ডান্ডিবার্তা রিপোর্ট
দলীয় শৃংখলা বজায় রাখতে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন নেতাদের নিয়ে জরুরী মিটিংয়ে বসেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য ও সাবেক নারায়নগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। বিগত ১৬ বছরের স্বৈরাচারী সরকারের দুঃশাসন ও নেতাকর্মীদের উপর তৎতালীন সরকারের নির্মম অত্যাচার ও হতাহত নেতাকর্মীদের কথা স্বরণ করে কাজী মনির অঝোরে কাঁদলেন। এসময় উপস্থিত অনেক নেতাকর্মীকে চোখের পানি মুছতে দেখা যায়। গতকাল বিকালে রূপগঞ্জ উপজেলার রূপসীস্থ ম্যাক্স মিলনায়তনে নেতাকর্মীদের এক আলোচনা সভায় এ হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, রূপগঞ্জ থানা তাঁতীঁদলের সাবেক সভাপতি মজিবুর রহমান মোল্লা, শফিউদ্দিন ভুইয়া, মাহফুজ, ডাক্তার শাহিন, সোহেল, সাজু, মহিলা দলের নেত্রী নবিয়া আক্তার প্রমুখ। হামলা ভাংচুর সহিংসতা বন্ধে এ আলোচনা সভায় কাজী মনিরুজ্জামান বলেন, স্বৈরাচারী সরকারের হাত থেকে ছাত্র জনতা দেশকে উদ্ধার করেছে। এ আন্দোলনে আমাদের নেতাকর্মীরাও ব্যাপক ভুমিকা পালন করেছে। এখন আমাদের শান্তির দিকে এগোতে হবে। এজন্য সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশ এলাকায় কোন প্রকার সহিংসতা করা যাবে না। এমন কোন কাজ করা যাবে না যে কাজে মানুষ কষ্ট পায়। আপনাদের কোন অসচেতনতামুলক কাজের জন্য যেন আমাদের ১৬ বছরের কষ্টসাধনা ¤øান হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। শান্তি শৃংখলা ভঙ্গকারী সে যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি নেতাকর্মীদের হুশিয়ার দেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯