আজ শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ৩:৪৯

না’গঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপিই বিএনপির প্রতিপক্ষ

ডান্ডিবার্তা | ০৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ক্ষমতার পট পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপিই যেন বিএনপির শত্রæ হিসেবে পরিণত হয়েছেন। নিজেরাই নিজ দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়াচ্ছেন। সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আধিপত্য বিস্তার নিয়ে নিজেরাই নিজ দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে জড়াচ্ছেন। এ পর্যন্ত নারায়ণগঞ্জের বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই ক্ষমতার বাইরে ছিল বিএনপি। আর এই ক্ষমতার বাইরে থাকাবস্থায় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে আসছিল। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সাথে তারা পেরে উঠতে পারছিলেন না। ফলে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনেক দিন উন্মুখ হয়ে আছেন সুবিধীভোগী হওয়ার জন্য। এরই মধ্যে গত ৫ আগস্ট দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকেই সারাদেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। সারাদেশই ক্ষমতায় থাকা আওয়ামী লীগের বিপক্ষে চলে যায়। সারাদেশের মতো নারায়ণগঞ্জেরও প্রেক্ষাপট পরিবর্তন হতে থাকে। এতদিন ধরে যারা ক্ষমতায় ছিলেন কোথাও তাদের দেখা মিলেনি। বিশেষ করে নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানসহ তার অনুসারীরা গা-ঢাকা দেন। শামীম ওসমানসহ তাদের অনুসারীদের গা-ঢাকা দেয়ার সাথে সাথেই নারায়ণগঞ্জের সবকিছুই ফাঁকা হয়ে যায়। বাসস্ট্যান্ড থেকে শুরু করে হাট-ঘাটসহ সবকিছু থেকেই নিজেদেরকে গুটিয়ে নেন। সেইসাথে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান থেকেও নিজেদের গুটিয়ে নেন। এই অবস্থায় একেবারে খালি মাঠে পড়ে যান দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। আর এই ফাঁকা মাঠ পাওয়ার সাথে সাথেই বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন রকমের সুবিধাভোগী হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েন। সকল পর্যায়ের নেতাকর্মীরা কর্তৃত্ব নেয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন। আর এই কর্তৃত্ব নিতে গিয়ে নিজেরাই নিজেদের সাথে সংঘর্ষে কিংবা বিবাদে জড়িয়ে পড়ছেন। জানা যায়, পেশার মধ্যে সবচেয়ে সম্মানিত পেশা হচ্ছে আইনজীবী। যাদেরকে বিজ্ঞ বলে সম্বোধন করা হয়ে থাকে। কিন্তু নারায়ণগঞ্জের এই সম্মানিত পেশার লোকদের মধ্যেই আধিপত্য বিস্তার নিয়ে হাতাহাতি হুমকি ধামকি একছত্র আধিপত্য বিস্তারের ঘটনা ঘটেছে। গণতন্ত্র নিয়ে আন্দোলন তাদের মধ্যেই প্রথম গণতন্ত্রের বিলুপ্তি হয়েছে। স্বৈরশাসকের অবসান হওয়ার পর নারায়ণগঞ্জেই যেন প্রথম গণতন্ত্রকে রোধ করা হয়েছে। নির্বাচন ছাড়াই আইনজীবী সামিতির দায়িত্বে এসেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। নির্বাচন করার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করলেও তাদেরকে শুরু থেকেই আটকে দেয়া হয়। ফলে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থী আইনজীবীরা নিজেরাই নিজেদের শত্রæ হিসেবে পরিণত হয়েছেন। একইভাবে নারায়ণগঞ্জের অন্যান্য জায়গাগুলোতেও বিএনপির নেতাকর্মীরা নিজেরাই নিজেদের শত্রæ হিসেবে পরিণত হচ্ছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024