ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার মধ্য সস্তাপুর এলাকার চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজ এস কে শাহিন বাহিনীর হামলায় দুজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে সস্তাপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান ও আরব আলীর বাড়িতে। আহতরা হলেন সাদ্দাম হোসেন ও ইমন।ভুক্তভোগীরা জানান, মধ্য সস্তাপুর এলাকার হাজী মহব্বতের সন্ত্রাসী পুত্র এসকে শাহীন ও হারুনের নেতৃত্বে প্রায় ৮০ থেকে ৯০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী শাহজাহান ও আরব আলী বাড়ির ঘর ভাংচুর করে। এতে বাধা দেওয়ায় বাড়ির দাড়োয়ান সাদ্দাম হোসেন ও ইমনকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও সেনা বাহিনী ঘটনা স্কুল পরিদর্শন করেছে। এলাকাবাসী জানান, ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য সস্তাপুর (লিংক রোডের) পূর্ব পাশ্বের বিএনপি নামধারী সন্ত্রাসী এস কে শাহীন ও হারুন কখনো বিএনপি,কখনো স্বেচ্ছাসেবক দল,কখনো শ্রমিক দলের পরিচয় দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক এবং সাধারন মানুষকে বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যার ঘটনায় জড়িত থাকার কথা বলে তাদেরকে মামলা দেওয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। কেউ টাকা দিতে অস্বীকার করলে তাদের বাড়ির ঘর হামলা ও ভাংচুর করে মারধর করা হয়। ভুক্তভোগী শাহজাহান ও আরব আলী বলেন, সন্ত্রাসী শাহিন ও হারুনের নেতৃত্বে তাদের সহযোগী টুকু মিয়ার পুত্র শেখ ইসলাম, জাকির মিয়ার পুত্র হিমেল ও শান্তু সহ ৮০/৯০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িঘরে অর্তকিত ভাবে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে। পরে মসজিদের মাইকে ডাকাত আসছে ঘোষনা দেওয়ার পর এলাকাবাসী এক হলে উক্ত সন্ত্রাসীরা ইটপাট কেল ছুড়তে ছুড়তে এলাকা ছেড়ে পালিয়ে যায়। সন্ত্রাসীদের হামলার শিকার দাড়োয়ান সাদ্দাম হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন, ডাকাতি করার উদ্যোশ্য শাহীন, হারুন সহ ৮০/৯০ জন এসে গেট খুলতে বলে। আমি রাজি না হওয়ায় আমাকে বেদম মারধর করে। মসজিদের মাইকে ডাকাত আসছে ঘোষনা দিলে শাহীন, হারুন সহ সন্ত্রাসীরা পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, টাকা দিতে রাজি না হওয়ায় মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয়। শাহীন ও হারুন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন এর নাম ব্যবহার করে স্থানীয় আওয়ামী লীগ সহ সাধারন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপচেষ্টা চালাচ্ছে। অনেক আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে থানায় মামলা দায়ের করিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সচেতন এলাকাবাসীর দাবি বিএনপির নামধারী ছিঁচকে সন্ত্রাসী এসকে শাহীন ও হারুনকে এখনই দমানো না গেলে বিএনপি জনসমর্থন একেবারে নিচে নেমে আসবে। তাই সন্ত্রাসী এসকে শাহীন ও হারুনকে দল থেকে বহিষ্কারসহ আইনগত ব্যবস্থা নিতে জেলা ও থানা বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন সস্তাপুর এলাকাবাসী। এ ব্যাপারে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড আব্দুল বারী ভূইয়া বলেন, শাহীন ও হারুন নামে বিএনপির কোন নেতা নাই। এরা আওয়ামী লীগের অনুচর। এদের বাইন্ধা খবর দিবেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯