ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের দেওয়ানবাগ আস্তানা ভাংচুর, লাটপাট ও অগ্নি সংযোগে করেছে স্থানীয় ১০ গ্রামের কয়েক হাজার জনগণ। গতকাল শুক্রবার ভোরে বির্তকিত দেওয়ানবাগী পীরের আস্তানা ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেনঃ-শাহ নেওয়াজ (৬০), শিমুল (৩৬), ওসমান গনি (৭০) এবং জাকির। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে বির্তকিত দেওয়ানবাগী পীরের জন্মবার্ষিকী পালনের প্রস্ততি নেয় তার অনুসারিরা। এ সময় দেওয়ানবাগ জামে মসজিদের মুসল্লীরা বাধা দিলে পীরের অনুসারিরা মুসল্লীদের দাওয়া করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে গতকাল শুক্রবার ভোরে আশপারের ১০ গ্রামের মুসল্লীরা ঐক্যবদ্ধ হয়ে ভোরে বির্তকিত দেওয়ানবাগী পীরের আস্তানায় হানা দিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করে। ফজরের নামাজের পর স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসি ও দূর্বৃত্তরা এই হামলা চালায় বলে অভিযোগ দরবার শরীরের অনুসারিদের। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানবাদীর জন্মবাষির্কী পালন উপলক্ষে বাদ জুম্মা প্রস্তুতিমূলক সভা ও মিলাদ মাহফিল করার কথা ছিল। এ নিয়ে এলাকাবাসির মধ্যে রাত থেকেই উত্তেজনা চলছিল। তারা আরও জানান, গতকার শুক্রবার ফজরের নামাজের পর আশপাশের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালানো হয়। এ সময় স্থানীয় লোকজন ও দূর্বৃত্তরা প্রধান ফটক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনা ভাংচুর ও লুটপাট করে। পরে দুটি টিনের ঘর সহ কয়েকটি পাকা স্থাপনায় আগুন ধরিয়ে দেয় তারা। হামলায় আহত হন অন্তত ২০ জন মুসুল্লি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নেভায় এবং বন্দর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক বলেন, আস্তানার ভেতরে টিনের ঘর সহ পাকা বিল্ডিং সহ প্রায় সবগুলো স্থাপনায় আগুন দেয়া হয়। খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট গয়ে আগুন নিয়ন্ত্রন করে। বন্দর থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, গতকার শুক্রবার ফজরের নামাজের পর মসজিদের মাইকে ঘোষণা করে স্থানীয় লোকজন দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দুপুরে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কয়েকজন অতিরিক্ত পুলিশ সুপারকে নিয়ে দরবার শরীফ পরিদর্শন করেন। ঘটনার নিন্দা জানিয়ে পুলিশ সুপার বলেন, এটি খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। পরবর্তীতে আর যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এসময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: তরীকুল ইসলাম ও বন্দর থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় জমি কিনে ১৯৮৫ সালে দেওয়ানবাগ দরবার প্রতিষ্ঠা করেন মাহবুব এ খোদা। সে থেকে তিনি নিজেকে দেওয়ানবাগী পীর নামে পরিচিতি পায়। প্রায় ৩০ বছর পূর্বে দেওয়ানবাগী পীর মাহবুব-এ-খোদা ইসলাম নিয়ে নানা বক্তব্য দিয়ে বির্তকিত হন। এক সময় তিনি নিজেকে খোদাও দাবি করে। এ নিয়ে আলেম ওলামাদের মধ্যে তার বিরোধ সৃষ্টি হয়। সে সময় দেওয়ানবাগী পীরের অনুসারিদের সংগ্ েএলাকাবাসীসহ মুসল্লীদের মধ্যে সংঘর্ষ হয়। ঐসময় দেওয়ানবাগী পীরের অনুসারিদের গুলিতে বেশ কয়েকজন নিহত হন। ২০২০ সালের ২৮ ডিসেম্বর দেওয়ানবাগী পীর মারা যায়। এই ঘটনার পর দুপুরে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯