল করলে সে মিছিলে পুলিশের গুলিতে শাওন নিহত হয়। আমরা একজন কর্মীকে হারাই। এ মামলা সাখাওয়াত ১নং আসামী হওয়ার দরকার ছিল। তার এক গুয়েমীর কারনে সেদিন শাওনকে প্রাণ দিতে হয়েছে। এদিকে গতকাল রোববার মহানগর বিএনপির সদস্য সচিব টিপু বলেন, বহিস্কৃত নেতাদের বলতে চাই, আপনারা সাবধান হোন। এছাড়া সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা সাখাওয়াত-টিপুর হাতকে শক্তিশালী করার দরকার নাই। আপনারা মহানগর বিএনপিকে শক্তিশালী করুন এবং অপশক্তিকে ধ্বংস করে দিন। খুনি হাসিনার কোন প্রেতাত্মা থাকবে না। আমরা খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে কাজ করে ২০ কোটি মানুষের মুখে হাসি ফোটাবো। এদিকে গতকাল রোববার বিকালে বন্দরের তিনগাঁও এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশাকে দাওয়াত দেয়ায় সাখাওয়াত-টিপু বলয়ের লোকেরা অনুষ্ঠানে আসা চেয়ার টেবিল ভাংচুর করে। এভাবে একে অপরের বিপক্ষে উঠে পড়ে লেগেছে। এভাবে একে অপরকে ঘায়েল করতে থাকলে তাদের জন্য আওয়ামীলীগের প্রয়োজন হবে না। তারা নিজেরা নিজেরাই দ্ব›দ্ব করে নাস্তানাবুদ হয়ে যাবে। তাই নেতা কর্মীদের দাবি এখন আর বিরোধ নয় ঐক্যবদ্ধ ভাবে সকলকে রাজনীতির মাঠে থাকতে হবে। নয়তো এর খেসারত শীর্ষ নেতাদেরই দিতে হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024