আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | বিকাল ৪:৫৬

চিটাগাং রোড রেন্ট-এ কার স্ট্যান্ডে সর্বদলীয় সুবিধাভোগী বোল পাল্টিয়ে বিএনপিতে সালাউদ্দিন

ডান্ডিবার্তা | ০৫ সেপ্টেম্বর, ২০২৪ | ২:০৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে ভোল পাল্টিয়ে বিএনপিতে চিটাগাং রোড রেন্ট-এ কার স্ট্যান্ডে সর্বদলীয় সুবিধাভোগী সেই সালাউদ্দিন। আওয়ামীলীগ নেতাদের শেল্টারে গত ১৫ বছরে সুবিধা ভোগ করলেও বিএনপি নেতাদের সাথে ছবি তুলে নিজে বিএনপি সাজানোর নাটক করছে বলে এমনই গুঞ্জন চলছে সিদ্ধিরগঞ্জের রাজনৈতিক মহলে। সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে দৃষ্টি হারানো ফয়েজের দায়েরকৃত এজাহারে এই সালাউদ্দিন ৩৫ নম্বর আসামী হলেও অদৃশ্য শক্তির ইশারায় মামলা থেকে তার নাম বাদ পড়ে। সাত খুনের ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামী নূর হোসেনের নানান অপকর্মের প্রত্যক্ষ স্বাক্ষী এই সুচতুর সালাউদ্দিন। তার বিতর্কিত কর্মকান্ড নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। জানা যায়, গত ৫ আগষ্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যায়। তার পর গঠিত হয় অন্তবর্তী সরকার। গণঅভ্যুত্থানের পর সারাদেশে সকল ধরণের চাঁদাবাজী ও নৈরাজ্য বন্ধ থাকলেও সিদ্ধিরগঞ্জে থেমে নেই বিগত দিনে সর্বদলীয় সুবিধাভোগী, সরকারী জমিতে অবৈধভাবে গড়ে তোলা চিটাগাং রোড রেন্ট-এ কার স্ট্যান্ডের কথিত সভাপতি সালাউদ্দিনের চাঁদাবাজী। তার শেল্টারদাতা আওয়ামীলীগ নেতারা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও ভোল পাল্টে সে এখন নিজেকে বিএনপির লোক পরিচয় দিয়ে বীরদর্পে চালিয়ে যাচ্ছে স্ট্যান্ডে নতুন গাড়ী ভর্তি ফি নামে চাঁদা আদায় ও মাসিক চাঁদাবাজী। গত ১৪ আগষ্ট বুধবার দুপুরে সরেজমিনে চিটাগাং রোড রেন্ট-এ কার স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজীর বিষয়টি জানতে চাইলে এ প্রতিবেদক সহ উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে সালাউদ্দিন অকপটে স্বীকার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, আলোচিত সাত খুনের পূর্বে ওই মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত প্রধান আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী নূর হোসেন চেয়ারম্যানের অপরাধ সা¤্রাজ্যের অন্যতম সদস্য ছিলেন এই বিতর্কিত সালাউদ্দিন। নূর হোসেনের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে মাদক স্পটের মাদক আনা-নেয়ার দায়িত্বটি পালন করতো সালাউদ্দিন। সাত খুনের পর নুর হোসেনসহ তার সা¤্রাজ্যের সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তখন এই সালাউদ্দিনও আত্মগোপনে চলে যায়। নূর হোসেনকে ভারত থেকে দেশে এনে বিচারের আওতায় আনার পর দীর্ঘ ১০ মাস আত্মগোপনে থেকে আবারো এলাকায় ফিরে আসে সালাউদ্দিন। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, থানা স্বেচ্ছাসেবকলীগের তৎকালীন সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু ও কাউন্সিলর শাহজালাল বাদলের সহযোগিতায় চিটাংরোড রেন্ট-এ কার স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেয় সালাউদ্দিন। সেই থেকে এই স্ট্যান্ডের নিয়ন্ত্রণ তার হাতেই বলে জানায় চালক ও শ্রমিকরা। চিটাগাং রোড রেন্ট-এ কার স্ট্যান্ডের চালকদের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সে দলের শীর্ষ নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে এ স্ট্যান্ডের নিয়ন্ত্রণ করে থাকে এই সালাউদ্দিন। এ স্ট্যান্ডে নতুন গাড়ী ভর্তি করতে হলে তাকে পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা চাঁদা দিতে হয়। এছাড়াও প্রতি মাসে হাইয়েস গাড়ী থেকে ১৫’শ টাকা, নোয়া গাড়ী থেকে ৮’শ টাকা এবং প্রাইভেট কারের জন্য ৫’শ টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদা দিয়ে তার কাছ থেকে টোকেন নিয়ে গাড়ী চালালে কোথাও ট্রাফিক পুলিশ ডিষ্টার্ভ করে না বলে জানান চালকরা। এ স্ট্যান্ডের বিভিন্ন গাড়ি মালিকরা নাম প্রকাশ না করার শর্তে জানায়, যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের নেতাদেরকে ম্যানেজ করে সালাউদ্দিন দাপটের সাথে জনবহুল শিমরাইল মোড়ে চাঁদাবাজি করছে। তার চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেও কোন লাভ হচ্ছেনা। ক্ষমতাসীন দলের স্থানীয় দুই কাউন্সিলর নুর উদ্দিন মিয়া ও কাউন্সিলর শাহজালাল বাদল, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়াসহ কয়েকজন নেতাকে ম্যানেজ করে সালাউদ্দিন এ স্ট্যান্ড থেকে মাসে কমপক্ষে তিন-চার লাখ টাকা চাঁদা আদায় করেছে। তাছাড়াও বদলি চালক দিয়ে এই রেন্ড-এ কারের গাড়ি দিয়ে মাদক পাচার হচ্ছে। সালাউদ্দিনের পরোক্ষ মদদে কিছু চালক আর্থিক লোভে মাদকের চালান আনা নেওয়া করছে। এই স্ট্যান্ডের একাধিক গাড়ি দেশের বিভিন্ন থানা এলাকায় মাদকসহ এবং ছিনতাই-ডাকাতি করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার বহু অভিযোগ রয়েছে। এমনকি সালাউদ্দিনের নিজের গাড়িও বরিশাল জেলায় মাদকসহ ধরা পরেছিল কয়েক বছর আগে। একসময়ের সন্ত্রাসী সালাউদ্দিনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভোক্তভোগী বিভিন্ন গাড়ির মালিকরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা