ডান্ডিবার্তা রিপোর্ট
তৎকালীন সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বল প্রয়োগ করে লামাপাড়া এলাকায় নোকা স্যান্ড নামক একটি ট্রাক স্যান্ডের সভাপতি নির্বাচিত হয় সেলিম। এর পর শুরু হয় তার চাঁদা বানিজ্য। দেশের পট পরিবর্তন হলে কিছুদিন তার ঢাকার বাড়িতে গা’ঢাকা দিলেও পুনরায় আবার এলাকায় ফিরে এসে স্থানীয় বিএনপি নেতারদের দারস্থ হয়ে তাদের ছত্র-ছায়ায় আবারও শুরু করছে তার চাঁদা বানিজ্য। ২০১৫ সালে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সাংসদ শামীম ওসমান এর ক্যাডার বাহিনীর প্রধান নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ নিজামের নেতৃতে গড়ে তোলে নোকা স্যান্ড নামক একটি ট্রাক স্যান্ড। তখন সেই সময় শাহ্ নিজামের সাথে ভালো সখ্যতা থাকায় নির্বাচন বিহীন সভাপতির পদটি লুফে নেয় পশ্চিম লামা পাড়ার বাসিন্দা মোঃ হাজী সেলিম। এর পর থেকেই পুরো স্যান্ডের নিয়ন্ত্রণ চলে যায় সেলিমের হাতে। শুরু হয় সেলিমের চাঁদা বানিজ্য। খোঁজ নিয়ে জানাযায়,২০১৫ সাল থেকে একটানা এখনও পর্যন্ত কোন নির্বাচন ছাড়াই দলীয় বল প্রয়োগ করে সভাপটি পদটি আকড়ে ধরে বসে আছেন সেলিম। বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম-কানুন তৈরি করে তার ইচ্ছে মতো ধার্য্য করা হতো চাঁদার পরিমান। কোন গড়ি তার এই স্যান্ডে ভর্তি হতে হলে ১০ হাজার টাকা থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত ভর্তি ফি দিতে হয় এবং প্রতিটি গাড়ির জন্য লাইন চার্জ হিসেবে দেওয়া লাগে ২ হাজার টাকা করে। এইসব টাকা উত্তলোনের জন্য আতাউর ও হারুন নামের দুইজন লাইনম্যান নিয়োগ করা আছে যাদের দ্বারা পুরো স্যান্ড পরিচালনা করেন সেলিম। অনুসন্ধান বলছে, দেশেরপট পরিবর্তনের পর, পরই সেলিম তার ঢাকার বাড়িতে কিছুদিনের জন্য গ’ঢাকা দেয়। তবে,আবারও লামাপাড়ায় ফিরে শুরু করেছে তার চাঁদা বানিজ্য। এইবার আর আওয়ামী লীগ নয় বরং এইবার দারস্থ হয়েছেন স্থানীয় বিএনপি নেতাদের। লামাপাড়ার স্থানীয় বিএনপি নেতাদের সাথে আতায়াত করে এলাকায় ফিরেছে সেলিম। স্যান্ডের চালক ও মালিকদের অভিযোগ,দির্ঘদিন যাবৎ সেলিম আমাদের তার নানা অনিয়ম বন্ধী করে রেখেছে। তার এই অনিয়মের বিরুদ্ধে কথা বললেই তার আওয়ামী সন্ত্রাসী বাহিনী দ্বারা হামলার স্বীকার হতে হতো। সরকার পরিবর্তনে ভেবছিলাম নতুন নেতৃতে আমরা সব কিছু নতুন করে শুরু করতে পারবো একটু স্বস্তি ফিরে পাবো কিন্তু তা আর হলোনা। সে আবার নতুন করে বিএনপি’র নেতাদের সাথে টাকার বিনিময়ে আতায়ায় করে পুনরায় স্যান্ড তার দখলে নিয়ে বহাল তবিয়তে তার চাঁদা বাজিন্য চালিয়ে যাচ্ছে। বর্তমানে তার এমন কর্মকান্ডে কেউ বাধা দিতে গেলেই হামলা-মামলার ভয়ভিতি দেখিয়ে তাদের ভীত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯