আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ৮:৫৬

লিপিকে ফেলে ভারতে শামীম ওসমান

ডান্ডিবার্তা | ১০ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ আওয়ামীলীগের এক সময়কার প্রভাবশালী নেতা শামীম ওসমান এখন পুত্রসহ ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। শামীম ওসমান দেশে আছেন না বিদেশে পালিয়েছেন এনিয়ে গত ৫ আগষ্ট থেকে নারায়ণগঞ্জসহ দেশের সর্বত্র চলছে আলোচনা। শামীম ওসমানকে নিয়ে দেশের বাইরে বসবাসকারী বাংলাদেশীদের আগ্রহেরও কমতি নেই। একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামলিীগ সরকারের পতন পর্যন্ত শামীম ওসমান ঢাকাতেই ছিলেন। যদিও জুলাই’র শেষ সপ্তাহে শামীম ওসমানের স্ত্রী, কন্যা ও পুত্রবধূকে শ্যালক তানভীর আহমেদ টিটুর সাথে দুবাই পাঠিয়ে দেয়। তারা এখনো সেখানেই অবস্থান করছে বলে জানা গেছে। শামীম ওসমান পরিবারের সাথে যাওয়ার ইচ্ছা থাকলেও আগষ্টের শুরুতে শামীম ওসমান পালিয়ে গেছেন এমন কথা সামাজিক মাধ্যমে প্রচারের পর সর্বশেষ ৩ আগষ্ট শামীম ওসমান ঢাকায় আওয়ামীলীগের সংবাদ সম্মেলনে দেখা যায়। এরপর থেকে শামীম ওসমান অনেকটাই পর্দার অন্তরালে চলে যায়। এর আগে গত ১৯ জুলাই শামীম ওসমান নারায়ণগঞ্জ শহরে এবং জালকুড়িতে তার অনুসারিদের নিয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। অভিযোগ রয়েছে শামীম ওসমানের এই বহর থেকে ছোড়া গুলিতে শিশু রিয়া গোপসহ ২জন নিহত হয়। শামীম ওসমানের সেদিনের তান্ডবে শতাধিক অত্যাধুনিক আগ্নে অস্ত্র ব্যবহার করা হয়। এবং কয়েক জাহার রাউন্ড গুলি ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এই ঘটনার পর পুরো জুলাই মাস তার অনুসারিদের নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে তানভীর আহমেদ টিটুর ব্যবস্থাপনায় তার সন্ত্রাসী বাহিনী অবস্থান নিয়েছিল। ৫ আগষ্ট অবস্থা বেগতি দেখে নারায়ণগঞ্জ ক্লাবের বহিস্কৃত সিনিয়র সহ সভাপতি রামু সাহা ও সহ সভাপতি এস এম রানাসহ সন্ত্রাসীরা ক্লাব চত্বর ত্যাগ করে। অবশ্য এর আগেই কাউকে না জানিয়েই তানভীর আহমেদ টিটু তার বোনসহ শামীম ওসমানের পরিবার পরিজন নিয়ে দুবাই পাড়ি জমান। একাধিক সূত্র জানা যায়, শামীম ওসমান ৫ আগষ্ট রাত পর্যন্ত তার মোবাইল খোলা রেখেছিলেন। সেদিন সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জের অনেক আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছিলেন শামীম ওসমান। শামীম ওসমান রাতে দেশ ত্যাগের সিদ্ধান্ত নিলেও সেদিন সন্ধ্যার পর ৬ ঘণ্টার জন্য বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ থাকায় বিমানপথে তিনি দেশত্যাগ করতে পারেনি। কিন্তু নানা উপায়ে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে সড়ক পথে সিলেট হয়ে ভারত পৌছান। গত শুক্রবার ভারতের দিল্লীতে তার ছবি প্রকাশ হয়। এবং নিশ্চিত হওয়া গেছে তিনি দিল্লীতেই আছেন। কয়েকদিন আগে কলকাতা হয়ে তিনি দিল্লী পৌছান। সঙ্গে তার ছেলে অয়ন ওসমান রয়েছেন। আওয়ামী লীগের একাধিক নেতা শামীম ওসমানের ঘনিষ্ঠজন জানান, তিনি প্রায়শই বলতেন বড় কোন বিপদ হলে তিনি কোন না কোনভাবে ভারত চলে যেতে পারবেন। গত শুক্রবার সেই ছবি প্রকাশের পর কথাটি মনে করিয়ে দেন একাধিক নেতা। তাদের ধারণা বৈধভাবে ভারত যাওয়ার সুযোগ ছিল না। তাহলে কোন পথে তিনি ভারতে গেছেন। কারণ বৈধপথে গেলে তাকে ইমিগ্রেশন পার হতে হবে। আর শামীম ওসমানের মত কোন নেতা এ সময়ে ইমিগ্রেশন স্বচ্ছভাবে পার হতে পারবে না এটাও ছিল নিশ্চিত। তাই তিনি সিলেট হয়ে অবৈধ পথে ভারতে গিয়েছেন বলে অনেকে মনে করছেন। এসময় শামীম ওসমানের সঙ্গে তার ছেলে অয়ন ওসমান ছিলেন বলে একাদিক সূত্র নিশ্চিত করেছে। গত ৫ আগস্টের পর থেকে শামীম ওসমানের কোন খোঁজ ছিল না। সেদিন শহরের জামতলায় শামীম ওসমানের বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর করে সব লুটে নেওয়া হয়। তছনছ হয়ে যায় দীর্ঘ বছরের গোছানো সা¤্রাজ্য। শামীম ওসমানের সঙ্গে তার বিশাল বাহিনীর লোকজনও ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। এরই মধ্যে শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সবগুলো থাকায় কয়েক ডজন হত্যা মামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯ জুলাই শহরের চাষাঢ়া, দুই নং রেল গেট ও জালকুড়িতে প্রকাশ্য অস্ত্রের মহড়া গুলি ছোড়ার ভিডিওতে শামীম ওসমানকে স্পষ্ট দেখা গেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা