ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে প্রতিপক্ষ গ্রæপের হাতে গণপিটুনির শিকার হয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু(৪৫)। এ হামলায় আরো ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। আবু আল ইউসুফ খান টিপুকে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন-নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর বিএনপির সদস্য কামরুল হাসান চুন্নু সাউদ, ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা খায়রুল কবির মুন্না, যুবদল নেতা আনোয়ার হোসেন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে বন্দরের তিনগাঁও এলাকায় বিএনপির একটি সভায় যোগদিতে অটো দিয়ে টিপু বন্দরের নবীগঞ্জ কামলা উদ্দিনের মোড়ে এলে শতাধিক দুর্বৃত্ত তার বহনকারী অটো থামিয়ে তার উপর হামলা করে। এ সময় তিনি গণপিটুনির শিকার হয়। এ ব্যাপারে আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপির বহিস্কৃত আতউর রহমান খান মুকুল ও আবুল কাউসার আশার নেতৃত্বে তার লোকজন আমাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালিয়েছে। আমিসহ অনেক নেতাকর্মীকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে। এই হামলার পেছনে মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল ও সাবেক সভাপতির ছেলে নাসিক কাউন্সিলর আবুল কাউসার আশার ইন্ধন রয়েছে বলে অভিযোগ মহানগর বিএনপির আহŸায়ক সাখাওয়াত হোসেন খান। তবে, অভিযুক্তরা বলছেন, দলীয় নেতা-কর্মীদের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করায় দলের সংক্ষুব্দ একদল কর্মী তাকে মারধর করেছে। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন পোশাক শ্রমিক মিনারুল ইসলামের নিহতের ঘটনায় গত মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার ভাই নাজমুল হক। ওই মামলায় আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি আসামি করা হয় বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুলকে। এই মামলায় তাকে জড়ানোর পেছনে সাখাওয়াত ও টিপুর ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছিলেন মুকুল। এ বিষয়ে আতাউর রহমান মুকুল বলেন, টিপুর অভিযোগ সত্য নয়। হামলাকারীরা আমার লোক নয়। আর হামলার কথা আমি এই মাত্র শুনলাম। এদিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলেও কাউকে পায়নি। এ ব্যপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, হামলার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কেহ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯