আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ১১:০১

শামীম ওসমান পালালেও অস্ত্রধারী অনুসারিরা আত্মগোপনে

ডান্ডিবার্তা | ১১ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শামীম ওসমান তার বাহিনী নিয়ে একাধিকবার ছাত্র-জনতার উপর প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি চালিয়েছে। গত ১৯ জুলাই শামীম ওসমান তার বাহিনী নিয়ে রাইফেল ক্লাব থেকে কয়েক শত অত্যাধুনিক অস্ত্র নিয়ে চাষাড়া থেকে মন্ডলপাড়া পর্যন্ত তান্ডব চালায়। এদের গুলিতে শিশু রিয়া গোপসহ ২জন নিহত হয়। আহত হয় অসংখ্য সাধারণ মানুষ। এই ঘটনার পর আওয়ামীলীগ সরকারের পতনের আগের দিন পর্যন্ত ওসমানীয় সন্ত্রাসী বাহিনী তানভীর আহমেদ টিটুর পৃষ্টপোষকতায় নারায়ণগঞ্জ ক্লাবে অবস্থান নেয়। এদের ভয়ে ২০ এপ্রিলের পর থেকে ক্লাব সদস্যরা ক্লাবে প্রবেশে আতঙ্কের কারণে অনেকেই ক্লাব ছেড়ে দেয়। এসব অস্ত্রধারীদের প্রকাশ্যে মদদ দেয় বহিস্কৃত সাবেক সিনিয়ন সহসভাপতি বিপ্লব সাহা রামু ও সহ সভাপতি এসএম রানা। সন্ত্রাসীদের খাবার দাবার সরবরাহের দায়িত্বে ছিল নারায়ণগঞ্জ ক্লাবের বহিস্কৃত পরিচালক মঈনুল হাসান বাপ্পি। সেইসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। ৫ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী অভিযান শুরু করলেও এখনো অস্ত্রধারী কিংবা তাদের সহায়তাকারী কেউ গ্রেফতার হয়নি। কোন অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি। মঈনুল হাসান বাপ্প্ িনারায়ণগঞ্জ ক্লাবের আত্মসাতকৃত অর্থের পুরো ঘটনা দামাচাপা দিতে গোপনে কাজ করে চলেছে বলে একাধিক সূত্র জানায়। ক্লাবের সদস্যরা ঘটনার প্রায় ২ মাস হতে চললেও ক্লাবের লুটপাট ও অগ্নিসংযোগ যাদের কারণে হয়েছে তাদের বিরুদ্ধে কোন মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বাপ্প্ িবহাল তবিয়তে এলাকায় ঘুরছে। রামু সাহা ও রানা আত্মগোপনে থাকলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়ায় আইন শৃঙ্খরা বাহিনীও তেমন তৎপর নয় এদের বিরুদ্ধে। ইতিমধ্যে তানভীর আহমেদ টিটু দেশ ছেড়ে পালালেও তার ঘনিষ্ট ৩ সহচর দেশেই অবস্থান করছে। এদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলেই ১৯ জুলাই ব্যবহৃত অস্ত্রগুলি কোথায় আছে এবং ঘটনার পর থেকে সন্ত্রাসীরা নারায়ণগঞ্জ ক্লাব ব্যবহার করে কোথায় কোথায় হামলা চালিয়েছে তার সহজেই জানা যাবে। যদিও আওয়ামীলীগ সরকারের পতনের পর প্রকাশ্য অস্ত্র দিয়ে গুলি ছোড়া সন্ত্রাসীরা পালিয়েছে। তাদের ব্যবহৃত কোন অস্ত্রই এখনো উদ্ধার হয়নি। এর মধ্যে অস্ত্রের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এর পর অনেকের বিরুদ্ধে মামলাও হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ‘গত ১৯ জুলাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চাষাঢ়া থেকে মন্ডলপাড়া পর্যন্ত মহড়া দেয় শামীম ওসমান ও তার বাহিনী। এদিন আন্দোলনকারীদের লক্ষ্য করে বৃষ্টির মত গুলিবর্ষণ করা হয়। সড়ক দখল নিয়ে মুখোমুখী অবস্থানে ছিলো আন্দোলনকারী ও শামীম ওসমানের অনুসারীরা। এদিন গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয় শহরের নয়ামাটি এলাকার শিশু রিয়া গোপ (৬) এবং দেওভোগ এলাকার পোশাক কর্মী রাসেল (১৫)।’ গুলিবিদ্ধের পর ২২ জুলাই মারা যায় রাসেল। একই ভাবে ২৪ জুলাই মৃত্যুবরণ করে রিয়া গোপ। দুই মৃত্যুর ঘটনায় শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীকে দায়ী করে আসছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শামীম ওসমানের সাথে অস্ত্রহাতে দেখা গেছে তার শ্যালক তানভীর আহমেদ টিটু, বেয়াই ফয়েজউদ্দিন লাভলু, বেয়াইর ছেলে ভিকি, এবং বিপ্লব সাহা রামু, এসএম রানাসহ তার অনুসারিরা। একই দিন বিপ্লব ও ইমনগং শামীম ওসমানের সঙ্গেই অস্ত্র নিয়ে মহড়া দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফারহানা মানিক মুনা বলেন, ’১৯ জুলাই দুপুর থেকে আন্দোলনকারীরা নারায়ণগঞ্জের শহরের সড়ক অবরোধ করে রেখেছিলো। এরমধ্যে শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র নিয়ে এলোপাতারি গুলি চালায় আন্দোলনকারীদের লক্ষ্য করে। তাদের গুলিতেই বাড়ির ছাদে থাকা রিয়া গোপ গুলিবিদ্ধ হয়েছে। আন্দোলনে অংশ নেয়া রাসেলও তাদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমরা এই ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024