ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ বাসীর জন্য এক আতংকের নাম ছিল হোন্ডা বাহিনী। হোন্ডা বাহিনীর তান্ডবলীলা এমন একটা অবস্থায় গিয়েছিল যা সর্ব মহলে আলোচিত ও সমালোচিত ছিল। অনেকটা আতংকের নাম ছিল ওই হোন্ডা বাহিনীর। যে বাহিনীর নের্তৃত্ব দিয়ে পিজা শামীম, আক্তার নুর এমন কোন হীন কাজ নেই যা করেনি। ঝুট সেক্টর নিয়ন্ত্রণ, অন্যোর জায়গা দখলসহ অভিযোগে অভিযুক্ত ছিল হোন্ডা বাহিনী। পিজা শামীম ও আক্তার নুরের মূল হাতিয়ার ছিল হোন্ডা বাহিনী। সেই হোন্ডা বাহিনীর মূল হোতা পিজা শামীম, আক্তার নুরকে গ্রেফতারের দাবী এলাকাবাসীর। সূত্র মতে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার কঠোর অবস্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লে সারা দেশের দৃশ্যপট যেন খনিকে পাল্টে যায়। গত ৫ আগস্ট দুপুর ৩ টা হতে দেশব্যাপী ছাত্র জনতার পাশাপাশি বিএনপি মিছিল করে। খনিকের মধ্যে একেবারে লাপাত্তা হয়ে পড়ছে নারায়ণগঞ্জবাসীর কাছে এক আতংকের নাম হোন্ডা বাহিনী। যে হোন্ডা বাহিনী নারায়ণগঞ্জ রাজনৈতিক পরিবার আজমেরী ওসমানের ছিল। ওসমান পরিবারের বিরুদ্ধে কেউ কথা বলতে চাইলেই বিশাল অত্যাচারের শিকার হতে হত। নারায়ণগঞ্জ বহুল প্রকাশিত পত্রিকা সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে হামলা করে হোন্ডা বাহিনী। যে ঘটনায় মামলা এখনো চলমান। পিজা শামিম ও আক্তার নুরের নের্তৃত্বে শহর হতে বন্দর চষে বেড়াত হোন্ডা বাহিনী। বিশাল শক্তি প্রয়োগ পূর্বক ওই সময় এক কাউন্সিলারকে বিনা প্রতিদ্ব›দ্বীতায় পাশ করাতে উঠে পড়ে লাগে। পরে বিশাল অংকের টাকার বিনিময়ে তার পক্ষ নেয়। পরবর্তীতে খোকন ভেন্ডারের বাড়ির আক্রমনের দুই দিন পর পিজা শামীমের জোয়ার বোর্ড অফিসে তার জন্মদিন পালন করে। খোকন ভেন্ডার বলেন, আমি একজন দলিল লিখক। দলিল লিখক হিসাবে আমি কাজ করি। বিগত সময়ে আমি প্রভাবশালী মহলের কথায় কাজ না করায় আমাকে একে একে ৩ বার হত্যার চেষ্ঠা করেছে। প্রভাবশালী মহলের হোন্ডা বাহিনীর তান্ডবলীলা যে কতটুকু ভয়ংকর ছিল তা মনে হলে এখনো আতকে উঠি। ২০২১ সালের ২১ ডিসেম্বর রাত সাড়ে ৯ টার দিকে প্রায় অর্ধশতাধিক হোন্ডা নিয়ে আমার বাড়িতে উঠে। নাসিক ২৪ নং ওর্য়াডস্থ বুধবাড়িয়া হাট সংলগ আমার বাড়িতে ঢুকেই আমার স্ত্রী, কণ্যাকে আলাদা আলাদা রুমে আটকে রাখে। পড়ে আমার মায়ের রুমও তালাবদ্ধ করে ইলেকট্রিক বেত দিয়ে নির্মমভাবে আঘাত করে। তাদের অর্তকিত হামলা, ভাংচুর ও মারধরে পরিবারের সকলের আতœচিৎকারে পাশ্ববর্তী বাড়ি/ রাস্তায় থাকা কোন লোক আসতে পারে নি। বিগত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ২৪ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ খোকন ভেন্ডারের উপরে যে বর্বরচিত হামলা হয়েছিল তা কেউ মুখ খুলতে সাহস পায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে অনেকে ধিক্কার জানিয়েছিল। গত ২০২১ সালের ২১ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৯ টায় তার নিজ বাড়ীতে হামলার শিকার হন তিনি ও তাঁর পরিবার। এ হামলার মাষ্টার মাইন্ড ছিলো নারায়ণগঞ্জ শহরের তৎকালীন এক প্রভাবশালী আজমেরী ওসমানের ক্যাডার বাহিনী। যেই হোন্ডা বাহিনীর চেইন অফ কমান্ড ছিলো নারায়ণগঞ্জ শহরের দুর্ধষ ক্যাডার আক্তার নুর,-জোহাদ শাকিল, পিজা শামিম, নাসির, খায়রুলের নের্তৃত্বে বন্দর নবীগঞ্জ কদম রসুল দরবার এলাকার কথিত ক্যাডার হাসনাত শাওন, পদুঘর এলাকার কথিত ক্যাডার পলাশসহ আরো ৫০/ ৬০ জন ক্যাডার তাঁরা সেইদিন ঘুমের মধ্যে অসুস্থ একজন মানুষকে হত্যার উদ্দেশ্য করে অতর্কিত হামলার নেক্কার জনক ঘটনা ঘটায়। আর এই ঘটনার মুল কারণ ছিলো তৎকালীন সময়ে প্রভাবশালী মহলের অনুমতি ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডে কেউ নির্বাচন করতে পারবে না শুধু তাঁরাই নির্বাচনে অংশগ্রহন করতে পারবে যাঁরা তাদের কথা ছাড়া কিছু বুঝে না। তাঁদের কথায় নিরীহ মানুষের উপরে জোর জুলুম চালাতে পারবে খোকন ভেন্ডারের উপরে নির্যাতন চালানোর সময় তার স্ত্রী ও কন্যাকে জিম্মি করে তার উপরে শারিরীক নির্যাতন করা হয় পাশাপাশি তারা তাকে নির্বাচন থেকে সরে দাড়াতে বিভিন্ন হুমকি ও প্রাণনাশের ভয় প্রদর্শন করে। যদি উনি নির্বাচন থেকে সরে না দাঁড়ায় তাহলে তাকে সহ তার পরিবারকে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। শুধু এখানেই শেষ নয়, নির্বাচনী প্রচারনায় সময় একদল দূর্বৃত্তরা পুনরায় কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব খোকন ভেন্ডারের উপর অর্তকিত হামলা চালায়। নির্বাচন থেকে সরে দাড়াতে বলে অন্যথায় বিশাল মাশুল পোহাতে হবে বলে প্রকাশ্য হুমকি দিয়ে যায় পিজা শামীম ও আক্তার নুর। শুধু নির্বাচন নয় আক্তার নূর, পিজা শামীম, নাসিরদের অনৈতিক সুবিধায় দ্বিমত পোষণ করাই খোকন ভেন্ডারের উপর এ বাহিনী বিভিন্ন সময় তাকে নানাভাবে হুমকি দিয়ে আসতো। অন্যের জমি ভূয়া কাগজ বানিয়ে রেজিষ্ট্রেশন করতে দ্বিমত আর তাদের অনৈতিক চাহিদা( আর্থিক) সুবিধা না দিতে পারলেই শুরু হত অমানবিক জুলুম। অমানবিক জুলুমকারী, আর দূর্দান্ত প্রভাবের সাথে নানাভাবে হুমকি, নির্যাতনেও তার অবস্থান থেকে ফিরিয়ে আনতে পারেনি। প্রভাবশালী পরিবারের প্রভাবে একাধিক হোন্ডা বাহিনীর তান্ডব লীলায় অনেকটা হতাশাগ্রস্ত ছিল এলাকাবাসী। তাদের হোন্ডা বাহিনীর বিরুদ্ধে কেউ কথা বলতে চাইলেই শুরু হত নতুন নতুন গল্প। সেই হোন্ডা বাহিনীর মূল হোতাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। আর যাতে কোন হোন্ডা-গুন্ডা বাহিনীর কবলে পড়তে না হয় এমনই ভাষ্য ভুক্তভোগীদের।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯