আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | দুপুর ১:০৪

আইভীর বিরুদ্ধে মামলা সমর্থন করি না: চেম্বার সভাপতি

ডান্ডিবার্তা | ০৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পোশাক কর্মী মিনারুলের নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকেও আসামি করা হয়েছে। বিষয়টি ভালো চোখে দেখছেন না ব্যবসায়ী নেতা মো. মাসুদুজ্জামান। গতকাল শনিবার দুপুরে এক মতবিনিময় সভায় সরাসরি এ প্রসঙ্গে কথা বলেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুজ্জামান। পোশাক শ্রমিক হত্যা মামলায় আইভীকে আসামি করার বিষয়টি তিনি সমর্থন করেন না বলেও সাংবাদিকদের জানিয়েছেন। এ ব্যবসায়ী নেতা বলেন, ‘ভালো-মন্দে এই শহরটাতেই বেঁচে আছি আমরা। অনেক সময় বল এই কোট থেকে ওই কোটে যায়, আবার ওই কোট থেকে এই কোটে যায়। কিন্তু পরিস্থিতির উন্নয়ন হয় না। আমরা দেখেছি, সাবেক মেয়র আইভী সারাজীবন একাই যুদ্ধ করে গেছেন। পক্ষ কিন্তু সবসময় নারায়ণগঞ্জে দুইটা ছিল। উনি তখনও নির্যাতিত ছিলেন, এখনও নির্যাতনের মধ্যে আছেন। মামলা হওয়া উচিত দোষীদের বিরুদ্ধে, তাঁর (আইভী) বিরুদ্ধে মামলাটি আমরা কখনই সাপোর্ট করি না। তিনি এ সময় পোশাক খাতে চাঁদাবাজির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। গত ‘৫ আগষ্টের পর ব্যাবসায়ীদের হুমকি-ধমকি দিয়ে নারায়ণগঞ্জ চেম্বার থেকে ৩ লাখ এবং বিকেএমইএ থেকে ৫ লাখ টাকা চাঁদা নিয়েছে। সেই টাকা ফেরত দিতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে সকল ব্যাবসায়ীদের প্রয়োজনে লাঠি হাতে প্রস্তুত থাকতে হবে’, বলেন মাসুদুজ্জামান। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হওয়া মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী এবং নাট্যকর্মী চঞ্চলসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল হত্যাকান্ডের দ্রæত বিচার দাবি করেন। একইসাথে তিনি নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখার জন্য প্রশাসন ও পুলিশের প্রতি আহŸান জানান। এই সময় বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘স¤প্রতি নিট শিল্প এলাকাগুলোতে শ্রমিক আন্দোলনের নামে যে অরাজকতা করা হচ্ছে সেটি আসলে কোন শ্রমিকদের কাজ নয়। বেকার শ্রমিকসংঘ নামের একটি চক্র এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের দাবি সকল বেকারদের চাকরি দিতে হবে। কিন্তু কর্মের সংস্থান না থাকলে প্রতিষ্ঠান মালিকরা কীভাবে লোক নিয়োগ দিবে। তারা যে বৈষম্যের কথা বলছে, এটা আমাদের গার্মেন্ট শিল্পকে অস্থিতিশীল করার পায়তারা ছাড়া আর কিছু নয়।’ এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের সহসভাপতি সোহেল আক্তার সোহান, বিকেএমইএ’র সহসভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা