ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘ তিন মাস যাবত বিশুদ্ধ পানির অভাবে নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জবাসীর মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির অভাবে ক্ষুব্ধ স্থানীয় জনগণ। পথ চেয়ে থাকতে হয় সিটি করপোরেশনের পানির গাড়ির দিকে। কখন পানির গাড়ি আসবে আর তারা খাবার পানি পাবে। এভাবেই চলছে দীর্ঘদিন ধরে। গতকাল বুধবার বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড বন্দরের নবীগঞ্জ, টি হোসেন রোড, মোল্লা বাড়ি, উত্তর পাড়ার এলাকাবাসীকে দেখা যায় পানির রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এসময় জালাল উদ্দিন নামে এক ভোক্তভোগী বলেন, আমরা পানির অভাবে দীর্ঘ দিন যাবত দুর্ভোগ পোহাচ্ছি। কিন্তু আমরা যাকে ভোট দিয়ে কাউন্সিলর বানালাম সেই নাসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলরের কোন হদিস নেই একাধিক বার কল করেও খোঁজ মিলছেনা। এই সমস্যা দীর্ঘ দিনের হলেও কোন কর্ণপাত করেননি। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী আরও বলেন, ভোটের সময় হলে হাত পা ধরে পাশ করেন তার পর থেকেই আর খোঁজ নেই। তিনি পাশ করেই চেয়ার বসেন আর সাধারণ মানুষের খবর রাখেন না। এদিকে এবিষয়ে নাসিক ওয়াসার কর্মকর্তাকে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি। এ ব্যপারে সানিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনেকে মুঠোফোনে একাধিক বার কল হলেও তিনি রিসিভ করেননি। পরে মহিলা কাউন্সিলর শাওন অংকনের সাথে কথা বললে তিনি বিষয়টি কর্মকর্তাদের মাধ্যেমে সমাধানের চেষ্টা করবেন বলে জানান। পানি সংকটে ভোক্তভোগী বাবু জানান আমাদের এই সমস্যা দীর্ঘ দিনের আমরা প্রত্যেকেই ওয়াসার বিল দেই কিন্তু পানি পাই না। আমাদের পরিবারের মা বোনেরা রান্না বান্নায় খুবই কষ্ট হচ্ছে। আমরা এর দ্রুত সমাধান চাই।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯