আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ১০:২৭

না’গঞ্জে আওয়ামীলীগার পাওয়া যাচ্ছে না!

ডান্ডিবার্তা | ০৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে এখন আর আওয়ামীলীগ নেই বললেই চলে। ক্ষমতায় থাকাকালীন সময়ে আওয়ামীলীগের নেতৃবৃন্দ যেভাবে তাদের প্রভাব দেখিয়েছে এখন সে সকল নেতাকর্মীদের খোঁজে পাওয়াটাই দুষ্কর হয়ে পড়েছে। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামীলীগের প্রভাবশালী নেতৃবৃন্দ। গত সোমবারে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে নারায়ণগঞ্জে গা ঢাকা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দলীয় সভানেত্রী শেখা হাসিনা পালিয়ে যাওয়ার সংবাদের পর পরই নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রভাবশালী নেতৃবৃন্দরা একের পর এক পালিয়ে যাচ্ছে। যে সকল আওয়ামীলীগের নেতৃবৃন্দ নারায়নগঞ্জে রয়েছেন তাদের অনেককেই নাজেহাল হচ্ছেন বিক্ষোভকারীদের কাছে। নারায়ণগঞ্জের ৫টি আসনের সাংসদই নিরাপদস্থানে আত্মগোপনে রয়েছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হাই এবং সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলের হদিস এখনো পাওয়া যায়নি। তবে, ধারনা করা হচ্ছে, তারাও নিরাপদ স্থানে আত্মগোপনে রয়েছেন। আওয়ামীলীগের দলীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো এবং জেলার শীর্ষ নেতাদের আত্মগোপনে চলে যাওয়ায় মাঠ পর্যায়ে নেতা-কর্মীদের মনোবল ভেঙে গেছে। অনেকেই বলছেন দলের প্রধান হাসিনা এভাবে পালিয়ে তাদের বিপদে ফেলবে তা তারা বুঝতে পারেনি। এদিকে পুলিশ মাঠে না থাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরে যানবাহনে শৃঙ্খলা ফেরাতে এবং সহিংসতা রোধে ভূমিকা রাখতে দেখা গেছে। পাশাপাশি বিএনপি-জামায়ত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা থানা, বাসাবাড়ি, মন্দির, ক্যাং ও বিভিন্ন ব্যসা প্রতিষ্ঠান পাহারা দিতে দেকা গেছে।স¤প্রতি, জেলা প্রশাসন সর্বদলীয় বৈঠক ডেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা কামনা করেছেন। অপরদিকে, সকল ধরনের হিংসাত্বকমূলক কর্মকান্ড থেকে সকল নেতাকর্মীকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন। দলীয় শৃংঙ্খলা ভঙ্গ করে বিএনপির কোন নেতাকর্মী অরাজকতা করার চেষ্টা করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। অপরদিকে, দলের দুঃসময়ে দলের সিনিয়র নেতাদের দায়িত্বহীনতার কারনে মনোবল ভেঙ্গে গেছে আওয়ামীলীগের কর্মী সমর্থকদের।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024