ডান্ডিবার্তা রিপোর্ট
ক্ষমতার পট পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপিই যেন বিএনপির শত্রæ হিসেবে পরিণত হয়েছেন। নিজেরাই নিজ দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়াচ্ছেন। সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আধিপত্য বিস্তার নিয়ে নিজেরাই নিজ দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়াচ্ছেন। এ পর্যন্ত নারায়ণগঞ্জের বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই ক্ষমতার বাইরে ছিল বিএনপি। আর এই ক্ষমতার বাইরে থাকাবস্থায় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে আসছিল। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে তারা পেরে উঠতে পারছিলেন না। ফলে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনেক দিন উন্মুখ হয়ে আছেন সুবিধীভোগী হওয়ার জন্য। এরই মধ্যে গত ৫ আগস্ট দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকেই সারাদেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। সারাদেশই ক্ষমতায় থাকা আওয়ামী লীগের বিপক্ষে চলে যায়। সারাদেশের মতো নারায়ণগঞ্জেরও প্রেক্ষাপট পরিবর্তন হতে থাকে। এতদিন ধরে যারা ক্ষমতায় ছিলেন কোথাও তাদের দেখা মিলেনি। বিশেষ করে নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানসহ তার অনুসারীরা গা-ঢাকা দেন। শামীম ওসমানসহ তাদের অনুসারীদের গা-ঢাকা দেয়ার সাথে সাথেই নারায়ণগঞ্জের সবকিছুই ফাঁকা হয়ে যায়। বাসস্ট্যান্ড থেকে শুরু করে হাট-ঘাটসহ সবকিছু থেকেই নিজেদেরকে গুটিয়ে নেন। সেইসাথে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান থেকেও নিজেদের গুটিয়ে নেন। এই অবস্থায় একেবারে খালি মাঠে পড়ে যান দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। আর এই ফাঁকা মাঠ পাওয়ার সাথে সাথেই বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন রকমের সুবিধাভোগী হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েন। সকল পর্যায়ের নেতাকর্মীরা কর্তৃত্ব নেয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন। আর এই কর্তৃত্ব নিতে গিয়ে নিজেরাই নিজেদের সাথে সংঘর্ষে কিংবা বিবাদে জড়িয়ে পড়ছেন। জানা যায়, পেশার মধ্যে সবচেয়ে সম্মানিত পেশা হচ্ছে আইনজীবী। যাদেরকে বিজ্ঞ বলে সম্বোধন করা হয়ে থাকে। কিন্তু নারায়ণগঞ্জের এই সম্মানিত পেশার লোকদের মধ্যেই আধিপত্য বিস্তার নিয়ে হাতাহাতি হুমকি ধামকি একছত্র আধিপত্য বিস্তারের ঘটনা ঘটেছে। গণতন্ত্র নিয়ে আন্দোলন তাদের মধ্যেই প্রথম গণতন্ত্রের বিলুপ্তি হয়েছে। স্বৈরশাসকের অবসান হওয়ার পর নারায়ণগঞ্জেই যেন প্রথম গণতন্ত্রকে রোধ করা হয়েছে। নির্বাচন ছাড়াই আইনজীবী সামিতির দায়িত্বে এসেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। নির্বাচন করার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করলেও তাদেরকে শুরু থেকেই আটকে দেয়া হয়। ফলে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থী আইনজীবীরা নিজেরাই নিজেদের শত্রæ হিসেবে পরিণত হয়েছেন। একইভাবে নারায়ণগঞ্জের অন্যান্য জায়গাগুলোতেও বিএনপির নেতাকর্মীরা নিজেরাই নিজেদের শত্রæ হিসেবে পরিণত হচ্ছেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯