আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ৯:০৫

আলোচনায় বিএনপির তরুন নেতারা

ডান্ডিবার্তা | ১০ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
টানা ১৮ বছর ক্ষমতার বাইরে বিএনপি। ১৬ বছর দেশ শাসন করে বিদায় নিয়েছে আওয়ামী লীগের সরকার। দীর্ঘ এই সময়ে নারায়ণগঞ্জ বিএনপির নেতৃত্বে আমূল পরিবর্তন এসেছে, এসেছে নতুন ও তরুণ মুখ। তরুণ এসকল নেতার হাত ধরে নবীন প্রবীনের সমন্বয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন বুনেছে দলটি। দীর্ঘ ১৮ বছরে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায় সর্বত্র সমানতালে কাজ করেছেন কয়েকজন নেতা। সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় হামলা মামলার শিকার হতে হয়েছে অনেককে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নারায়ণগঞ্জে কোণঠাসা হয়ে পড়ে বিএনপি। সময়ের পরিক্রমায় সেই জায়গাতে দলকে ও নেতাকর্মীদের শক্তিশালী করতে কাজ করেছে তরুন নেতারা। ১/১১ এর পরবর্তীতে টালমাটাল সময়ে রূপগঞ্জে ও নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের তরুন নেতারা এগিয়ে ছিলেন। ২০২২ সালে সরকার বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ বিএনপির নেতারা চরম নির্যাতনের শিকার হয়। দেশব্যাপী বিভাগীয় সমাবেশ গুলোর মধ্য দিয়ে বিএনপি নতুন করে নিজেদের শক্তির জানান দেয়। ঢাকার বিভাগীয় সমাবেশে সেসময় জেলা বিএনপির নেতারা বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন। ২০২২ সালের ১০ ডিসেম্বরের সমাবেশকে ঘিরে ঢাকায় কয়েকদিন আগে থেকেই নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টন দখলে নিতে প্রস্তুতি নিতে থাকেন তরুন নেতারা। ৯ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এসময় পল্টন এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যায় ঢাকার গোপীবাগ মাঠে সমাবেশের ঘোষণা আসার আগ পর্যন্ত নয়াপল্টনের আশেপাশে অবস্থান করতে থাকেন তারা। গোপীবাগে সমাবেশের ঘোষণা আসার পরপরই বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে রাতেই সমাবেশ স্থলের দখল নেন নেতারা। রাতভর সেখানে অবস্থান করে পরের দিন সমাবেশ সফল করে সেখান থেকে ফেরেন তারা। ২০২৩ সালের ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে বিএনপি অবস্থান কর্মসূচির ঘোষণা দিলে আবারও আলোচনায় আসেন নারায়ণগঞ্জ বিএনপি। ২৯ জুলাই ঢাকার অন্যতম প্রবেশপথ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এলাকায় দায়িত্ব পড়ে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের ওপরে। ২৯ জুলাই সকালেই বিপুল পরিমান নেতাকর্মী নিয়ে মহাসড়কের আশেপাশের এলাকায় অবস্থান নেন তারা। বেলা বারোটার দিকে মহাসড়কের দিকে অগ্রসর হতে চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে পুলিশের। বিএনপি নেতাকর্মীরা মহাসড়কে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে। এসময় দিপু ভূঁইয়ার বেশ কয়েকজন অনুসারী পুলিশের গুলিতে গুরুতর আহত হন। দীর্ঘ ১৬ বছর নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের আইনি সহায়তা, নেতাকর্মীদের পরিবারকে সহায়তা ও নিহত নেতাকর্মীদের নিয়মিত খোঁজ খবর নেন তরুন নেতারা। বিএনপির চরম দুঃসময়েও বিপুল কর্মী বাহিনীকে আগলে রেখেছেন দিপু। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ডেটলাইন ঘোষণা করে। এদিন নয়াপল্টনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকালে সমাবেশ শুরুর কিছুক্ষণ পরেই পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সমাবেশে হামলা চালায়। এসময় নটরডেম কলেজের সামনে সমাবেশের যোগ দিতে জড়ো হচ্ছিলেন নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষ বাধলে নটরডেম কলেজ ও এর আশেপাশের এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। ২৮ অক্টোবরের ঘটনার পর বিএনপির শীর্ষ সকল নেতাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কারের দাবীতে আন্দোলন শুরু হলে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন সাহায্য সহযোগীতা করতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। এ ছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক, সাইনবোর্ড, চিটাগাং রোডে নেতাকর্মীদের সরব অবস্থান থাকে। শহরের চাষাঢ়ায় ছাত্র জনতার আন্দোলনে নেতাকর্মীদের সব সময় ছাত্রদের পাশে অবস্থান নেন। এসময় ছাত্র আন্দোলনে রাজপথে শিক্ষার্থীদের পাশে থেকে দলের ভেতরে ও বাইরে ব্যাপক ভাবে প্রশংসিত নারায়ণগঞ্জ বিএনপি। শিক্ষার্থীদের সাথে একই কাতারে মাঠে থেকে ছাত্র-জনতার অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই বিএনপি নেতারা। আন্দোলনের চূড়ান্ত সময়ে এসে সাইনবোর্ড, পোস্তগোলার মত ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে অবস্থান নেন বিএনপি সমর্থকরা। ৩ আগষ্ট থেকেই রূপগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ শহর ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আশেপাশের এলাকায় ছোট ছোট গ্রুপে অবস্থা নেন বিএনপি সমর্থকরা। গত ৪ আগষ্ট নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ছাত্রলীগের নেতাকর্মীরা নানা হুমকি ধমকি দিতে থাকলে শত শত নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ শহরের প্রবেশ করেন বিএনপির তরুন নেতারা। এসময় শিক্ষার্থীদের নিরাপত্তার পাশাপাশি তাদের জন্য খাবার ও পানির ব্যাবস্থা করেন তার। সরকার পতনের দিন ৫ আগষ্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতেও নারায়ণগঞ্জের নেতাকর্মীদের ব্যাপক ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে। এসময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেন বিএনপির কর্মী সমর্থকেরা। সরকার পতনের পর তারা এখন আলোচনায়




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা