ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়কে সম্লান করার জন্য একটি গোষ্টি উঠে পড়ে লেগেছে। তারা বিভিন্ন প্রকার হামলা ও দখলবাজী শুরু করেছে। সেটা প্রতিরোধের জন্য আমাদের মহানগর বিএনপি এবং আইনজীবীরা সোচ্চার সে সময় সেই স্বার্থান্বেষী মহল এড. আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলা চালিয়েছে এবং তার জীবননাশের চেষ্টা করেছে। তারা এড. টিপুকে মেরে ফেলার জন্য সকল প্রকার চেষ্টা চালিয়েছিলো, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছে। সে আজ হাসপাতালে ভর্তি রয়েছে। এই হত্যা চেষ্টার সাথে যারা জড়িত অবিলম্বে তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে গতকাল মঙ্গলবার দুপুরে আদালত চত্বরে টিপুর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। এড. সাখাওয়াত বলেন, প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে, অবিলম্বে সেই সকল হত্যা চেষ্টাকারীদের গ্রেফতার করা হোক। সেই সন্ত্রাসীদের প্রতি কোন সহনভুতি প্রকাশ করা হলো আইনজীবীরা সেটা মেনে নিবে না। এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির, সিনিয়র সহ- সভাপতি এডভোকেট আজিজ আল মামুন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র আইনজীবী এড. জাকির হোসেনসহ জেলা আইনজীবী সমিতি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯