আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ৯:০৬

আওয়ামী নির্যাতনের কথা বলে কাদঁলেন কাজী মনির

ডান্ডিবার্তা | ০৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১:৫৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দলীয় শৃংখলা বজায় রাখতে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন নেতাদের নিয়ে জরুরী মিটিংয়ে বসেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য ও সাবেক নারায়নগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। বিগত ১৬ বছরের স্বৈরাচারী সরকারের দুঃশাসন ও নেতাকর্মীদের উপর তৎতালীন সরকারের নির্মম অত্যাচার ও হতাহত নেতাকর্মীদের কথা স্বরণ করে কাজী মনির অঝোরে কাঁদলেন। এসময় উপস্থিত অনেক নেতাকর্মীকে চোখের পানি মুছতে দেখা যায়। গতকাল বিকালে রূপগঞ্জ উপজেলার রূপসীস্থ ম্যাক্স মিলনায়তনে নেতাকর্মীদের এক আলোচনা সভায় এ হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, রূপগঞ্জ থানা তাঁতীঁদলের সাবেক সভাপতি মজিবুর রহমান মোল্লা, শফিউদ্দিন ভুইয়া, মাহফুজ, ডাক্তার শাহিন, সোহেল, সাজু, মহিলা দলের নেত্রী নবিয়া আক্তার প্রমুখ। হামলা ভাংচুর সহিংসতা বন্ধে এ আলোচনা সভায় কাজী মনিরুজ্জামান বলেন, স্বৈরাচারী সরকারের হাত থেকে ছাত্র জনতা দেশকে উদ্ধার করেছে। এ আন্দোলনে আমাদের নেতাকর্মীরাও ব্যাপক ভুমিকা পালন করেছে। এখন আমাদের শান্তির দিকে এগোতে হবে। এজন্য সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ এলাকায় কোন প্রকার সহিংসতা করা যাবে না। এমন কোন কাজ করা যাবে না যে কাজে মানুষ কষ্ট পায়। আপনাদের কোন অসচেতনতামুলক কাজের জন্য যেন আমাদের ১৬ বছরের কষ্টসাধনা ¤øান হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। শান্তি শৃংখলা ভঙ্গকারী সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি নেতাকর্মীদের হুশিয়ার দেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা