ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হয়ে গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় সাবেক চার এমপি ও এনসিসির সাবেক মেয়রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি এ.কে.এম শামিম ওসমান, সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, সাবেক এমপি পুত্র অয়ন ওসমান, সাবেক এমপি পুত্র আজমেরী ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনসহ ১৩০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। সেই সাথে আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন। বাদী নাজমুল হক এজহারে অভিযোগ করেন, ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে সিদ্ধিরগঞ্জের আদমজী রুটের আমিন নগর পাওয়ার হাউজের সামনে আসামীরা ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়তে থাকে চারদিকে। সন্ধ্যা ছয়টার দিকে তার ভাই মিনারুল ইসলামকে শামীম ওসমান গুলি করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ওবায়দুল কাদের (৭২), এ.কে.এম শামিম ওসমান (৬৪), নজরুল ইসলাম বাবু (সাবেক এমপি-আড়াইহাজার), গোলাম দস্তগীর গাজী, (সাবেক মন্ত্রী-রূপগঞ্জ), কায়সার হাসানাত (সাবেক এমপি-সোনারগাঁও), ইয়াসিন হাজী (৬২), আজমেরী ওসমান (৪৫), আলহাজ্ব মোঃ মজিবর রহমান (৭৮), অয়ন ওসমান (৩৭), সফিকুল ইসলাম (৪৫), আনোয়ার হোসেন, ডাঃ সেলিনা হায়াত আইভী, মেহেদী হাসান সম্রাট, রাসেল প্রধান, মোঃ রুবেল মেম্বার, মোঃ আনছার, জিয়াদ হোসেন অপু, জিসান, কামরুল হাসান কমলেট, মোঃ নাদিম, সালাম খন্দকার সেলিম, জহিরুল আহসান, রাসেদুল ইসলাম, মোঃ স্বপন হোসেন, মাইনউদ্দিন, মোহর আলী, মোঃ আল আমিন, আশরাফুল আলম, মোঃ সেলিম (৩৫), মেছের উদ্দিন, মুন্না, মতিউর রহমান মতি (৫৫), পানি আক্তার (৩৮), সমানিক মাষ্টার (৪৮), নূর উদ্দিন মিয়া (৫৫), শাহজালাল বাদল (৪২), সিরাজ মন্ডল (৫০), চাঁন মিয়া, সিব্বির, নিলুফা আক্তার, ওসমান গনি, নাজমুল আলম সাজন, আঃ হান্নান, ইকবাল হোসেনআমিনুল হক রাজু, মতিউর রহমান (৬০ আক্তারুজ্জামান (৫২), মোঃ মানিক সরকার (৪২), মোঃ শরিফ, শাহ নিজাম (৫৬), সামাদ ব্যাপারি (৫২), কাইল্লা হান্নান, হাজী মোঃ ওমর ফারুক (৪৮ রাহাত (৩৫), তানজিন কবির সজু (৪০), আল-আমিন, রমজান, জাকির হোসেন (৪৮), মোঃ রজব আলী (৫৫), মোঃ নাহিদ আক্তার নাহান (৫০), মোঃ টগর আলী (৫৫), মোঃ আলী আজম (৫৩), মোঃ নয়ন (৩৮), মোঃ গোলাম মোস্তফা টিয়া আলম (৫০), মোঃ নাজমুল হোসেন (৩৪), মোঃ সুরুজ শেখ (৩৬), শামীম হোসেন জনি (৩৫), মোঃ মিন্টু (৩৫), মোঃ জানেমুল (৩৪), মোঃ অনিক (২৮), মোঃ খোকন (৪৫), মোঃ মোশারফ হোসেন (৪৫), আতিকুল ইসলাম কুতুব (৩২), মোঃ মিজান (৩৩), মোঃ গোলজার হোসেন (ডলার) (৩৫), আবুল কালাম আজাদ (৪২), আসাদুজ্জামান পলাশ (৩৮), মোঃ জিয়াউল (৪৫), মোঃ জহুরুল ইসলাম (৪৫), মোঃ শফিকুল ইসলাম (৪৮), মোঃ শাহীন (৩৮), মোঃ খালেদ হোসেন (৪৫), মোঃ টুটুল (৩৫), নাজমুল হোসেন বাপ্পি (৩৬), মোঃ মিনু (৩৬), মোঃ জহুরুল (৩২), মোঃ রাহাত (মটর চালকলীগ), মোঃ ইকবাল হোসেন, মোঃ ফারুক (৪০), গোলজার হোসেন (৪৯), তানভীর গাজী (৪০), শেখ মেহেদী (৪০), জীবন (৩৫), শামীম (৩৪আকাশ (৩২), সাব্বির (৩৫), তুহিন, সিরাজুল (৪০), আকাশ (৩৮), সেলিম মোল্লা (৪২), মোঃ সুজন, শাখাওয়াত হোসেন (৪৫), সোহান (৩৫), ইমরান (৩০), আলী রেজা উজ্জল, রাজু আহাম্মদ, এডভোকেট সুইটি ইয়াসমিন, আব্দুল আলী, মোঃ নাদিম, এনায়েত হোসেন কাউন্সিলর, আতাউর রহমান মুকুল, আমজাদ, ওমর ফরুক (৪০), আবদুল্যাহ নাছের জাহান ভুইয়া (৪৫), জাহাঙ্গীর (৩৫), সাইফুল ইসলাম (৪০), মোঃ উম্মেদ আলী (৫০), মোঃ নওশাদ সাউদ (৪৫), শাজাহান সাউদ (৬৫), মিজান (মোটকা মিজান), আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, মোঃ খোরশেদ গাজী, মোঃ সুজন, বদিউজ্জামান বদল, রফিকুল ইসলাম, এ.কে.এম সোহাগ রহমান, মোঃ তৈয়ব আলী। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে হামলা ও গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় এ দুটি মামলা ছাড়াও এর আগে আরোও নয়টি মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলার সংখ্যা ১১টি।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯