আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | বিকাল ৫:১৬

বন্দরে না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব গণপিটুনির শিকার

ডান্ডিবার্তা | ০৭ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে প্রতিপক্ষ গ্রæপের হাতে গণপিটুনির শিকার হয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু(৪৫)। এ হামলায় আরো ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। আবু আল ইউসুফ খান টিপুকে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির সদস্য কামরুল হাসান চুন্নু সাউদ, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা খায়রুল কবির মুন্না, যুবদল নেতা আনোয়ার হোসেন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে বন্দরের তিনগাঁও এলাকায় বিএনপির একটি সভায় যোগদিতে অটো দিয়ে টিপু বন্দরের নবীগঞ্জ কামলা উদ্দিনের মোড়ে এলে শতাধিক দুর্বৃত্ত তার বহনকারী অটো থামিয়ে তার উপর হামলা করে। এ সময় তিনি গণপিটুনির শিকার হয়। এ ব্যাপারে আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপির বহিস্কৃত আতউর রহমান খান মুকুল ও আবুল কাউসার আশার নেতৃত্বে তার লোকজন আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালিয়েছে। আমিসহ অনেক নেতাকর্মীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। এই হামলার পেছনে মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল ও সাবেক সভাপতির ছেলে নাসিক কাউন্সিলর আবুল কাউসার আশার ইন্ধন রয়েছে বলে অভিযোগ মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খান। তবে, অভিযুক্তরা বলছেন, দলীয় নেতা-কর্মীদের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করায় দলের সংক্ষুব্দ একদল কর্মী তাকে মারধর করেছে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন পোশাক শ্রমিক মিনারুল ইসলামের নিহতের ঘটনায় গত মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার ভাই নাজমুল হক। ওই মামলায় আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি আসামি করা হয় বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুলকে। এই মামলায় তাকে জড়ানোর পেছনে সাখাওয়াত ও টিপুর ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছিলেন মুকুল। এ বিষয়ে আতাউর রহমান মুকুল বলেন, টিপুর অভিযোগ সত্য নয়। হামলাকারীরা আমার লোক নয়। আর হামলার কথা আমি এই মাত্র শুনলাম। এদিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলেও কাউকে পায়নি। এ ব্যপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, হামলার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কেহ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা