ডান্ডিবার্তা রিপোর্ট
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা‘র সমন্বয়ক তরিকুল সুজন বলেছেন, আজকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সংগঠক সাংবাদিক শাহরিয়ার শুভ্রর হত্যাকান্ডের সাত বছর হয়েছে। সাত বছর পেরিয়ে গেলেও এই সাত বছরে শুভ্র হত্যাকান্ডের বিচার হয়নি। বাংলাদেশে দীর্ঘ ১৭ বছর ধরে বিচারহীনতার এ সংস্কৃতি বজায় আছে। এই সংস্কৃতি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। গতকাল রবিবার চাষাড়ার শহীদ মিনারে এক কর্মসূচীতে এ কথা বলেন তিনি। ত্বকী হত্যায় চিহ্নিত আসামিদের গ্রেফতারের দাবিতে এ আলোক প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সমাবেশে তরিকুল সুজন বলেন, ৫ তারিখের পর থেকে ছাত্র জনতার যে অর্জন, সেই অর্জনের মধ্য দিয়ে আজকে যদি ত্বকী, আশিক, চঞ্চল, মিঠু, শুভ্র হত্যাকান্ডের বিচার না হলে ছাত্র জনতার অর্জন প্রশ্নবিদ্ধ হয়। আমরা বিশ্বাস করি ছাত্র জনতার আন্দোলনে যে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারা এ বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবেন না। বিচারহীনতার যে সংস্তৃতি দীর্ঘ দিন ধরে যে বজায় ছিল, সেটাকে তারা ভাঙবেন। সেই সাথে অনতি বিলম্বে ত্বকী, আশিক, চঞ্চল, মিঠুসহ শুভ্র হত্যাকান্ডের বিচার হতে হবে। নারায়ণগঞ্জবাসী বিচার চাই। আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে আহ্বান করি, অতিদ্রুত এ সমস্ত হত্যাকান্ডের বিচার করুন। এ বিচারের মধ্য দিয়ে ছাত্র জনতার যে অর্জন সেটাকে সম্মুনত রাখুন। ছাত্র জনতার অর্জনকে প্রশ্নবিদ্ধ করবেন না।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯