আজ শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ৩:৫১

আ’লীগে সুবিধাভোগীদের কর্মকান্ডে নাজেহাল সাধারণ কর্মীরা

ডান্ডিবার্তা | ০৪ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘদিন ১৬ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। আর এই দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের নেতৃস্থানীয় পর্যায়ের অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। সারাদেশের মতো নারায়ণগঞ্জেও এরকম আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া নেতার সখ্যা কম নয়। সেইসাথে এসকল নেতৃস্থানীয় নেতাদের পদলেহন করেও অনেকে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। পাশাপাশি শীর্ষ নেতাদের নাম ভাঙ্গিয়ে চারদিকে নানা অপকর্মও করে বেড়িয়েছেন। তাদের অপকর্মে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অত্যাচার নির্যাতনের নীপিড়নের শিকার হয়েছেন। ক্ষমতার পটপরিবর্তনে একসকল অপকর্মের দায়ভার পড়েছে এখন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপর। ফলে তাদের বাড়িঘর পরিবার পরিজন ছেড়ে দিন পার করতে হচ্ছে। সেইসাথে বিভিন্ন মামলার আসামী হচ্ছেন। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সবমিলিয়ে তাদেরকে এখন থেকেই মানবেতর দিনযাপন করতে হচ্ছে। জানা নেই তাদের মানবেতর জীবনের অবসান কবে ঘটবে। তবে তাদের দীর্ঘমেয়াদী একটা সংকটের মধ্য দিয়ে সময় অহিবাহিত করতে হবে এটা নিশ্চিত। সূত্র বলছে, দীর্ঘদিন পর ক্ষমতার স্বাদ ভোগ করার পর ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকেই সারাদেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। সারাদেশেই সার্বিক পরিস্থিতি ক্ষমতায় থাকা আওয়ামী লীগের বিপক্ষে চলে যায়। সারাদেশের মতো নারায়ণগঞ্জেরও প্রেক্ষাপট পরিবর্তন হতে থাকে। এতদিন ধরে যারা ক্ষমতায় ছিলেন কোথাও তাদের দেখা মিলছে না। বিশেষ করে নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য থেকে শুরু প্রভাবশালী নেতারা এবং বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক বনে যাওয়া নেতারা আড়ালে চলে গেছেন। বাসস্ট্যান্ড থেকে শুরু করে হাট-ঘাটসহ সবকিছু থেকেই নিজেদেরকে গুটিয়ে নেন। সেইসাথে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও প্রতিষ্ঠান থেকেও নিজেদের গুটিয়ে নিয়েছেন। কিন্তু এলাকা ছাড়তে পারছেন না আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। যাদের অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল সেইসাথে দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল। এসকল নেতাকর্মীদেরকে এলাকায় থেকেই সকল প্রকার হুমকি ধামকি ব্যঙ্গ সহ্য করে নিতে হচ্ছে। অথচ ক্ষমতায় থাকাকালীন তারা ছিলেন সুবিধাবঞ্চিত। এরই মধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। আর এসকল মামলার আসামী হচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কিন্তু দীর্ঘদিন ধরে সুবিধাভোগী নেতারা আড়াল হয়ে যাওয়ায় চাপ সামাল দিতে হচ্ছে এলাকায় থেকে যাওয়া সুবিধাবঞ্চিত নেতাদের। সকল অপকর্মের ভার তাদের উপরই বর্তাচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024