ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আজকে আমরা হতবঙ্গ। আজকে যে সন্ত্রাসীরা বিগত ১৫ বছর আওয়ামী লীগের দালালি করে বিএনপির অনেক নেতাকর্মীকে তারা প্রকাশ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের নিয়ে হেনস্থা নির্যাতন করেছিল। এখনো তারা আওয়ামী লীগ সন্ত্রাসীদের নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তারা মনে করছে এটা এখনো আওয়ামী লীগের যুগ। আজকে তারা আমাদের মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট টিপুর উপর যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এর নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। গতকাল শুক্রবার সন্ধ্যায় মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, আজকে রাস্তার উপরে ওঁৎ পেতে থেকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করেছেন। তার ঘাড়ের উপরে চাপাতি কুপিয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যে এমনভাবে কুপানো হয়েছে। তাকে হত্যা করার জন্যেই আতাউর রহমান মুকুল, আবুল কাউসার আশাসহ তা সন্ত্রাসী বাহিনী সৌরভ মোস্তাক ও রাজিবের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। তাদের সাথে যারা ছিল সবাই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, আপনারা জানেন আতাউর রহমান মুকুলের কৃতকর্মের জন্য দল তাকে বহিষ্কার করেছিল। বহিষ্কার হয়েছে সে বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি ও টেন্ডারবাজি, দখলদারিত্ব করে মানুষকে মারধর করছে। কার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। মুকুলকে অবিলম্বে গ্রেফর করতে। তিনি আরও বলেন, বন্দর থানার ওসি মোস্তফাকে আমি কল করেছিলাম তিনি সেখানে যায়নি এবং তাদেরকে রক্ষা করেনি। বন্দর যারা আওয়ামী প্রশাসন রয়েছে তাদেরকে অবিলম্বে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। যারা দীর্ঘ ১৫ বছর মানুষের উপর স্টিম ডলার চালিয়েছিলেন এ প্রশাসন তাদের সেটা হতে পারে না। অবিলম্বে আতাউর রহমান মুকুল, আবুল কাউসার আশার, মোস্তাক, সৌরভ রাজীবদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। টিপুসহ আমাদের ২০-২৫ নেতাকর্মী আজকের এই ঘটনা আহত হয়েছেন। তারা বিএনপির নেতাদেরকে সরিয়ে দিয়ে আওয়ামী লীগের আমলে যেভাবে লুটেপুটে খাইছে তারা এখন আবার সেইভাবে লুটেপুটে খাওয়ার চেষ্টা করছে। সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় কিন্তু নারায়ণগঞ্জবাসী সেটা হতে দেবে না।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯