আজ শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ৩:৩৪

রূপগঞ্জে আ’লীগের ঝুট ব্যবসা এখন বিএনপির দখলে

ডান্ডিবার্তা | ১০ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৫ আগষ্ট আওয়ামী লীগের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামীলীগের নেতাকর্মীরা পলাতক রয়েছে। এর ব্যতিক্রম ঘটেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাতেও। রূপগঞ্জ উপজেলার ঝুট ব্যবসা আওয়ামীলীগের নেতাকর্মীদের দখলে থাকলেও সরকার পতনের পর সেই ঝুট ব্যবসা এখন বিএনপি নেতাকর্মীরা দখলে নিয়ে নিয়েছে। জানা গেছে, উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের সিম গ্রুপসহ পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ করতো আওয়ামীগ নেতা ও মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ। তার নিয়ন্ত্রণের পুরো মুড়াপাড়া ইউনিয়নের ঝুট ব্যবসাসহ বিভিণ্ন ব্যবসা বানিজ্য নিয়ন্ত্রণ করা হতো। এ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বেশকয়েকবার সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। আলমাছের ছিলো ঝুট ব্যবসায় একক আধিপত্য। এদিকে, সরকার পতনের পর থেকে এ ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নেয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। এ ঝুট ব্যবসা নিয়ে বিভিন্ন সংঘর্ষ ও উৎধঁমযঃ ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। গত সোমবার দুপুরে ঠাকুর বাড়ির টেক এলাকার সিম গার্মেন্টেসের ভেতরে চারটি ট্রাকে করে ঝুট ভরতে দেখা গেছে মাসুদ, টিপু, সুমনসহ আরো কয়েকজন ঢাকা মেট্রো-ট ১২০৫৯৬, ঢাকা মেট্রো-ড ১১০৩৯৪, ঢাকা মেট্রো-ড ১১২১১৫, ঢাকা মেট্রো-ন ১২৪৭৫৬ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক সিম গার্মেন্টেসের একজন নিরাপত্তা কর্মী বলেন, কারখানার ঝুট ব্যবসা আগে আওয়ামীলীগের গাজী সাহেবের লোক আলমাছ নিয়ন্ত্রণ করতো। আর এখন খোকন নিয়ন্ত্রণ করে। আজকে চারগাড়ি ঝুট নিতাছে খোকন সাহেব। সীম গ্রুপের এক কর্মকর্তা বলেন, গতকাল সেনাবাহিনী কারখানায় এসেছিল কেউ যেনো চাঁদাবাজি করতে না পারে। তাই গতকাল বের করতে পারেনি। এ কারণে ঝুট আজকে বের করছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি। সিম গ্রুপের প্রধান প্রশাসনিক কর্মকর্তা রেজা বলেন, খোকন চেয়ারম্যান নেয় এ বিষয়ে আমাদের কোন অভিযোগ নাই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024