ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৫ আগষ্ট আওয়ামী লীগের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামীলীগের নেতাকর্মীরা পলাতক রয়েছে। এর ব্যতিক্রম ঘটেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাতেও। রূপগঞ্জ উপজেলার ঝুট ব্যবসা আওয়ামীলীগের নেতাকর্মীদের দখলে থাকলেও সরকার পতনের পর সেই ঝুট ব্যবসা এখন বিএনপি নেতাকর্মীরা দখলে নিয়ে নিয়েছে। জানা গেছে, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের সিম গ্রুপসহ পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ করতো আওয়ামীগ নেতা ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ। তার নিয়ন্ত্রণের পুরো মুড়াপাড়া ইউনিয়নের ঝুট ব্যবসাসহ বিভিণ্ন ব্যবসা বানিজ্য নিয়ন্ত্রণ করা হতো। এ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বেশকয়েকবার সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। আলমাছের ছিলো ঝুট ব্যবসায় একক আধিপত্য। এদিকে, সরকার পতনের পর থেকে এ ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নেয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। এ ঝুট ব্যবসা নিয়ে বিভিন্ন সংঘর্ষ ও উৎধঁমযঃ ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। গত সোমবার দুপুরে ঠাকুর বাড়ির টেক এলাকার সিম গার্মেন্টেসের ভেতরে চারটি ট্রাকে করে ঝুট ভরতে দেখা গেছে মাসুদ, টিপু, সুমনসহ আরো কয়েকজন ঢাকা মেট্রো-ট ১২০৫৯৬, ঢাকা মেট্রো-ড ১১০৩৯৪, ঢাকা মেট্রো-ড ১১২১১৫, ঢাকা মেট্রো-ন ১২৪৭৫৬ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক সিম গার্মেন্টেসের একজন নিরাপত্তা কর্মী বলেন, কারখানার ঝুট ব্যবসা আগে আওয়ামীলীগের গাজী সাহেবের লোক আলমাছ নিয়ন্ত্রণ করতো। আর এখন খোকন নিয়ন্ত্রণ করে। আজকে চারগাড়ি ঝুট নিতাছে খোকন সাহেব। সীম গ্রুপের এক কর্মকর্তা বলেন, গতকাল সেনাবাহিনী কারখানায় এসেছিল কেউ যেনো চাঁদাবাজি করতে না পারে। তাই গতকাল বের করতে পারেনি। এ কারণে ঝুট আজকে বের করছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি। সিম গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা রেজা বলেন, খোকন চেয়ারম্যান নেয় এ বিষয়ে আমাদের কোন অভিযোগ নাই।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯