ডান্ডিবার্তা রিপোর্ট
আগামী শুক্রবার তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাড়ে ১১ বছর। এই দীর্ঘ সময়েও ত্বকী হত্যার বিচারতো দূরের কথা অভিযোগপত্র আদালতে জমা দিয়ে বিচার প্রক্রিয়া শুরু করা হয় নাই। ত্বকীর ঘাতক যেহেতু সরকার দলীয় তাই বিগত সরকারের প্রধান শেখ হাসিনা এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে রেখেছেন। তদন্তকারী সংস্থা র্যাব অভিযোগপত্র তৈরি করলেও তা আদালতে জমা দেয়া হয় নাই। আজকে দেশের পরিবর্তীত পরিস্থিতিতে আমরা চাই দ্রæত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেয়া হোক এবং এ হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, তার ছেলে, ভাতিজাসহ হত্যাকাÐের সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। শেখ হাসিনা সরকার যে ভাবে বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে, তাকে অন্তর্র্বতী কালীন সরকার দ্রæত সঠিক পথে ফিরিয়ে এনে ত্বকী, সাগর-রুনী, তনু, নারায়ণগঞ্জে সংঘটিত সকল হত্যা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিৎ করবে বলে আমরা মনে করি। সে দাবিতে সন্ত্রা নির্মূল ত্বকী মঞ্চ ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ ও ঢাকায় তিন দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানান, আগামী শুক্রবার বিকাল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও পরে বিক্ষোভ মিছিল। আগামী শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বিকাল সাড়ে তিনটায় গোল টেবিল বৈঠক ও আগামী রোববার বিকাল সাড়ে পাঁচটায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলাক প্রজ¦ালন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
ই-
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯