আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ১১:০০

দেড়যুগের ক্ষুধা মেটাচ্ছে বিএনপি

ডান্ডিবার্তা | ০৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১:৪১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘ দেড়যুগ ধরে ক্ষমতার বাহিড়রে ছিল বিএনপি। দীর্ঘ সময় ক্ষমতার বাহিরে থাকা দলটি ছাত্র জনতার আন্দোলনে স্বেরাচারী সরকারর পদত্যাগের পর পরই নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে হামলা ও লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি, নারায়নগঞ্জের বিভিন্ন সেক্টর দখলে নিজ দলের লোকজনদের সাথেই দ্বন্ধে জড়িয়ে পড়ছেন। এমনকি, বিভিন্ন বিতর্কিত কর্মকান্ড ঘটিয়ে দলের ভাবমূতি ক্ষুন্ন করছেন। বিএনপির এমন কর্মকান্ডের কারনে, দেড় যুগেরও বেশি সময় ধরে ক্ষুধার্থ ছিল বিএনপি। ছাত্র জনতার বদৌলতে স্বেরাচারী সরকারের পতনের মধ্যদিয়ে সেই ক্ষুধা নিবারনের জন্য সেক্টর দখলে নেমেছে এমনই মন্তব্য করেন নারায়ণগঞ্জবাসী। সূত্রমতে, পট পরিবর্তর সাথে সাথেই একদল সুবিধাভোগী বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম চালাচ্ছেন। এদিকে, দলীয় নাম ভাঙ্গিয়ে কোন ধরনের অপকর্মের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে বিভিন্ন সভা সমাবেশে হুশিয়ারি দিয়ে আসছেন নারায়নগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ। এমনকি জনগনের নিরাপত্ত ব্যাঘাত ঘটে এমন কিছু করে থাকলেও তা জনগনকে প্রতিহত করার জন্য অনুরোধ করা হয়েছে। সূত্রমতে, ১৫ বছরেরও অধিক ক্ষমতার বাহিরে ছিল বিএনপি। এ ১৫ বছরে হামলা মামলার স্বীকার হয়ে মানববেতর জীবন পার করছিলেন বিএনপির নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী আন্দোলনে যে মুহুর্তে আওয়ামীলীগ সরকারের পতন ঘটলো ঠিক সে মুহুর্তে আওয়ামীলীগের পা চাটা কুকুরের দল বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়ে আসছে। অবশ্য, কেন্দ্র থেকে কঠোর বার্তা দেয়া হয়েছে নতুন করে কাউকে দলে না বিড়ানোর জন্য। সূত্রমতে, দলের কোনো পদ-পদবিতে নেই। ছিলেন না কোনো কর্মসূচিতে। আন্দোলন-সংগ্রামেও দেখা যায়নি বিগত দিনে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারাই এখন বিএনপির ‘নেতাকর্মী’ সেজে গেছেন। দাপট দেখাতে শুরু করেছেন নিজ নিজ এলাকায়। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন দখল, চাঁদাবাজি আর অপকর্মে জড়িয়ে পড়ছেন অনেকে। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিরোধী দলটির নেতাকর্মীরা। এ পরিস্থিতিতে ‘অনুপ্রবেশকারী’ কথিত নেতাকর্মীর বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির হাইকমান্ড। পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি এলাকায় মাইকিং শুরু করা হয়েছে ‘দুর্বৃত্ত’ মোকাবিলায়। শুধু হাইব্রিড নেতাকর্মী নয়, দলের কোনো নেতাকর্মীও অপকর্মে সম্পৃক্ত হলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি, দলে যাতে সুবিধাবাদরা সুযোগ না পায় এ ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে নেতাকর্মীদেরকে। নারায়ণগঞ্জের বিএনপি নেতারা জানান, দীর্ঘ ১৫ বছর ধরে একটি স্বৈরশাসকের বিরুদ্ধে তারা লড়াই করেছেন। হত্যা, নির্যাতন, মামলা-হামলা আর জেলবন্দি জীবন পার করে ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনে গত সোমবার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর এর পরপরই নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানের দৃশ্যপট পরিবর্তন হতে শুরু করেছে। যখন বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীরা বিজয় উৎসব নিয়ে ব্যস্ত সময় পার করছেন, পলাতক জীবন থেকে স্বাভাবিক জীবনে আসার প্রক্রিয়া শুরু করেছেন, তখনই শুরু হয় বিভিন্ন স্থানে দখল, অগ্নিসংযোগ, চাঁদাবাজি ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা। এতে পুরো আন্দোলনে তাদের সফলতা, বিজয় অনেকটা ¤øান হতে থাকে। আবার একটি পক্ষ বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মীর ওপর দোষারোপের ‘বেøইম গেইম’ শুরু করেছে। জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পরপরই জেলার বিভিন্ন স্থানে দখল ও লুটপাটের নানা খবর আসতে থাকে। ব্যবসা প্রতিষ্ঠান দখল, বাসাবাড়ি দখল, লুটপাট, আওয়ামী লীগ নেতাকর্মীর বাসাবাড়িতে হামলা, সংখ্যালঘুদের বাড়িতে হামলাসহ বিভিন্ন স্থানে গণডাকাতির খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে সাধারণ মানুষের মধ্যে বিজয়ের যে আনন্দ, তা অনেকটাই ¤øান হতে থাকে। তারা শঙ্কিত হতে থাকেন নিরাপত্তা নিয়ে। অপরদিকে, গত বুধবার ঢাকার সমাবেশ যেন মহাসমাবেশে রূপ নেয়। এ সমাবেশে বিগত দিনে আওয়ামী লীগের হালুয়া-রুটির ভাগীদার এমন লোকজনকে দেখা গেছে মিছিলের অগ্রভাগে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে মূলদলসহ অঙ্গসংগঠনের সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে গেছেন তাদেরকেই এখন বিএনপির মিছিলে দেখা গেছে। এ রকমভাবে আরও অনেক মিছিল দেখা গেছে; যারা বিগত দিনে আওয়ামী লীগের মিছিল, সমাবেশ কিংবা কর্মসূচিতে সরব ছিলেন। এখন তারা ভর করছেন বিএনপির ওপর। অনুপ্রবেশকারীরা দলের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ছেন বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীর। বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতি করলেও এখন বিএনপি পরিচয়ে অপকর্ম করছেন। যারা এতদিন আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে নিয়মিত ছিলেন, তারা এখন বিএনপির মিছিলে আসছেন। মোবাইলে ছবি তুলে নিজেকে বিএনপি প্রমাণের চেষ্টা করছেন। এই গোষ্ঠীটি নিয়ে বিপদে আছেন জেলা বিএনপিট হাইকমান্ড। তাদের চিহ্নিত করে এখনই সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে দলের পক্ষ থেকে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, দলের অনুপ্রবেশ ঠেকাতে এরই মধ্যে নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। জানা গেছে, এসব অনুপ্রবেশকারী বিভিন্ন অপকর্ম করলেও দায় নিতে হচ্ছে বিএনপিকে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024